![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনলতার চুলের ঘ্রাণ নিয়ে হৈমন্তীর হাতের আচার খেয়ে, প্রচন্ড রোদে শকুন্তলার সাথে গল্পে মাতার সাধ যার!
ছোটো এক জীবনে ফেলে আসা দিনগুলো এক বিচিত্র অনুভূতির জন্ম দেয়। ঝাপসা হতে হতে ধূসর স্মৃতিগুলো টুপ করে একদিন হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব।
জীবনের বেশিরভাগ স্মৃতিই নির্জন কোনো রাস্তার মোড়ে মিটমিটিয়ে জ্বলতে থাকা টং দোকানের বাতির মতো। রাস্তা ছেড়ে কিছুদূর এগিয়ে গেলেই নিভু নিভু হতে থাকা আলোটুকুও তলিয়ে যায় গহীন অন্ধকারে। তবে কিছু স্মৃতি মানসপটে রয়ে যায় চিরস্থায়ী হয়ে। ধ্রুবতারা হয়ে শত আঁধারেও ঠিকই চলতে থাকে অদৃশ্য এক ছায়াসঙ্গী হয়ে।
২৭ শে মে, ২০২২ দুপুর ২:২৩
মেহেদী হাসান সৈকত বলেছেন: হয়তো
২| ২৬ শে মে, ২০২২ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
২৭ শে মে, ২০২২ দুপুর ২:২৩
মেহেদী হাসান সৈকত বলেছেন: সহজ কথাই, জীবনের সব স্মৃতি মানুষকে সমানভাবে দাগ কেঁটে যায়না। না চাইতেও কিছু স্মৃতি রয়ে যায় নিজের সমার্থক হয়ে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২২ সকাল ৮:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রেমের চিঠির মতো লেখা।