নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখার দলের একজন !

স্বপ্ন দেখে যাই...

অনিন্দিতা_একা

একজন স্বাপ্নিক...

অনিন্দিতা_একা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবিতা - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সিরিজ

১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০০



গুচ্ছ কবিতা



- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ



থাকুক তোমার একটু স্মৃতি থাকুক

একলা থাকার খুব দুপুরে

একটি ঘুঘু ডাকুক



২.

দিচ্ছো ভীষণ যন্ত্রণা

বুঝতে কেন পাছো না ছাই

মানুষ আমি, যন্ত্র না!



৩.

চোখ কেড়েছে চোখ

উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।





--------------------------------------------------------



ভালবাসার সময় তো নেই



– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ



ভালবাসার সময় তো নেই

ব্যস্ত ভীষন কাজে,

হাত রেখো না বুকের গাড় ভাজে।



ঘামের জলে ভিজে সাবাড়

করাল রৌদ্দুরে,

কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।



কাজের মাঝে দিন কেটে যায়

কাজের কোলাহল

তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।



নদী আমার বয় না পাশে

স্রোতের দেখা নেই,

আটকে রাখে গেরস্থালির লেই।



তোমার দিকে ফিরবো কখন

বন্দী আমার চোখ

পাহারা দেয় খল সামাজিক নখ।



-----------------------------------------------



উল্টো ঘুড়ি –



রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ



এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!

বুঝি না আমার রক্তে কি আছে নেশা-

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে

স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,

কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-

না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,

যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে

উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।

সহজে যদিও ভালোবেসে ফেলি

সহজে থাকি না কাছে,

পাছে বাঁধা পড়ে যাই।

বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,

আমি শুধু যাই দূরে।

আমি দূরে যাই-

স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,

সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে…

এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?

-----------------------------------------------------------



দূরে আছো দূরে



– রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ



তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-

উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,

পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।



তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।

যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে

আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,

পেয়েছো কিনারাহীন আগুনের নদী।

শরীরের তীব্রতম গভীর উল্লাসে

তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-

তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।



জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত

কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।

কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে

বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-

তোমাকে পারিনি ছুঁতে-আমার তোমাকে,

ক্ষাপাটে গ্রীবাজ যেন, নীল পটভূমি

তছ নছ কোরে গেছি শান্ত আকাশের।

অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-

তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।।



-------------------------



[ছবিগুলো আমার তোলা]

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৬

নস্টালজিক বলেছেন: চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক!

১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩২

অনিন্দিতা_একা বলেছেন: :) এইটা মাত্র স্ট্যটাস হিসেবে দিলাম... অনেক প্রিয় লাইন আমার

২| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩০

ফাইরুজ বলেছেন: একলা থাকার খুব দুপুর
একটা ঘুঘু ডাকুক।।।

১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩২

অনিন্দিতা_একা বলেছেন: স্মৃতি কিন্তু অনেক যন্ত্রনাময়...

৩| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩০

নির্লিপ্ত দৃষ্টি বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ, প্রিয়তে নিলাম।

১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৩

অনিন্দিতা_একা বলেছেন: আপনাকেও ধন্যবাদ... :)

৪| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৪

অনিন্দিতা_একা বলেছেন: তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৮

শুকনোপাতা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য...

১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫

অনিন্দিতা_একা বলেছেন: :) :) :)

৬| ১৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩০

দিপুমাঝি বলেছেন:

"থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক"

আহারে গলার মাঝে দলা মাখা কষ্ট।

১৮ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৯

অনিন্দিতা_একা বলেছেন: :( :(

৭| ১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৪

তিথির অনুভূতি বলেছেন: দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না
আমার পছন্দের কবি**

৮| ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৯

অনিন্দিতা_একা বলেছেন: অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই...

আমারো প্রিয় কবি...

৯| ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৩

জিসান শা ইকরাম বলেছেন: চমত্‍কার কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:২৪

অনিন্দিতা_একা বলেছেন: :) ধন্যবাদ আপনাকেও

১০| ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৯

নাআমি বলেছেন: দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!


অনেক ধন্যবাদ সেয়ার করবার জন্যে......প্রিয় কবি আমার......

২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:২৫

অনিন্দিতা_একা বলেছেন: কবিতা ... যেভাবে মনের কথা বলে, অন্য কোন ভাবে কি সম্ভব? :)

১১| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৬

মিরাজ is বলেছেন: কবিতা গুলো সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:২৫

অনিন্দিতা_একা বলেছেন: ঃ)হা সত্য কবিতা!

১২| ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০১

মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: সুন্দর কবিতগুলো।

২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:২৬

অনিন্দিতা_একা বলেছেন: :)

১৩| ১৯ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৩

সুমনদাশবেস্ট বলেছেন: প্রিয় কবির দারুন কিছু কবিতা শেয়ার করার জন্য এক সমূদ্র ধন্যবাদ ।

১৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১২

অনিন্দিতা_একা বলেছেন: এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা

১৪| ২২ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫১

নীল-দর্পণ বলেছেন: দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!


কবিতা গুলোত অনেক সুন্দর :)

১৫| ০৭ ই মে, ২০১২ রাত ৯:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর ।
সব কয়টা ই সুন্দর।

১৬| ১৫ ই জুলাই, ২০১২ রাত ১০:৪২

জেমস বন্ড বলেছেন: :) :) :) ভাল খুব ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.