![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ পর্যন্ত সংবাদ সন্মেলন করে বলতে হল........ তার নতুন কাপরের রহস্য।
এক পক্ষ বলছে নাটক আর এক পক্ষকে প্রমাণ করতে হচ্ছে এটা নাটক না।
আমার মোটা মাথা কিছুতেই বুঝতে চাচ্ছে না নাটক করেই বা লাভ কি হইল আর প্রমান করার ই বা কি হইল!!!!!!!!!!!!!
""'সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে ১৬ দিন আটকে থাকা রেশমা আক্তার সাংবাদিকদের কাছে বলেছেন তার ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা।
উদ্ধারের তিনদিন পর সোমবার সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের সামনে আসেন এই পোশাক শ্রমিক।
রেশমা জানান, তিনি যেখানে আটকে ছিলেন, তা ছিলো একটি কাপড়ের দোকান। নিজের পরনের কাপড় ছিড়ে যাওয়ায় ওই দোকানের একটি পোশাক পরে নিয়েছিলেন তিনি।
“ভবন ধসের পর হামাগুড়ি দিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে ফাঁকা একটি স্থানে আসি। অন্ধকারে বুঝতে পারছিলাম না, কোথায় আছি।
এর মধ্যে গত শুক্রবার উদ্ধারকারীদের সাড়া পেয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন রেশমা।
“তারা একটি ছোট টর্চ লাইট দেন। সেই টর্চের আলোতে দেখি আমি যেখানে আছি, তা একটা কাপড়ের দোকান। হামাগুড়ি দেয়ার সময় আমার কাপড়গুলো ছিড়ে গিয়েছিলো। বেরিয়ে আসার আগে কাপড় পাল্টে ফেলি।”
রেশমা বলেন, “কখনো ভাবতে পারিনি, জীবিত বের হতে পারবো। আটকে থাকার সময় শুধু আল্লাহকে ডেকেছি।”
দিনাজপুরের এই নারী জানান, ২০১০ সালের জুনে ঢাকায় আসেন তিনি। রানা প্লাজায় তার বেতন ছিলো ৪ হাজার ৭০০ টাকা।"
(বিডি নিউজ)
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৪
ই এইচ মানিক বলেছেন: আমি এই নাটকের কিছুই বুঝি নাই
২| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:০৪
মোমের মানুষ বলেছেন: একটি মানুষ নিশ্চিত মৃত্যু থেকে বেচে গেছে, এখানে কেন রাজনীতি শুরু হল?
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫
ই এইচ মানিক বলেছেন: বেচে গিয়েই হয়েছে নতুন যন্ত্রনা। এখন খালি প্রশ্ন আর প্রশ্ন!!!!
৩| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:২১
ঢাকাবাসী বলেছেন: একে নিয়ে খোদ সরকারই রাজনীতি শুরু করেছে, আর কে করবে?
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫
ই এইচ মানিক বলেছেন: সরকারের কি লাভ???
৪| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৩০
নষ্ট শয়তান বলেছেন: হাস্তেই আচি হাস্তেই আচি
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৬
ই এইচ মানিক বলেছেন: মাঝে মাঝে একটু কাইশেন
৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১২:৪৯
নাদাল ছেলে বলেছেন: ভাই সব কিছুর ভিতরেই রাজনীতি খোজা ঠিক না, দৃষ্টি ভঙ্গি বদলান।
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৭
ই এইচ মানিক বলেছেন: আমি প্রকৃত সত্য জানতে চাই
৬| ১৪ ই মে, ২০১৩ রাত ২:০৪
আগুনে পাখি বলেছেন: "রেশমা বাঁচিয়া প্রমান করিল যে সে মরে নাই" ---
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৭
ই এইচ মানিক বলেছেন: বেচে গিয়েই হয়েছে নতুন যন্ত্রনা। এখন খালি প্রশ্ন আর প্রশ্ন!!!!
৭| ১৪ ই মে, ২০১৩ রাত ২:২৫
ইকবাল পারভেজ বলেছেন:
১৭ দিন নিশ্চিত মরনের মুখ থেকে মুক্ত হওয়ার সময় কে্য কাপড় পাল্টায়, চকচকে ওড়না পড়ে আমার জানা ছিল না!! আমি নিজেই হইলে আগে বাচার জন্য বাইরে আসতাম, পড়নের কাপড় ছিড়া, না-কি আমি লেংটা আমার হুশ থাকতো না| এই মাইয়া দেখি ক্লোজ আপ ওয়ান ছাড়াইয়া গেছে!!
আরেক কথা ১৭ দিন অন্ধকারে থেকে সুর্যের আলোতে আসলে চোখের রি-একশন কি হয় আপনি এখনি টেস্ট করতে পারেন, বাইরে দাড়ান ৫ মিনিট চোখ বন্ধ করুন, তার পার চোখ খুলুন, বুজতে পারবেন!!
মোদ্দা কথা: প্রমান হইলো বাংলাদেশে অনেক অনেক বলদ আছে, ওরা ঘাস খায়, লেদায়, চেনায়, মরন গুহায় কাপড় চোপড় বদলাইয়া মেচিং কইরা ওড়না পড়ার গল্প বানায়, আবার সেই গল্প অনেক বলদ বিশ্বাসও করে|
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৮
ই এইচ মানিক বলেছেন: এজন্যই তো কনফিউজড
৮| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:৩৮
সাহাদাত উদরাজী বলেছেন: মোমের মানুষ বলেছেন: একটি মানুষ নিশ্চিত মৃত্যু থেকে বেচে গেছে, এখানে কেন রাজনীতি শুরু হল?
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৪৯
ই এইচ মানিক বলেছেন: আপনার কিছু বলার নাই??
৯| ১৪ ই মে, ২০১৩ সকাল ৮:৩৮
ভিটামিন সি বলেছেন: এইডা কি হুনতাছি। আমার তো আক্কেল গুড়ুম। ১৭ দিনে ৪টা বিস্কুট আর পানি খেয়ে বেঁচে থাকা যায় কিন্তু স্বাস্থ্য-চেহারা তো নাদুস-নুদুস থাকার কথা না। বডি শুকায়া চিমশে হইয়া যাবার কথা। আর পাশে যেহেতু অনেক মরা লাশ ছিলো তাই ভয়ে অপ্রকৃতিস্থ হয়ে যাবার কথা। যাই হউক সবই তেনারা জানেন। আমরা শুধু শুনি দেখি না।
১৪ ই মে, ২০১৩ সকাল ৯:৫১
ই এইচ মানিক বলেছেন: তার চেহারা মনে হলো ধ্বংশস্তুপের মধ্যে থাকার চেয়ে হাসপাতালে থাকতে কস্ট বেশি হচ্ছে.।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫৬
নিয়ামুল ইসলাম বলেছেন: মরহুম জিল্লুর রাহমান কেও মরিয়া প্রমান করিতে হয়েছিল তিনি অসুস্থ ছিলেন