নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে যে বসে অাছে একা একা

কিছুই নেই বলার

মেহরিন সাদিয়া সুমি

এই ব্লগে লুলদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, লুলরা প্রবেশ করলে তাদের সাথে সাথে ব্লকড করা হবে। বর্তমানে ব্লকড অাছে রাজিয়েল , লুলসালু ,পাহাড়ের কান্না , আমি ছাড়া সবাই ভাল , রাজিব খান

মেহরিন সাদিয়া সুমি › বিস্তারিত পোস্টঃ

আরো কয়খান ১৮+++, কমন পরলে দোষ নাইক্কা

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪

গভীর রাতে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন পাশে স্বামী নেই। তাকে খুঁজে পেলেন ডাইনিং টেবিলে। দেখেন, তিনি এক কাপ কফি নিয়ে দেয়ালের দিকে স্থির তাকিয়ে আছেন। স্ত্রী লক্ষ্য করলেন, স্বামী গভীর চিন্তামগ্ন। কফিতে একবার চুমুক দিচ্ছেন আর চোখের পানি মুচ্ছেন। স্ত্রী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কী হয়েছে তোমার? দেয়াল থেকে চোখ ফিরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী বললেন, আজ থেকে ২০ বছর আগের সেই দিনের কথা তোমার মনে আছে? স্ত্রী বললেন, হ্যাঁ। স্বামী বললেন, একবার তোমার বাবা বলেছিলেন, হয় আমার মেয়েকে বিয়ে করবে, নয়তো ২০ বছরের জন্য জেল খাটতে হবে মনে আছে? স্ত্রী বললেন, হ্যাঁ, তাও মনে আছে। স্বামী চোখ মুছে বললেন, সেদিন যদি তোমাকে বিয়ে না করে জেলে যেতাম, তাহলে আজ মুক্তি পেতাম?

________________________________________





একজন লোক বৃহস্পতিবার অফিসে গিয়েছে। সেদিন মাইনে পাওয়ার দিন । মাইনে পেয়েই লোকটি ঠিক করল যে সে একেবারে উইকএন্ড পার্টি করে কাটিয়ে তবে বাড়ি ফিরবে। যথারীতি শনিবার রাতে বাড়ি ফিরে সে দেখল স্ত্রী রেগে বোম হয়ে আছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রশ্ন " তোমার কেমন লাগবে যদি তুমি আমাকে দু-তিন দিন দেখতে না পাও ?"

স্ত্রীর কাছে কিছুতেই হারবে না বলে মনস্থ করা লোকটি বলল " আমার কোন প্রবলেম হবে না"।

সোমবার কেটে গেল সে বউকে দেখতে পেল না... মঙ্গলবার,বুধবার কেটে গেল সে বউকে দেখতে পেল না।

অবশেষে বৃহস্পতিবার সে তার ফুলে ঢোল হওয়া দুটি চোখের মধ্যে একটি কোনরকমে খুলে তার স্ত্রীকে দেখতে পেল...

________________________________________





স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন।

স্ত্রী : কী! তুমি আমার গায়ে হাত তুললে?

স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি।

স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন।

স্বামী : (থ হয়ে) তুমিও আমাকে...

স্ত্রী : তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি?

________________________________________





এক ভদ্রলোক একটা মোটর গাড়ী দুঘটনার একেবারে চুরমার হয়ে গেছে । তিনি তার গাড়ী যেখানে বীমা করেছিলেন সেখানে গিয়ে টাকার দাবী করলেন । কোম্পানীর ম্যানেজার বললেন যে আপনাকে তো টাকা দেয়া হবে না । আপনাকে গাড়ীর বদলে একটা নতুন গাড়ী দেয়া হবে । ভদ্রলোক তো আৎকে ঊঠলেন । আরে আমার স্ত্রীর নামে বীমা করা , সে মরে গেলে কি আপনারা একই ব্যবস্থা করবেন ?

________________________________________





এক লোকের বউয়ের নাম হাসি আর শ্যালিকার নাম খুশি।

সেই লোক রাতের শিফটে কাজ করে।



বহুদিন পর খুশি দুলাভাইয়ের বাসায় বেড়াতে এসেছে।

হাসি আর খুশি ডিনার সেরে টিভি দেখতে দেখতে একই খাটে শুয়ে পড়লো।



দুলাভাই ভোর চারটার দিকে বাড়ি ফিরলো। সে জানে শ্যালিকাটি বউয়ের পাশেই ঘুমোচ্ছে। বাসায় ফিরে রুমে ঢুকে কেয়ারফুলি কেয়ারলেস ভাব নিয়ে শ্যালিকার পাশে শুয়ে পড়লো। যেন সে ঘুমের ঘোরে এ কাজটি করছে, এমন কেয়ারলেস ভাব নিয়ে এক সময় শ্যালিকাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আদর পেয়ে শ্যালিকার ঘুম ভেঙ্গে যায়। সে চাপা স্বরে বলে, দুলাভাই আমি খুশি...আমি খুশি.

দুলাভাই এবার চেতন হবার ভাব ধরে ফিসফিস করে বলে, আমি তো ভাবছিলাম তুমি রাজিই হইবা না। চলো পাশের রুমে যাই।

________________________________________





স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া। মুখ দেখা, কথা বন্ধ।

রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলা ফ্লাইট । এদিকে স্বামী বেচারা সকালে উঠতে পারে না। সাত-পাঁচ ভেবে সে একটি কাগজে লিখল " কাল সকাল চারটার সময় ডেকে দিও।" কাগজটা স্ত্রীর বালিশের কোণায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।



পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাংল। সময় দেখে তার তো চক্ষু চড়কগাছ। রেগেমেগে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল বালিশের পাশে একটা চিরকুট।



খুলে দেখল লেখা আছে " চারটে বেজে গেছে, উঠে পড়ো।"

________________________________________





একটি আন্তর্মহাদেশীয় ট্রেনে এক ব্যক্তি আর এক মহিলা একই কম্পার্টমেন্টে শোওয়ার জায়গা পেয়েছেন। প্রথমে কিছুক্ষণ উসখুস করলেও দুজনেই খুব ক্লান্ত থাকায় অল্পক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্থে আর ভদ্রমহিলা নীচের বার্থে।



মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভাংল। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন দেখুন কিছু মনে করবেন না , আমার এত ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে আমার সুটকেস থেকে একটা কম্বল বার করে আমায় দেবেন ?



ভদ্রমহিলা উত্তরে বললেন আমার আরো একটা ভালো আইডিয়া আছে। আজকের রাতের জন্য মনে করি না আমরা স্বামী আর স্ত্রী?



ভদ্রলোক খুব অবাক আর মনে মনে খুব খুশি হয়ে বললেন ওয়াও!!! দারুণ আইডিয়া!! তাহলে এখন আমার কি করা উচিত?



উঠুন আর নিজের কম্বল নিজে নিয়ে নিন।

________________________________________





স্ত্রী: আমার সাথে ১০ বছর সময় কাটানো তোমার কাছে কি?

স্বামী: আরে সে ১ সেকেন্ড মনে হয়। চোখের পলকে কেটে গেল প্রিয়ে...

স্ত্রী: (খুশি হয়ে) আমার জন্য ১০,০০০ টাকা তোমার জন্য কি?

স্বামী: আরে সেত ১ টাকার মত। কোন ব্যাপারই না।

স্ত্রী: (ততধিক খুশি হয়ে)তা জানু আমাকে ১০,০০০ টাকা দিতে পারবে এখন?

স্বামী: (গম্ভির হয়ে) দাড়াও এক সেকেন্ড পরে দেই।

________________________________________





দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে �

১ম বন্ধুঃ তুমি তো দেখছি একেবারে তোমার বউয়ের চাকর হয়ে গেছ! সেদিন দেখলাম তুমি তোমার প্যান্টটা নিজেই সেলাই করছ ।

২য় বন্ধুঃ তুমি ঠিকই দেখেছ। কিন্তু সেই প্যান্টটা তো আমার নয়, ওটা আমার স্ত্রীর।

________________________________________





স্ত্রী: শোনো না, নীচের তলায় চোর এসেছে। সকালে যে কেকটা বানিয়েছিলাম, সেটা খেয়ে নিচ্ছে।

স্বামী: কাকে ডাকব, পুলিশ না অ্যাম্বুল্যান্স?

________________________________________





স্বামী: আজ মাছ রান্না হয়নি কেন?

স্ত্রী: মাছটাকে মারতেই পারলাম না।

স্বামী: কী ভাবে মারার চেষ্টা করছিলি?

স্ত্রী: জলে ডুবিয়ে!

________________________________________





স্ত্রী : কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?

স্বামী : না, ঠিক তা নয়।

স্ত্রী : তাহলে?

স্বামী : পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।

________________________________________





১ম বন্ধুঃ আসলে তুই একটা ইঁদুর।

২য় বন্ধুঃ তোর এই কথাটা আমি মানতে পারলাম না। কারণ ইঁদুর হলে আমার বউ এতদিনে আমাকে দেখে ছুটে পালাত। ইঁদুরকে ওর ভীষণ ভয়।

________________________________________





স্বামী : তোমার এক মাসে এতো লিপস্টক লাগে আমি ভাবতে পারি না, আর কারো এতো লাগে কিনা?



স্ত্রী : আরে লিপস্টকের অর্ধেকতো তোমার পেটেই যায় |

________________________________________





স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার পুরানো প্রেমিকের সাথে বসে গল্প করছিল | এমন সময় হঠাত স্বামী এসে পড়লে প্রেমিক আলমারির পিছনে লুকিয়ে গেল | ঘরের মেঝেতে চুরুট পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল |বলে উঠল,এই চুরুট কোথা থেকে এসেছে?? স্ত্রী কিছু বলতে পারল না দেখে স্বামী আরো রেগে গেল | স্বামী বলল তোমাকে বলতেই হবে এই চুরুট কোথাকার??? প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বের হয়ে বলল,ও তো মেয়ে মানুষ ,ও কি করে জানবে এই চুরুট কোথাকার?? আপনি পুরুষ মানুষ হয়ে ও চিনতে পারছেন না যে এই চুরুট আমেরিকার???

________________________________________





সেই যে বাড়ীতে এক অথিতি এসেছে , এক সপ্তাহ যায় দু সপ্তাহ যায় তবু নড়বার কোন লক্ষন নেই ।স্বামী স্ত্রী কেউ কিছু বলতে পারে না লজ্জায় । একদিন পাশের ঘরে অথিতিকে শুনিয়ে দুজন খুব ঝগড়া করতে লাগলো , মিছামিছি। স্ত্রীকে স্বামীর প্রহার এবং স্ত্রীর কান্নায় আওয়াজও শোনা গেল এক পর্যায়ে। গতিক সুবিধের নয় ভেবে অথিতি ভদ্রলোক তার সুটকেস নিয়ে এক ফাকে বেরিয়ে গেল। জানালা দিয়ে স্বামী স্ত্রী দুজনায় তাদেখে ঝগড়া বন্ধ করে খুব এক চোট হেসে নিল- যে বুদ্ধি করে তারা অথিতি তাড়াতে পেরেছে । স্বামী বললো তোমার লাগে টাগে নিতো ? যে জোরে কাদছিলে । স্ত্রী বললো দূর এক্টুও লাগেনি। এতো লোক দেখান কেদেছিলাম । হাসিমুখে এক সময় অথিতির আর্বিভাব , হেঁ,হেঁ আমিও কিন্তু লোক দেখানো গিয়েছিলাম ।

________________________________________





নতুন বিয়ে হওয়া বান্ধবীকে প্রশ্ন করল শায়লা- কী রে তোর বর কেমন?



: স্বামী আর পেঁচার মাঝে কোন প্রর্থক্য নেই |

: কেন, এমন কথা বলছিস কেন?

: বলছি কারন স্বামীরা তাদের বউদের সব ভালো জিনিস শুধৃ রাতের বেলাই খুজে পায় |

________________________________________





এক ভদ্রলোক একটা মোটর গাড়ী দুঘটনার একেবারে চুরমার হয়ে গেছে । তিনি তার গাড়ী যেখানে বীমা করেছিলেন সেখানে গিয়ে টাকার দাবী করলেন । কোম্পানীর ম্যানেজার বললেন যে আপনাকে তো টাকা দেয়া হবে না । আপনাকে গাড়ীর বদলে একটা নতুন গাড়ী দেয়া হবে । ভদ্রলোক তো আৎকে ঊঠলেন । আরে আমার স্ত্রীর নামে বীমা করা , সে মরে গেলে কি আপনারা একই ব্যবস্থা করবেন ?

________________________________________





ঐ শালা খুব মজা লুটেছে

মুখোশ পার্টিতে যাবে রোমেল আর তার বউ।



রোমেলের বউ শেষ মিনিটে বললো, সে যাবে না, তার মাথা ধরেছে। রোমেল একটা স্পাইডারম্যানের মুখোশ পরে বেরিয়ে গেলো একাই। ঘন্টাখানেক পর রোমেলের বউ মত পাল্টে একটা মুখোশ পরে নিয়ে পার্টিতে গেলো, একা একা রোমেল কী করে বেড়ায় দেখতে।



পার্টিতে গিয়ে সে দেখলো স্পাইডারম্যানের মুখোশের চারপাশে অনেক মহিলা, জমিয়ে আড্ডা মারছে রোমেল। চটে মটে রোমেলের বউও সেই ভিড়ে গিয়ে জুটলো, তারপর এক এক করে মহিলাকে হটিয়ে দিয়ে রোমেলকে দখল করলো সে। নির্জনে রোমেল তার কানে কানে কুপ্রস্তাব দিলো। মনে মনে চটে গিয়ে রাজি হলো রোমেলের বউ। ঘন্টাখানেক আদরসোহাগের পর রোমেলকে পার্টিতে রেখেই বাড়িতে ফিরে এলো সে।



গভীর রাতে ক্লান্ত রোমেল বাড়িতে ফিরলো।



তার বউ চিবিয়ে চিবিয়ে জানতে চাইলো, পার্টি কেমন হয়েছে। রোমেল বললো, আরে ধ্যুৎ, খুব বোরিং। আমি আর আমার কয়েকজন বন্ধু কোণার ঘরে বসে তাস খেলেছি।



তাই? কোন মজা হয়নি পার্টিতে?



একদম না। তবে যে ব্যাটাকে আমার মুখোশটা ধার দিয়েছিলাম, ঐ শালা খুব মজা লুটেছে।

________________________________________





স্ত্রী বিউটি পার্লার থেকে সেজেগুজে বাসায এসে দেখে, স্বামী এক বামন তরুনীর সাথে শুয়ে। রাগে অগ্নিশর্মা হয়ে চেঁচিয়ে উঠল স্ত্রী, �তুমি না আমাকে কথা দিয়েছিলে , আমি ছাড়া কোন মেয়ের সাথে বিছানায় যাবে না..., এই তোমার কথার নমুনা?�

�রেগো না হানি, দেখতেই তো পাচ্ছ অভ্যাসটা আস্তে আস্তে ছোট করে আনছি।�

________________________________________







স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো?

স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম | সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো |

স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে?

স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি |

________________________________________





আত্মহত্যা ভাল নাকি খুন হওয়া ভাল



আমার কাছে সত্যই একটা ব্যাপার হাসির মনে হয় যখন শুনি মানুষ প্রশ্ন করে যে ভালবেসে বিয়ে করা ভাল নাকি পারিবারিক ভাবে বিয়ে করা ভাল। আমার কাছে মনে হয় একজন যেন অন্য একজনকে প্রশ্ন করছেঃ আত্মহত্যা ভাল নাকি খুন হওয়া ভাল।

________________________________________





কোন সিনেমাটা দেখলি



দুই বন্ধু গল্প করছে

সুমনঃ বুঝলি, কাল আমার বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল ।

সাজুঃ কি নিয়ে?

সুমনঃ আমি চাইছিলাম ক্লাবে যেতে আর ও চাইছিল সিনেমায় যেতে ।

সাজুঃ তা শেষ পর্যন্ত কোন সিনেমাটা দেখলি?

________________________________________





জরিমানা



একলোক এক ট্রাফিক মহিলাকে বিয়ে করল। বাসর রাতের পরদিন ট্রাফিক মহিলা ১০০০ টাকা জরিমানা করল এভাবে

ওভার স্পীড ৩০০

হেলমেট না পরা ৩০০

রং ওয়ে এট্রি ৪০০

________________________________________





























শ্বশুরবাড়ির লোকজনের সাথে আনিসের সম্পর্ক ভালো না প্রথম থেকেই।সেই প্রথম যেদিন টিনা বাসায় জানাল আনিসের কথা সেইদিন থেকেই ...আনিসের যোগ্যতা-পরিবার ইত্যাদি বিষয়ে নানা কথা হতে হতে ইদানিং আনিসের মনটা একেবারে বিষিয়ে উঠেছে।

ওরা দুইজনে ডিটারমাইন্ড থাকাতেই হয়তো ওদের বিয়েটা শেষ পর্যন্ত হয়েছিল।

কিন্তু বিয়ের পর পর ও আনিস যতবার শ্বশুরবাড়ি গিয়েছে খালি জুটেছে অনাদর আর শ্বাশুড়ির খোঁটা।টিনা এইটা নিয়ে অনেক ঝগড়াঝাটিও করেছে কিন্তু কোন লাভ হয়নি।

শেষে বাধ্য হয়ে শ্বশুড়বাড়ি যাওয়া একরকম বন্ধই করে দিয়েছে আনিস।

অবশ্য শ্বশুড়বাড়ির লোকজনের এহেন আচরণে আনিস কিংবা টিনা কারোই ভালোবাসায় কোন প্রভাব ফেলেনি।আনিসের ছোট চাকরিতেও দিব্যি চলছিল দুজনার ছোট্ট সংসার।



তারপর ...ভাগ্য খারাপ হলে যা হয় আরকি কিছুদিন পরই একটা ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে টিনা দারুনভাবে আহত হয়।র্দুঘটনাটিতে ভয়াবহভাবে পুড়ে যায় টিনার শরীর।সারা শরীরই ক্ষতিগ্রস্থ হয়েছে তার, কিন্তু ডাক্তারের ভাষ্যমতে সবচে বাজে অবস্থা মুখের।ডাক্তার জানালেন, কসমেটিক সার্জারি করতে হবে।অন্য কোথাও থেকে চামড়া এনে বসাতে হবে মুখে।কিন্তু টিনার নিজের শরীরের চামড়া এ অবস্থায় সরানো সম্ভব নয়, সমস্যা হতে পারে।



টিনার এ অবস্থায় আনিস তার নিজের শরীর থেকে চামড়া নেয়ার প্রস্তাব দিল।ডাক্তার রাজি হলেন, এবং আনিসের নিতম্ব থেকে চামড়া তুলে টিনার মুখে বসালেন।অবশ্য এই দম্পতি ডাক্তারকে অনুরোধ জানালেন গোটা ব্যাপারটা গোপন রাখার জন্যে।



অপারেশন শেষে দেখা গেলো, টিনাকে আরো সুন্দরী দেখাচ্ছে।আত্মীয়স্বজন তো তাঁকে দেখে অবাক, এবং এতো চমৎকার অপারেশনের জন্যে ডাক্তারকে প্রচুর ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলেন টিনা-আনিস।



কিছুদিন পর নিরালায় টিনা ধন্যবাদ জানালেন আনিসকে।�তুমি আমার জন্যে যা করলে, তা আমি জীবনে ভুলতে পারবো না গো, এর প্রতিদান আমি দিতে পারবো না।� গদগদ হয়ে বলল টিনা।



আনিস তাকে একহাতে জড়িয়ে ধরে বললেন, �ও কিচ্ছু না, লক্ষীটি।আর তোমার প্রতিদান দিতেও হবে না।যতবার তোমার মা এসে তোমার গালে চুমো খাবে, আমার প্রতিদান পাওয়া হয়ে যাবে।�

________________________________________





শপিং সেরে বাড়ি ফিরতেই ছোট্ট অন্তু তার মাকে বললো, �মা মা, আজ কী হয়েছে শোনো, আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো।তারা দুজন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো।�



এটুকু শুনেই অন্তুর মা তাকে থামিয়ে দিলেন।মুখখানা গম্ভীর করে বললেন, �ব্যস, আর একটা শব্দও না।এবার বাবা ফিরলে তুমি যা দেখেছো, তা আবার ঠিক ঠিক বলবে, কেমন?�



অন্তুর বাবা বাড়ি ফিরতেই অন্তুর মা মুখ ঝামটা দিলেন।�তোমার মতো একটা লম্পটের সাথে আমি আর সংসার করবো না।�



অন্তুর বাবা ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, �কেন?�



তখন অন্তুর মা বললেন, �বল অন্তু, কী দেখেছিস গুছিয়ে বল।�



অন্তু বললো, �আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো।তারা দু�জন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো, তারপর তুমি আর পাভেল আঙ্কেল গত পরশু দিন দুপুরে যা করেছিলে, বাবা আর টিনা আন্টি তা-ই করতে লাগলো।�

________________________________________







প্রবাসী স্বামী তার স্ত্রীকে লেখা চিঠিতে লিখেছে,





প্রিয় সুইট হার্ট,

আমি এই মাসের বেতনের টাকা পাঠাতে পারছিনা, তাই তোমাকে ১০০ kiss পাঠালাম।

ইতি

তোমার স্বামী।



তার বউ কিছুদিন পর সে চিঠির উত্তর দিল এভাবে,



প্রিয় জান,

তোমার পাঠানো kiss গুলোর বিস্তারিত জানাচ্ছি।

১.দুধ ওয়ালা ২টা kiss বিনিময়ে এক মাসের জন্য দুধ দিতে রাজি হয়েছে।

২.বিদ্যুত বিলওয়ালা ৭টা kiss এর বিনিময়ে শান্ত হয়েছে।

৩.বাড়ি ওয়ালাকে প্রতিদিন দুইটা কিংবা তিনটা করে kiss দিতে হচ্ছে।

৪.সুপার মার্কেট মালিক শুধু kiss তেই মানি রাজি নয়, তাই ...(সেন্সর)

৫.আর অন্যান্য খাতে ব্যায় হয়েছে ৪০ টি kiss

আমার জন্য কোন চিন্তা করোনা।আরও কিছু kiss এখনও বাকি আছে।আমি আশা করছি সেগুলো ব্যাবহার করে এ মাস ভালোই চলতে পারব।

ভালো থেকো।

ইতি

তোমার বউ।

________________________________________





স্বামী: ওগো, জানো কাল রাতে তুমি যে বললে, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে যাওয়ায় ঈদে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবে কথাটা আমার স্বপ্নের মতো মনে হয়েছে।

স্ত্রী: তুমি স্বপ্নই দেখেছ। তোমার ছেড়া পাঞ্জাবি আমি সেলাই করিয়ে এনেছি।

________________________________________





স্বামী: তুমি কি ভেবেছো? আমি কি গাধা!!?

স্ত্রী: এতে ভাবাভাবির তো কিছু দেখি না!

________________________________________





স্ত্রী: প্রতিজ্ঞা করো, আমি মরে যাওয়ার পর কাউকে ভালোবাসবে না।

স্বামী: সে প্রতিজ্ঞা করলাম। কিন্তু তুমি বেঁচে থাকা অবস্থায় এই প্রতিজ্ঞা রক্ষা করার তো দরকার নেই?

________________________________________





স্বামীর অফিসে যাবার সময় স্ত্রী তার কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন

এটাতেই তোমার লেডী টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ঔষুধ আছে। তোমার কোটে তার চুল খুব বেশী করে পাওয়া যাচ্ছে।

________________________________________





প্রগতিশীল বর (দোকানের সেলস্ গার্লকে): আচ্ছা আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম "মহিলাদের শাসন কর্তা পুরুষ"?

সেলস্ গার্লঃ জি স্যার, আষাঢ়ে গল্পের বই ৩/২ নং সেকশনে পাবেন।

________________________________________





স্ত্রীঃ স্বামী এবং স্ত্রীকে কখনো একসঙ্গে স্বর্গে ঢোকার অনুমতি দেয়া হয় না।

স্বামীঃ হ্যাঁ, এজন্যই এর নাম স্বর্গ।

________________________________________





একটা উপদেশ- সবসময় মানিব্যাগে আপনি আপনার স্ত্রীর ছবি রাখুন। যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন তখন মানিব্যাগ বের করে স্ত্রীর ছবিটা দেখবেন, আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না।

________________________________________





স্ত্রী : বল তো, আমি সুন্দরী এটা কোন কাল?

স্বামী : অতীত কাল!

________________________________________





স্বামী-স্ত্রী ঝগড়া করছে । ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর গালে চড় মারল-

স্বামী: তুমি আমাকে চড়টা সিরিয়াসলি মেরেছ, নাকি ইয়ার্কি করে মেরেছ ?

স্ত্রী: সিরিয়াসলিই মেরেছি ।

স্বামী:তাহলে আজ বেঁচে গেলে। তুমি তো জানো আমি ইয়ার্কি একদম পছন্দ করি না।

________________________________________







মন্তব্য ৯৯ টি রেটিং +৮২/-৭৩

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: মাইনাস পাইতে আমার বরাবরই খুব ভালা লাগে কোন ছাগু + দিলে মেজাজ বিগরাইয়া যায়, কেউ + দেয়ার চেষ্টা করলে আমার ব্লগে ঢুকবেন না, খবরদার!

২| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

টেকি মামুন বলেছেন: ম্যারাথন !

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৯

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: কমেন্ট পাইতে ভালা লাগে

৩| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭

রাজিব খান০০৭ বলেছেন: ওরে কত্তগুলারে :P
আমি কিন্তু মাইনাস দিলাম! সুন্দরীদের কথা রাখতে হয় :P =p~ =p~

৪| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১

অরণ্য আশরাফ বলেছেন:

তবুও ধন্যবাদ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯

কৌশিক বলেছেন: এত কৌতুক পড়মু ভাবতেই হাসি উড়ে যাচ্ছে

৬| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২

স্বপ্ন নীল বলেছেন: এত ভাল পোষ্টে মাইনাস দিতে মঞ্চায়তাছে না ।

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: কি দিলেন - না +?

৭| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: লেখা ভাল্লাগছে। কৈতকের কালেকশন। মাগার একখান কথা, ভাইজান, মাইয়া নিকে লেখেন ক্যান? ফোটুটাও সেইরকম।
প্রিয়তে নিলাম।
সাইয়া অ্যালার্ট দিতে মন চাইতেছে না। :(

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৭

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: সাইয়া অ্যালার্ট দিতে মন চাইতেছে, দিয়া ফালান। আমি যে ভাইজান না আফা, এইটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেন? মেয়েরা কখনো ১৮+ লেখেনা বলে?
আমি মেয়ে , নিশ্চিত থাকতে পারেন

৮| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০০

নীল ভোমরা বলেছেন:
লেখক বলেছেনঃ ‌‌‌‌''আমি মেয়ে , নিশ্চিত থাকতে পারেন''
ক্যামতে?

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আপনারা যেমনে মাইয়া না পোলা নিয়া টানাটানি করতাছেন সেইখানে কি কমু।
লেখার চাইতে সবার ব্যক্তিগত অাগ্রহই বেশী মনে হচ্ছে

৯| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০০

রাজসোহান বলেছেন: আইচ্চা মাইনলাম

আফনে

মুয়া থুক্কু মাইয়া

১০| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ডরাইছি! :|

১১| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৯

েহাজ্জাতুল ইসলাম বলেছেন: অসাধারণ

১২| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

তানজীল ইসলাম বলেছেন: শিরোনাম দেইখা তো ভালা লাগছিলো, মাগার অর্ধেক পড়ার পর তো বোরিং হইয়া গেছিগা।----
২-৩ পার্টে হইলে ভালা লাগতো, যাউগ-গা দিয়াই যহন ফালাইছেন আর কি করা। :( X( X(( :-P

১৩| ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২

নীড় ~ বলেছেন: প্রফাইলের ছবিটা কি আপনার?

১৪| ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১

রাজিব খান০০৭ বলেছেন: নীড় ~ বলেছেন: প্রফাইলের ছবিটা কি আপনার?
আপনার মাথা নষ্ট হয়েছে? কোনো মেয়ে ১৮+ দিবে?

১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: কেন ১৮+ কি পোষ্ট করার জন্য খুব খারাপ ?
যদি খারাপ হয় অামার কোন দুঃখ নাই কারন সবাই স্বীকার করছেন খারাপ কিছু শুধু ছেলেরাই পোষ্ট করে, মেয়েরা না.......

১৫| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫

আমিও মানুষ বলেছেন: গুড

১৬| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১

বৈদ্যুতিক আঘাত বলেছেন: ডরাইছি! :-* :-/ :-/

১৭| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৭

অপ্রয়োজন বলেছেন: ভালো লেগেছে। মুজা পাইলাম :)

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: নারী ঝাতির ইতিহাসে আপনের নাম স্বর্নাক্ষরে লেখা থাকপে :P

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৭

নুভান বলেছেন: আপনের মনোঃবাঞ্চা পূরণ করলাম, আবার মাইনাচ ;)

২০| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪০

নুভান বলেছেন: আইলা, আপনার কমেন্টটি অশ্লিলতার পর্যায়ে পড়ে। একজন ১৮+ পোষ্ট দেয়ার মানেই তিনি বিকৃত মনমানসিকতার এটা ভাবা ঠিক নয়। আপনার কমেন্ট এক্সপাঞ্জ করুন।

১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: নুভানকে ধন্যবাদ, কমেন্ট টি মুছে দিয়েছি এবং ব্লগারকে ব্লক করে দিয়েছি

২১| ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪

মুহিব বলেছেন: মজাই লাগল।

২২| ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৪

নীড় ~ বলেছেন: রাজিব খান০০৭ বলেছেন: নীড় ~ বলেছেন: প্রফাইলের ছবিটা কি আপনার?

১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আপনারা সবাই ছবি বা নাম নিয়ে এত চিন্তিত কেন বুঝলাম না, দয়া করে লেখা পড়ুন

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১১

ডিজিটালভূত বলেছেন: আপনার কাছে যত কৌতুক ছিল সবই তো দিয়া দিলেন। পরের জন্য কিছু রাইখা দিলে ভালা হইত না?
অল্প অল্প করে দিলে, মাইনাস কম পাইতেন মনে হয়।

১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৮

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আমার প্রথম কমেন্ট টি পড়ুন, মাইনাসের রহস্য বুঝতে পারবেন

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৮

অক্টোপাস বলেছেন:

১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩০

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: সমস্যা কি?

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৩

অক্টোপাস বলেছেন: + সহ প্রিয়তে..


২৬| ১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১

কাজল রশীদ বলেছেন:
ভালো লাগলো খুব।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯

কাজী দিদার বলেছেন: আপনার কথা রাখতে পারলাম না+++++++++

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১

ডট কম ০০৯ বলেছেন: নকল নিক ব্যবহারের জন্য মাইনাচ

১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৪

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: তোরেও মাইনাস

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১

হিমু ব্রাউন বলেছেন: ভালাইছে।পিলাস দিলাম।

১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৫

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: ধন্যবাদ

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৫

মির্জা ইউক্লিড বলেছেন: অসাধারণ.........শোকেইজে

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৪

কাঠের খাঁচা বলেছেন: কফি ফেস্টের বিশাল ভান্ডার

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০

ঘু্ড্ডি বলেছেন: সবার এত খারাপ লাগল, কিন্তু কম লোক ত মন্তব্য করে নাই দেখি !!!!!!

তবে প্লীজ পোষ্টের নামের সাথে material এর কিছুটা মিল রাইখেন।

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০১

অস্থির পৃথিবী বলেছেন: একটু দীর্ঘায়ীত হয়ে গেছে।তবুও ভালো।

৩৪| ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৮

জোহারাজ বলেছেন: :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~
সব গুলোই দিয়ে দিলাম.....খুব ভাল লেগেছে....

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২

টানজিমা বলেছেন: যারা + দিসে তারা LL....
মেয়ে নিক দেখে দিছে......

এভাবে কাট-কপি আর কয়দিন.......????
/www.banglaeye.com..

৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০২

স্নিগ বলেছেন: টানজিমা বলেছেন: যারা + দিসে তারা LL....
কি বিপদ!!!

আগের পোস্টে মাইনাস দিয়েছিলাম।
এই পোস্ট ভালো লাগলো(যদিও বেশিরভাগ আগে পড়া)।+


৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৭

গরম কফি বলেছেন: কাঠের খাঁচা বলেছেন: কফি ফেস্টের বিশাল ভান্ডার

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯

এরশাদ বাদশা বলেছেন:

শপিং সেরে বাড়ি ফিরতেই ছোট্ট অন্তু তার মাকে বললো, �মা মা, আজ কী হয়েছে শোনো, আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো।তারা দুজন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো।�

এটুকু শুনেই অন্তুর মা তাকে থামিয়ে দিলেন।মুখখানা গম্ভীর করে বললেন, �ব্যস, আর একটা শব্দও না।এবার বাবা ফিরলে তুমি যা দেখেছো, তা আবার ঠিক ঠিক বলবে, কেমন?�

অন্তুর বাবা বাড়ি ফিরতেই অন্তুর মা মুখ ঝামটা দিলেন।�তোমার মতো একটা লম্পটের সাথে আমি আর সংসার করবো না।�

অন্তুর বাবা ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, �কেন?�

তখন অন্তুর মা বললেন, �বল অন্তু, কী দেখেছিস গুছিয়ে বল।�

অন্তু বললো, �আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো।তারা দু�জন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো, তারপর তুমি আর পাভেল আঙ্কেল গত পরশু দিন দুপুরে যা করেছিলে, বাবা আর টিনা আন্টি তা-ই করতে লাগলো।�


সবথেইকা এইডাই বেশি ভালো লাগছে। অনেকগুলা পুরান মাল আছে। তবে টোটালি আ গুড কালেকশন।

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৫

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: ধন্যবাদ

৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

তাহের বলেছেন: প্রেসক্রিপশনঃ ;)

Click This Link

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: ধন্যবাদ, লিংক দেয়ার জন্য কিন্তু এটা আমার ব্লগে অনেক আগেই প্রকাশিত হয়েছিল

৪০| ২৫ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪

ফিরোজ-২ বলেছেন: ওরে কত্তগুলারে +++

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০

নীল বেদনা বলেছেন: বেশিরবাগই বাল। তবে আরো বাল কিচু আশা করিচলাম

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৮

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আপনিও অনেক বাল। ধন্যবাদ

৪২| ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ট্রাফিক পুলিশ পর্যন্ত এসে আমার তেল ফুরাইয়া গেছে++++++++

৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: মেহরিন সাদিয়া সুমি বলেছেন: মাইনাস পাইতে আমার বরাবরই খুব ভালা লাগে কোন ছাগু + দিলে মেজাজ বিগরাইয়া যায়, কেউ + দেয়ার চেষ্টা করলে আমার ব্লগে ঢুকবেন না, খবরদার!


হায় আল্লাহ ! আমি তো প্লাস দিয়া ফালাইছি, এখন কি করি বলুন তো ?

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৭

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: উপরে স্নিগ কি কমেন্ট করেছে দেখেন!!!!
এদের কি করা উচিত, বলেন?

৪৪| ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৬

মজার মানুষ বলেছেন: অনেকগুলো আহসান হাবিব এর "রাত ১২টার পরের জোকস" থেকে নেয়া। অন্তত কৃতঙ্গতা প্রকাশ করতে পারতেন।

২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৩

মেহরিন সাদিয়া সুমি বলেছেন: তার আগে, আহসান হাবিব জোকস গুলো কোথা পেয়েছে জিজ্ঞেস করুন। তিনিও নিশ্চই আমার মত ইন্টারনেট থেকে সংগ্রহ করেছে
তাকেও বলুন ইন্টারনেটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে।
বিনা পয়সার সাজেশনের জন্য ধন্যবাদ

৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: দেখলাম, পড়লাম, চলে গেলাম। নো কমেন্ট। হা হা হা

৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৯

সজল৯৫ বলেছেন: আপনি বলছেন মেয়ে কেহ মানছে না। তাতে কিছু যায় আসে না, ধরে নিলাম আপনি হিজড়া, আপনি মানুষ এটাই বড় পরিচয়। কিন্তু আপনার লেখা খুব ভাল লাগছে। + দিলে মন খারাপ করবেন তাই ...............

৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০১

এম আই এইচ রাজন বলেছেন: লেখক বলেছেন: কেন ১৮+ কি পোষ্ট করার জন্য খুব খারাপ ?
যদি খারাপ হয় অামার কোন দুঃখ নাই কারন সবাই স্বীকার করছেন খারাপ কিছু শুধু ছেলেরাই পোষ্ট করে, মেয়েরা না.......

৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৬

মজার মানুষ বলেছেন: তাহলে ইন্টারনেট থেকে সংগ্রহিত লেখে দিতেন।

৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০

শুন্য মানব বলেছেন: +

৫০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩০

সাহসী বলেছেন: এহহে! ইসলামের এতো পাবন্দ বান্দা জনাব কাজী সায়েমুজ্জামানও এইটিন পিলাস লেকে ! B-)

৫১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩০

মুস্তাফা সাধ বলেছেন: আপুমণি, এগুলা ১৮+ কৌতুক?

৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫১

নষ্ট ছেলে বলেছেন: তুমার ফটুডা বড়ই সৌন্দর্য B-)

৫৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৫

প্রবাসী রনি বলেছেন:
+ দিলে লুল
- দিলে ভুল
তা হলে লন ফূল

৫৪| ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৫

নিশাচর নাইম বলেছেন:

৫৫| ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪০

জন রাসেল বলেছেন: রুমাল দিয়া চোখ মুছতে মুছতে অবস্থা কাহিল। এই ব্রিটিস আমলের জোকস পইড়া অবশ্য আমার দাদারে হাসতে দেখতাম। যাউগগা আপনেরে মাইনাস সাথে ধইন্যা পাতা।

৫৬| ১০ ই মে, ২০১০ সকাল ৯:৩৫

বাঁশ বাবা বলেছেন: দিছি ( - ) তয় কইলাম ( + )...

৫৭| ১২ ই মে, ২০১০ রাত ১০:০১

আমি স্যাম বলেছেন: ১.
ডাক্তার: বাহ, আপনার আর আপনার স্ত্রীর রক্তের গ্রুপ একই!!! আশ্চর্যজনক তাই না????

স্বামী: আশ্চর্য হবার কি আছে??? একই তো হবে গত ২৫ বছর থেকে আমার রক্তই তো চুষে যাচ্ছে।

২.
ডাক্তার: আপনার শাশুড়ীর রক্তের গ্রুপ তো কারো সাথেই মিলছে না।

জামাই: কোন ওরাংওটাং এর সাথে ম্যাচ করে দেখেছেন????



আপনি আসলেই মেয়ে :> :> :> , কারণ ছেলেদের ১৮+ অন্যরকম :P :P :#) :P :P ( মানে হাসবেন্ড ওয়াইফ না)।

৫৮| ২৬ শে মে, ২০১০ সকাল ১১:৩৮

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: একদম খারাপ না ... দিলাম (+) + (-) = ০ ... :P ;)

৫৯| ১২ ই জুন, ২০১০ ভোর ৪:৩৭

লেবফিউম বলেছেন: মেহরিন সাদিয়া সুমি আপার লেখা পইরা - "আমি খুশি"

৬০| ২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল পোষ্ট।



তবে একটি প্রত্যাশা আপনার কাছে

৬১| ২০ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:০৫

ফারহান আহমেদ বলেছেন: আপার জামাই কি করে B-)) B-)) B-)) B-)) B-)) B-))

৬২| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩২

সর্বদাবেলায়েত বলেছেন: +

৬৩| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭

শ্রাবন্য বলেছেন: হাই ৫....আফনেও! এইর লইগ্গ্যা হামারে হামার চারপাওয়ালা বন্ধুরা দেখবারই পারে না....
নতুন-পুরান বুঝি না, মাগার বাছা বাছা আইটেমগুলাই পুষ্টে দিছেন দেইখ্যা প্লাসাইলাম......হাসা কথা কইয়া ব্লকড হইতে ডরাই না...

৬৪| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৪

অন্যসকাল বলেছেন: হে হে! লইজ্জা লাগে দেহি! দরজা আটকাইয়া সব পইড়ালাইছি! :-B =p~

৬৫| ৩০ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯

ফায়সাল বলেছেন: faltu hoise

৬৬| ০২ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৭

ছোটমির্জা বলেছেন:
আমিত + দিয়া ফালইছি

৬৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫২

নিরবদর্শক বলেছেন: কউতুকের স্বামি স্ত্রি কালেকশন ................ ভালোই

৬৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৭

প্রিয়তমেষু বলেছেন: আমার দাদু আমাকে এখানকার কয়েকটি জোক্স শুনিয়েছিলেন,বলেছিলেন উনি নাকি উনার দাদার কাছ থেকে অগুলো শুনেছিলেন!!

৬৯| ১৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৪

বন্ধুআমার বলেছেন: "একলোক এক ট্রাফিক মহিলাকে বিয়ে করল। বাসর রাতের পরদিন ট্রাফিক মহিলা ১০০০ টাকা জরিমানা করল এভাবে
ওভার স্পীড ৩০০
হেলমেট না পরা ৩০০
রং ওয়ে এট্রি ৪০০"

"শপিং সেরে বাড়ি ফিরতেই ছোট্ট অন্তু তার মাকে বললো, �মা মা, আজ কী হয়েছে শোনো, আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো।তারা দুজন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো।�

এটুকু শুনেই অন্তুর মা তাকে থামিয়ে দিলেন।মুখখানা গম্ভীর করে বললেন, �ব্যস, আর একটা শব্দও না।এবার বাবা ফিরলে তুমি যা দেখেছো, তা আবার ঠিক ঠিক বলবে, কেমন?�

অন্তুর বাবা বাড়ি ফিরতেই অন্তুর মা মুখ ঝামটা দিলেন।�তোমার মতো একটা লম্পটের সাথে আমি আর সংসার করবো না।�

অন্তুর বাবা ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, �কেন?�

তখন অন্তুর মা বললেন, �বল অন্তু, কী দেখেছিস গুছিয়ে বল।�

অন্তু বললো, �আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো।তারা দু�জন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো, তারপর তুমি আর পাভেল আঙ্কেল গত পরশু দিন দুপুরে যা করেছিলে, বাবা আর টিনা আন্টি তা-ই করতে লাগলো।�"

খুব ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।

৭০| ২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৬

মহিউদ্দিন আবির বলেছেন: কী মজাজে লাগলো !!!!!!!!!!!!!!!!!

৭১| ০১ লা এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১

অদ্ভুত সেই ছেলে বলেছেন: আনিস আর টিনার পেরেম কাহিনীটা অসাধারন লাগছে, পিলাচ ++++

৭২| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৫

রাজ ভাই বলেছেন: অনেক ভালো লাগলো।

৭৩| ০১ লা মে, ২০১১ সকাল ৮:৩৩

কাঙাল বলেছেন: gr8

৭৪| ১৩ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৪

মারভিন বলেছেন: http://www.hightechbd.blogspot.com

৭৫| ০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ১০:২৪

সুমন ধ্রুব বলেছেন: ভুয়া...সব কমন...মাইনাচ- - -

৭৬| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৭

খালেদ মাহমুদ বলেছেন: জুস

৭৭| ৩১ শে মার্চ, ২০১২ সকাল ৯:২২

যাযাব৮৪ বলেছেন: হা হা হা

৭৮| ৩১ শে মে, ২০১২ বিকাল ৫:২০

চায়নাবুড়া১৮ বলেছেন: মুখোশের চুটকিটা কড়া অইছে

৭৯| ১২ ই জুন, ২০১২ বিকাল ৩:৪১

সৈয়দ মাহবুব হাসান আমিরী বলেছেন: খুব ভাল লেগেছে। ++ সহ প্রিয়তে রইল।

৮০| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৪০

মহসিন৭১ বলেছেন: কমেন্ট পড়তে পড়তে জোক্স ভুলে গেছি। উপরে কি পড়েছি মনে নেই। তবে মহিলা ট্রাফিক পুলিশ গত ২০ বছরে ঢাকার রাস্তায় একদিনও দেখি নাই।

৮১| ০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৬

আল ইমরান বলেছেন: বালাই ত...........

৮২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

জাহিদ হাসান বলেছেন: শরম শরম লাগে- তবুও পড়ে ফেললাম ।

৮৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

েবনিটগ বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.