![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় আর শিক্ষামন্ত্রী এখন ঢিল একে অপরকে ছুঁড়ে মারছেন । এ ঢিল যে জাতির মাথায় এসে পড়ছে সেটা কেউ আমরা খেয়াল করছি না ।
একদিকে শিক্ষামন্ত্রী বলছেন দেশে শিক্ষার ব্যাপক উন্নতি হচ্ছে । উনি মাননীয় শিক্ষামন্ত্রী ভদ্রলোক উনার কথা অবিশ্বাস করার কোন কারন আপাতত আমি দেখছি না । আসলে আগের দিনে বাংলা ইংরেজী তে লেটার মার্ক পাওয়া ছাএ ছিল হাতের কর দিয়ে গোনা ১,২ শেখার মতো । আর এখন বাংলা ইংরেজী তে লেটার না পাওয়া ছাএ সংখ্যা খুবই কম । মানুষ স্বভাবজাত ভাবেই হিংসুক প্রকৃতির । আমরা যারা লেটার পাইনি তাই ওদের সাথে একটু হিংসা করতেই পারি । তাই বলে হিংসা করে গনহারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ওদের কে ফেল করিয়ে দিবো, সেটা কি আসলেই বাড়াবাড়ি না? দিন বদলাইছে, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্হাও বদলাইছে- শিক্ষামন্ত্রী যেভাবে নিজেকে সময়ের সাথে পরিবর্তন করতে পেরেছেন (হয়তো নিজের অথবা দলীয় স্বার্থে)আমরা অনেকে সেটা পারিনি কারন ঐখানে আমাদের কোন স্বার্থ নেই । আগের দিনের ছাএরা বাংলা ইংরেজী তে লেটার না পেলে ও উনারা ভালোই বাংলা কিংবা ইংরেজী তে লিখতে পারতেন আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এখন যারা ৮০ নম্বর পাচ্ছে ওরা ভর্তি পরীক্ষাতে ফেল করছে ।
প্রিয় পাঠকবৃন্ধ,এখনকার ছাএদের কোন দোষ আমি দিচ্ছি না, এমনকি ওদের কোন দোষ ও আমি দেখছি না । এখন যারা হাহাকার করে দেশের শিক্ষা ব্যবস্হা গেল রে, তাদেরই সব সমস্যা । কারন এখন কার ছাএদের পড়ায় কে? কেন তারা একটা বিষয়ে ৮০ নম্বর পেয়ে ও দরখাস্ত লিখতে পারবে না? তাহলে আমরা যারা শিক্ষক আমাদের নৈতিকতা কোথায়? তাহলে কেন ঐ ছাএ কে আমরা ৮০ নম্বর দিচ্ছি? হয়তো বলবেন, উপরে থেকে চাপ আছে নম্বর বেশী দেবার? ঐ চাপরে কারনে একজন শিক্ষক যদি উনার নৈতিকতার অবক্ষয় দেখান তাহলে ভবিষ্যত প্রজন্মের কথা এই দেশের শিক্ষক সমাজের না ভাবলে ও চলবে। আমদের শিক্ষামন্ত্রী যা চাচ্ছেন তা হয়তো আমরা বুঝতে পারছি না । আমি বিশ্বাস করি, একজন ছাএ ভালো কিছু ক্লাসে শিখবেন সেটা আমাদের শিক্ষামন্ত্রী সব সময়ই চান, শিক্ষকরা নম্বর দিয়ে ছাএদের পাশ করাবেন এটা ও উনি চান । আমদের শিক্ষকরা কিছু না শিখিয়ে বেশী বেশী নম্বর দিয়ে পাশ করিয়ে দিবেন সেটা উনি কেন কেউই আমরা চাই না ।
যাইহোক ক্লাসে শিক্ষকরা কিছুই পড়ান না এই দায়ভার শিক্ষামন্ত্রী কেও নিতে হবে । উনি শিক্ষক সমাজের অভিভাবক । কিভাবে শিক্ষকরা ক্লাসে ছাএদের কে শেখাবেন, কেন শিক্ষকরা ক্লাসে কিছুই পড়াচ্ছেন না এসব খুঁজে বের করার দায়িত্ব উনার উপর বর্তায় । রেজাল্ট ভালো হইলে হাসি খুশী মুখ নিয়ে জাতি কে জানান দিবেন আর রেজাল্ট খারাপ হইলে পরিক্ষার মানদন্ড নিয়ে রেগে যাবেন সেটা আপনার নিকট থেকে শিক্ষক সমাজ কখনোই আশা করেন না ।
মাননীয় শিক্ষামন্ত্রী আপনী সৃজনশীল নামক ভয়াবহ শব্দটার জনক । আমি ও বিশ্বাস করি লেখাপড়া সৃজনশীল হওয়া উচিত । সৃজনশীল কে আমি ভয়াবহ বলছি এই কারনে, আপনার শিক্ষক সমাজ সৃজনশীল কি জিনিস সেটা কি বুঝেন ? আমি ঢালাওভাবে পুরো শিক্ষক সমাজ কে বলছি না । একটা বড় অংশকেই বুঝাচ্ছি । বিশেষ করে গ্রামের স্কুল কলেজগুলো তে শিক্ষার অবষ্হা আগের চেয়ে অনেক খারাপই বলা যায় ।
আপনী এইচ.এস.সি তে আই.সি.টি নামক একটা কোর্স চালু করেছেন । এটা অবশ্যই প্রশংসার দাবীদার কিন্তু আপনী রাস্তা মেরামত না করে যদি ভালো ভালো গাড়ী আমদানী করেন তাহলে সেটা অপচয় ছাড়া আর কিছুই নয় । ঠিক আই.সি.টি বই টা দেখে আমার কাছে তাই মনে হয়েছে । কয়টা কলেজে এক্সপার্ট শিক্ষক রয়েছে এই কোর্সটা ঠিক মতন পড়ানোর । হাতে গোনা ২/৪ টা কলেজে হয়তো কিছু এক্সপার্ট শিক্ষক পেতে পারেন যারা এই কোর্স টা ঠিক মতো পড়াতে পারবেন । আপনী এস.এস.সি লেভেলে আরো সহজ করে প্রথমে বেসিক কম্পিউটার একটা কোর্স চালু করলে হয়তো আরো ভালো হতো ।
মাননীয় শিক্ষামন্ত্রী আপনী যখন কোচিং বন্ধ করার ঘোষনা দিয়েছিলেন সবাই বেশ প্রশংসা করেছিলো । আপনী কি একবার ও স্কুলের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য নিজে উদ্যোগ নিয়েছেন ? কেন আমাদের দেশের স্কুলের শিক্ষকদের বেতন দিনমজুরের বেতনের চেয়ে সামান্য পরিমান বেশী হবে ? যারা দেশের কারিগর বানায় তাদের কে আপনী অবহেলা করে কখনোই ভালো কারিগর বানাতে পারবেন না । (১ম অংশ)
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। ধন্যবাদ ভাই ম রহমান।
অফ টপিকঃ আপনি সম্ভবত সামু ব্লগের প্রায় শুরু থেকেই আছেন। একজন সিনিয়র ব্লগার হিসাবে আপনার প্রতি শ্রদ্ধা রইল।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
কোচিং দৌরাত্ত্ব বন্ধ করার জন্যই 'সৃজনশীল' এর কথা ভাবা হয়েছিল ১৩ বছর আগে থেকে।
আজকের এইই সমস্যার জন্য যতটা শিক্ষামন্ত্রী দায়ী তারচেয়েও বেশি দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের খামখেয়ালি পদ্ধতি