নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...!!!

.... !!!

ম. রহমান

স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]

ম. রহমান › বিস্তারিত পোস্টঃ

Research proposal কিভাবে লিখবেন ?

০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৪৩

Research proposal হলো ১৭ বছরের বালকের প্রথম প্রেম । বুক কারনে অকারনে দরফর করে । বালিকার কথা ভেবে ভেবে ঘুমাতে না পারা । কিভাবে প্রপোজ করা যায় ? গুছিয়ে একটা চিঠি লেখা । চিঠিতে থাকতে হবে বালিকার গুনগান, বালিকা তুমি এতোই সুন্দরী তাই পাড়ার সকল ছেলেই মহাকাব্য (লিটারেচার রিভিউ) রচনা করে ফেলেছে কিন্তু ঐ মহাকাব্যগুলো তে কিছু সমস্যা আছে (problem statement) (যেমন তোমার বাহিরের সৌন্দর্যটাই সকলেই দেখেছে, কেউ কেউ তোমার হাসির ও প্রশংসা করেছে । তোমার যে সুন্দর একটা মন আছে সেটা কেউ বলেনি, আমি ছাড়া )। জানি, তোমার বাবা, মা, চাচারা বাঁধা হয়ে দাড়াবে । এই সব সমস্যা সমাধানের জন্য কোথায় যেতে চাই সেই লক্ষ্যবস্তু (research objective) নির্ণয় করতে হবে । এই লক্ষ্যবস্তু অর্জন করার জন্য কিছু প্রশ্ন ( research question) করতে হবে। ভয় পেয়েও না বালিকা । আমাদের সিনিয়ররা অনেক থিউরি দিয়ে গেছেন সমস্যা সমাধান করার জন্য ( যাকে বলে theoretical framework) । তোমাকে পাবার জন্য একটা পদ্দতি ঠিক করছি (সেটাই হলো methodology), সেই অনুযায়ী কাজ করলে তোমাকে নিয়ে সুখে থাকবো । যেমন (হতে পারে চাকুরীর (interview) পরেই বিয়ে টা করে ফেলবো, সেটাই হবে qualitative research, চাকরীর পেছনে ঘুরে সময় নষ্ট না করে পরিচিত সকলের (convenience sampling) থেকে টাকা নিয়ে (Data collection ) ব্যবসা (hypothesis analysis) করবো সেটাই হবে (quantitative research), তারপরেই তোমাকে আমার করে নিবো। জিনিস পএের যেই দাম, একটা তে কাজ না হলে দুইটাই করবো (Mixed method)। চাকুরী (interview) আগে পরে ব্যবসা(Data collection & hypothesis analysis) করলে exploratory design, অথবা ব্যবসা (Data collection & hypothesis analysis) গুছিয়ে পরে চাকুরি (interview) করলে explanatory design, আর দুইটা (interview এবং Data collection & hypothesis analysis একসাথে শুরু করলে (Convergent design) গুছানো পরিকল্পনা দেখাতে হবে । ঐ চিঠি পড়ে বালিকা মুচকি হেসে বলবে আমার ভয় হয় । তার মানেই বালিকার সম্মতি আছে, প্রপোজাল (research proposal) লিখা শেষ । এমনভাবে লিখতে হবে যে চিঠি পড়বে, সেই হবে গল্পের বালিকা । যতোবারই আপনার চিঠি পরবে ঠিক ততোবারই প্রেমে পরবে ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ দুপুর ২:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: B-)

২| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: উফ !!!!

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

ম. রহমান বলেছেন: ব্যথা পাইলেন মনে হয় !!!

৩| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: মন্দ নয়।

৪| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! বয়সটা যে অনেকদিন আগে ফেলে এসেছি । যদি সে সময় পেতাম ।

৫| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মিঠু পারভেজ বলেছেন: আহা :)

৬| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:৩৯

আদ্রিজা বলেছেন: এখনি একখানা প্রেমপত্র লিখে ফেলতে ইচ্ছা করছে।। ;)

১১ ই মে, ২০১৮ সকাল ৯:২৯

ম. রহমান বলেছেন: লিখে ফেলুন না।

৭| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: এমবিএতে রিসার্চ প্রোপোজাল নামে আমাদের একটা কোর্স ছিল মনে হয়।

১১ ই মে, ২০১৮ সকাল ৯:৩০

ম. রহমান বলেছেন: "রিসার্চ ম্যাথোডলজি" নামে একটা কোর্স ছিলো বোধ হয় ।

৮| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৩২

সুমন কর বলেছেন: ;)

৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৪৩

মাআইপা বলেছেন: অসাধারণ হয়েছে লেখাটা।

শুভ কামনা রইল

১১ ই মে, ২০১৮ সকাল ৯:৩১

ম. রহমান বলেছেন: ধন্যবাদ ।

১০| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:২৫

টারজান০০০০৭ বলেছেন: আহারে ! এই পদ্ধতি আমার কৈশোরে কেন দেখি নাই !! দেখিলে আমা হইতে পাড়ার কোন মাইয়াই বঞ্চিত হইত না !!!!!!! :(

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

ম. রহমান বলেছেন: হা হা হা । এখনো ওদের হক আছে, বঞ্চিত কইরেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.