নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...!!!

.... !!!

ম. রহমান

স্বপ্ন দেখার অস ুখ টা আমার ছোটবেলা থেকেই ছিলো, স্বপ্নের মাঝেই আমি হারিয়ে যেতাম তারার দেশে -মেঘের ছোয়ায় একটু পুল কিত অনুভব করি-মেঘগুলো ও যেন হারিয়ে যায়- আমার ঐ কালো কুচকুচে ভালবাসার মানুষটির দিকে চেয়ে থাকি হাজার বছর-তাও আবার স্বপ্নের মাঝে- সেদিন স্বপ্নে পাহাড়ের ঢালুদেশ দিয়ে হাটছিলাম -- কারো অনুভবেই যেন হদয়ের গতি বেড়ে গেল- সেটা ভয় থেকে জন্ম নেয়নি- আবার কেন জানি ভয় পাই? দুনিয়ার সব মানুষকেই যেন মনে হয় অচল... তারা যেন কিছু একটা বুঝতে পারে না । .......................... [email protected]

ম. রহমান › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় সবচেয়ে বড় সমস্যা কি ?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

ঢাকায় সবচেয়ে বড় সমস্যা কি ? কেউ বলবেন, মশা, জ্যাম, ধুলাবালি, রাস্তার পাশে ডাস্টবিনের দুর্গন্ধ, যানবাহনে অনিয়ম ইত্যাদি । কিন্তু আমার কাছে মনে হয়, রিক্সাচালক, সিএনজি, মোটর সাইকেল, বাসসহ সকল পরিবহনের ড্রাইভারের সাথে নারী এবং পুরুষের জন্য মলমূএ ত্যাগ করার স্হানের সংকট । পরিবহনের চালকরা কষ্ট হলেও কিছু জায়গায় মলমূএ ত্যাগ করতে পারে । কিন্তু রিক্সা চালকরা তাদের রিক্সা রেখে রাস্তার পাশে ছাড়া কোন উপায় নেই । একবার চিন্তা করে দেখুন তো, প্রচন্ড চাপেও তাদের প্যাডেল মারতে হচ্ছে অবিরাম। কতোটা অমানবিক ! সেদিন গুলশান ২ থেকে বারিধারার দিকে রিক্সায় আসতেছিলাম । রিক্সা চালক পাশের এক কাভার্ড ভ্যান থেকে একটা রুটি, একটা কলা আর একটা ডিমের প্যাকেট নিলেন । বললো, এক ধনী লোক প্রতি দিন ১২ টা থেকে সারে ১২ টার দিকে এই প্যাকেট ফ্রি দেন । জানতে চাইলাম, শুধু কি রিক্সা চালকদের জন্য ফ্রিতে দেন ? বললো, না মামা । অনেক সিএনজি এবং প্রাইভেট কারের ড্রাইভাররা ও নেন । আমি আবার জানতে চাইলাম, ধরুন মামা, আপনাকে যদি এই প্যাকেট না দিয়ে, প্রেশাব করার একটা জায়গা দিতো, আপনী কোনটা নিতেন ? আমার মুখের দিকে তাকালেন এবং বললেন, এই প্যাকেট আমি ইচ্ছে করলেই কিনতে পারতাম কিন্তু আমাদের জন্য কেউ যদি প্রেশাব করার একটা ব্যবস্হা করতো । খালি রিক্সাডা নিরাপদে জায়গায় রেখে, কামডা সারতে পারতাম । আমাদের কথা কেউ ভাবে না । আমি বললাম, হ, মামা, আপনাদের কথা যাদের ভাবার কথা তারা তো গাড়ীর জানালা বন্ধ করে প্রাইভেট কারে চলাফেরা করে । এখন এমন কিছু করেন, যাতে গাড়ীর জানালা বন্ধ থাকলেও ওদের নাক পর্যন্ত পৌঁছায় । রিক্সাচালক মামা হাসতে হাসতে আমাকে গন্তব্যে নিয়ে আসেন ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুঁজে পেলাম না!
কোনটা রেখে কোনটা বলবো
তা খুঁজে পেলাম না।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনিও ঢাকার একটা সমস্যা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

ম. রহমান বলেছেন: ভালো হোক আর খারাপ হোক, এ দেশের মানুষ আমার ভাই, আমার বোন । দেশ কে যদি ভালোবাসেন, তাহলে এ দেশের মানুষদের ও ভালোবাসতে হবে, তাহলে জনসংখ্যা কে কোন সমস্যাই মনে হবে না । আমার তো বেশী মানুষ দেখলে ভালোই লাগে । ইউরোপ মোটেও থাকার জন্য ভালো লাগে নাই কারন মানুষ কম ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

অধৃষ্য বলেছেন: সমস্যা যেটা বলেছেন তা আসলেই গুরুত্বপূর্ণ। রিক্সাওয়ালাকে যে উত্সাহ দিলেন তা মানতে পারলাম না। এমনিতেই অনেক জায়গার আশেপাশে যাওয়া যায় না।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

ম. রহমান বলেছেন: রিক্সাওয়ালাকে মোটেই খারাপ কিছু করার উৎসাহ দেই নাই । ভি আই পিরা যেসব রাস্তায় বেশী চলাফেরা করেন, ঐ সব রাস্তায় তো রিক্সাওয়ালাদের যাতায়াতই নিষেধ । যেই ধনাঢ্য ব্যক্তি প্রতিদিন খাবার দেন, আপাতত উনাকেই খুঁজে বের করার চেষ্টা করছি । উনি মহান মানুষ, হয়তো উনাকে বললে কাজ হইলে ও হইতে পারে । খাবারের চেয়ে, খাবার ত্যাগ করার জায়গা বেশী প্রয়োজন ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

ইয়োডা বলেছেন: মনে হয় ঐতিহাসিক পোস্ট করে ফেলছেন আপনার জীবনের । দারুণ অজনা বিষয় নিজের শৈল্পিক হাতে বাইরে নিয়ে আসলেন । প্রকাশ করে দিলেন । বাংলার পাঠক সমাজ এখন আপনাকে নিয়ে বন্দনা শুরু করবে । অভিনন্দন।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

রাজীব নুর বলেছেন: এই শহরের মানুষ নিষ্ঠুর।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব এই সমস্যায় পরেছিলেন,
গাড়ির কাচ পরিস্কার করার ছলে
আসল কাজটা রাস্তাতেই সারলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.