![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
তোমাকে চাই, আত্মা আর রসের ভীষন প্রয়োজনে
নাই নাই করে হেঁকে ঘরে ফিরে আসি
যেনো ডাক শুনি; কেউ
রাতের আঁধার উদ্গীরণ করে বসে আছে সলাজে
ডাইনি চাঁদে চঞ্চল গোপনে।
ছেঁড়া বেহালার সরল সুরের পার্থিব আহ্বানে
কেমোর মতন বিষাদের নির্জন ঠাসাঠাসি
অঘুমের ভেতর যাক ভেসে গেলে বিরাগী যমুনা
তবু ছেঁড়া বেহালারে ভালোবাসি।
দুধেল স্তনের দারুণ মেধায় পোড়ামুখি
যত পারিস-, এ দ্বীনেরে জ্বালা
আগুন খেয়েই সবটুকু তর দেখিস-
মুছে দেবো যত অনাদর অবহেলা।
©somewhere in net ltd.