নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

নিশ্চিহ্ন যাতনা

২৬ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৭

আমার কবিতায় তেমন কোন আবেগময় ধারা নেই

যা তুমি সুমধুর কন্ঠস্বরে অনবদ্য উপলব্দি করবে

আমি এক অসামান্য সরল অনুকাব্য লেখক

যেখানে চিহ্নহীন ব্যাক্তিগত যন্ত্রনা ছাড়া

বড়জোর নিরঙ্কার কান্নার থরোথরো প্রতিধ্বনি দেখতে পারো ।

আমি শূন্যের দিকে দুহাত বাড়িয়ে আশ্রয়হীন

তবু গোপন ইচ্ছা আশ্রয় খুঁজে

ভূলোকের সমস্ত ব্যর্থ মূহুর্ত আর

অবাস্তব স্বপ্নের শ্রেষ্ঠতম কুত্‍ সিত রুপটির কাছে ।

আমার কবিতায় কোন প্রতিষ্ঠিত লিঙ্গ নেই

যা তোমার মত প্রতিভাবান কিশোরীদের

মহত্‍ কিংবা বিস্ফোরিত করতে পারে ,

আমার কবিতা খুব ই নির্মম ভালোবাসা মিশ্রিত

চার বছরের তৈরি পরিত্যাক্ত রক্তমাখা -

অদ্ভূত শ্রীহীন চুম্বন,

তুমি কেমন করে স্বাধীন যৌবনের

লিঙ্গ পরিবেষ্টিত শ্রেষ্ঠতম শিল্প ছেড়ে

এই অশুভ কবিতা চোখের সামনে তুলে ধরবে ।

ভালবাসার সত্যতা কি আমি জানিনা

মনে হয় একটি অবোধ রঙ্গিন জীবনের শেষে

ভয়ংকর ভাল না লাগা কোন আঁধারের-

মূখোমূখি বসে

আলো না আসার অক্লান্ত অপেক্ষা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.