![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
তোমরা জন্মের পরে পিতৃ পরিচয় দিতে ঘেন্নাবোধ করবে
কিছুই রেখে যেতে পারবনা তোমাদের জন্য ;
ভোগ বিলাসের উপযোগী অর্থ
স্বাধীন মতবাদ ব্যাক্ত করার গনতন্ত্র
বেঁচে থাকার সার্বভৌম নিরাপত্তা
গৌরব করার মত শ্লীল জননী
কিছুই না !
জন্মের নামে পাবে- পশুতান্ত্রিক এক রাষ্ট্র
তস্করের স্তুতি গাওয়া যে দেশের মৌলিক বিধান,
চড়া দামে নিতে হবে অমল নিঃশ্বাস
সৎ পথের অন্বেষণ পাগলের প্রলাপ বলে মনে হবে
ধর্মের বর্বরতা ফটকে সেঁটে দেবে ভয়াল লাগাম
আর স্বার্থান্নেষী অবৈধ জননী সুস্বাস্থ্য রক্ষার্থে -
তোমাদের মাতৃদুগ্ধ হতে করবে বঞ্চিত !
অতএব, শুক্রানুতেই বেঁচে থাকো
আমার অক্ষমতাই হোক তোমাদের আশীর্বাদ !
©somewhere in net ltd.