![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
প্রথম যেদিন তোমাকে আবিষ্কার করলাম
আমার পৌরুষে কোনো নারী ছিলোনা লিজা'দি
আমার যুগল কুঁড়েঘরে জ্যোস্নার কি যে উচ্ছ্বাস
বিশ্বাস করো, ইতিপূর্বে আমি কখনো জ্যোস্না দেখিনি
অভাব আবিষ্কারের এক অদ্ভুত সূত্র এতদিন অজানাই ছিলো।
সতেরো বছরের তরতাজা রক্তে মাংসে
জীবনের কানাকড়ি মায়া আমার ছিলোনা
ছিলো ভিন্ন জাতের রক্তের মাতাল এক নেশা
সেই রক্ত আমি তোমার মাঝে দেখেছি
আমার রক্ত চাই ভীষণ
প্রলয় ধমানো সাদা-লাল রক্ত লিজা'দি।
আমি তোমাকে হরিনের দৃষ্টির মত সন্তর্পনে
সারা দিন রাত করেছি ধারন এই নষ্টার হৃদয়ে
এমন সস্তা হৃদয় আর কে দিয়েছে প্ররোচনায়
নিরন্তর কে হারিয়েছে পথ বিপথে আমার মত?
একুশ বছরের কামনা আজ-
সার্থক কুঠার হয়ে গেছে লিজা'দি,
প্রবীন কিশোর এখনো একটি হাতের ঈশারা চায়
বৃদ্ধ রাস্তার মোড়ে-
জনতার মধ্যে খুঁজে গত জীবনের সৎ হৃদয়বাণী।
তোমার হয়েছে সংসার তারার মত
আমার ক্ষুধিতদিন দীর্ঘরাত নিষ্ঠুর রক্তপাতে
শুধুই ইঁদুর আর আরশোলার আনাগোনা
তবু আগামীকাল তোমাকে পাবার আশা
আবর্তের মূমুর্ষ এই জটিল ক্ষত-
তোমাকে ডাকে বৃষ্টিতে, দুর্দশায়, মদির সুরে-,
আর কিছু আবিষ্কার করিনি
দেখো, আমি নিরুপায় ঝরে গেলাম চূর্ণ আত্মায়
না হয় প্রতিহিংসায় ক্ষনকাল-
এই হাত ধরো মৃত্যুর অন্ধকারে লিজা'দি।
©somewhere in net ltd.