![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
যদি আমাদের দেখা হয় ফের
কোনো দাবি নয় নিষেধাজ্ঞাও নয়
যা পূরন করতে আর ভাঙতে
ব্যয় হয়ে গেছে অজস্র সময়,
আমরা সতর্ক হবো পরবর্তী পতনে
দৃঢ়তার সাথে অশ্রুতে চুমো খাবো
জগতের কোনো ধ্রুপদি লোভে মিলনের পথে হাটবোনা
বরং বাস্তবিক ঘুমকে জাগ্রত করে তুলবো
নিবেদিত মৃত্যুর গর্বিত অহংকারে।
মৃত্যুর অগ্নিশিখায় দুঃসহ কাল দহনে
সুখি চিত্তে বরন করে নেবো পরম বেদনা,
ঐ সব পুঁজিবাদী বিশ্বাসের দীক্ষায়
নৈতিকতা কিংবা মানবতাবোধ কোনটাই সুস্থ্য থাকেনা।
নিজেদের সংযত রাখা উচিত
যথাসম্ভব স্পর্শকাতর বিষয় গুলো সম্পর্কে।
আমি ফিরে এসেছি
এ জন্য-ই তোমাকে ফিরে আসতে হবে এমন নয়
তবু তোমাকে ফিরে আসতে হবে প্রিয়
আমারে ধূলিসাৎ করে যাওয়া নেশার নিকট,
বড় অদ্ভুত লাগছে নিশ্চয়
এ অসম্ভাবি আশা পোষনে!
এ শক্তি তোমার পীড়িতে ছিলো
কেউ হত্যা করে কেউ বাঁচিয়ে রাখে
কিন্তু দেখা হয়না কারোর-ই
শুধু মেকি কল্পনার মুখোশে
জীবনকে ফুসলিয়ে মধুরতর প্রয়ানের আবেদন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: যথাযথ যত্নের অভাবে সব সৃষ্টি অকালে হারায় তার সর্বস্ব।
আপনার সুবচনে ঈঙ্গিত পেলাম কিছু সৃষ্টি করেছি তাহলে, এর বেশি কি চাই!
আপনাকে ধন্যবাদ> টুম্পা আপু
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
টুম্পা মনি বলেছেন: চমৎকার। কবিতার বুনুন শৈলী সুন্দর, ভেতরের অন্তর্নিহিত কথাগুলোও চমৎকার। সব মিলিয়ে খুব সুন্দর সৃষ্টি।
অনেক অনেক শুভকামনা।