![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
বকলশে আটা কুকুরের মত
রাত দিন তোমার পিছে ছুটেছি
তবু বিশ্বাস কর আমার কোনো লোভ ছিলোনা,
আমার এক একটা পৌরুষ নষ্ট করেছি
তাদের আর্তরব উপেক্ষার পাটাতনে পিষে
নিজেকে অবমূল্যায়নের হাতে সঁপেছি
এর পেছনেও লোভের মত নষ্ট কোন অভিপ্রায়
আমার ছিলোনা,
ষোড়শী
আমার মধ্যে যা ছিলো -
তোমাকে ভালবাসার মত মহৎ কিছু নয়
কেবলি তোমাকে আজন্ম পাওয়ার ভয়।
©somewhere in net ltd.