নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

কবিতা পড়োনা আমার

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

কবিতা ভালবেসোনা যেনো

আমার খেঁটে খাওয়া কবিতা-

ভুল করে কিংবা ভান করে।

কড়া দামে কিনে নিও অন্তর্বাস

নামি ব্র্যান্ডের সুগন্ধি পারফিউম

ডজন ডজন বর্ষাতি অথবা

গোটা কয়েক রেভলন,

আমার ঘুমহীন

কবিতা কিনোনা যেনো।

সাহিত্য প্রেমি বুঝাতে-

বেখেয়ালে কিনে ফেলোই যদি

নোংরা অর্থের সস্তা দামে

দোহাই কবিতা পরোনা যেনো।

ঊপহাসে তুলে রেখো অযতনে

মৃত টেবিলের কোনো এক এক

ভাগাড়ে

ধূলো বালিতে ঢেকে যাক

ব্যতিত অক্ষরমালা তবু-

কবিতা পড়োনা যেনো।

আবর্জনার মত লাগে যদি

কোনো এক রংচটা অবসরে

পরিত্যক্ত ভেবে পুড়ে ফেলো তাও-

পড়োনা যেনো

কাঙ্গালের ঘুমহীন নষ্ট কবিতা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ২:২৫

পেন্সিল স্কেচ বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.