![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
আমি যেনতেন সাধারন দু-মলাটের বই
দেখে শুনে উল্টে পাল্টে তুমি চলে যেতে পারো-
দু পয়সা দাম না দিয়ে।
মলাট পছন্দ না হওয়ায় কিছুটা ভর্ৎসনাও
মেশাতে পারো
অভিব্যক্তির রসনাতে,
বাঁধাই এর দুর্বলতায় পরিত্যক্তও
ঘোষনা করতে পারো,
ছাপার অস্পষ্টতায় দুর্বোধ্যও
ভাবতে পারো।
হয়তোবা নিলেই
কিনে অতি সস্তা মুল্যের সুফলে
ঠাঁই দিলে অযতন অবহেলার বুকশেলফে
উঁই ইঁদুরের নিত্য সখ্যতায় তখন
আমি পরিত্যক্ত।
যদি তুমি দেখতে এর
প্রতিটি পাতা উল্টে
থমকে যেতে তুমি,
দেখতে পেতে সেখানে কি করে-
স্থরে স্থরে সাজানো আছে সুখ-দুঃখ-
অভিমান
না বলা ভালবাসা আর গভীর ক্ষতের
কান্না।
২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: কৃতজ্ঞতা জ্ঞাপন করছি- বোকামন ভাইয়া
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
বোকামন বলেছেন:
কিনে অতি সস্তা মুল্যের সুফলে
ঠাঁই দিলে অযতন অবহেলার বুকশেলফে
হূম ...
অযতনে হারিয়ে যায় কতশত বই
কবিতায় চমৎকারভাবেই ফুটে উঠেছে অভিমান
ভালো লাগলো কবিতা
+