নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

নির্বাসন

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

যদি আমাকে মনে পড়ে একদিনঃ প্রবাসে করুন

ঘ্রান উড়িয়ে দিও লাল-নীল-সবুজ

ধুলোয় নীরবে ভালোবেসে।

কাঁঠালের ঘ্রানে ভেজা বোশেখির

ধূসর সাদা পথে

কত দিন-মাস-বছর হাটিনা

কচি কচি সাধ যেতেছে ছিঁড়ে

কাঁকরের শুষ্ক

মরিচীকা পায়ে বুকে বেঁধে,

দুই হাত ভরে মাতা মৃত্তিকা

জাগিয়ে তুলেছি কতো ভোরে দুপুরে কেঁচো উল্লাসে

অথচ তোমার ক্ষিপ্ত শকুনের অজস্র নখ

তাড়িয়েছে ঘুমহীন-শান্তিহীন অঘুম

প্রবাসে।

কত ভণ্ড কাটায় দিন

তোমার ক্লান্তিহীন ফরাশে নিবিড়

শুয়ে

তবু এর নাম বিধান মোতাবেক চমকপ্রদ

সুবিচার;

মূর্খ

কসাইয়েরা বাঁচে সসম্মানে ক্ষমাময়

বিজ্ঞ রক্ত সফেন শবের বিবরে

কি তোমার অবিরল বিস্ময়!

তবুও তোমাকে শেষ দেখা দেখার

অপার বেদনা

প্রসব বেদনারে গেছে ছাড়িয়ে

কষ্ট নেই আর-,

গেলাস ভর্তি রঙ্গিন মদের মত

ইচ্ছে কেবল আছে জেগে

''তুমি কেমন আছো'' শিশিরের

লাখো চোখ ভরে

অপলক দাঁড়িয়ে দেখার।

মনে পড়ে আমাদের ছেলেবেলার

পাড়ে

বন্যা এসেছে রুপলি শাড়ী গায়ে

মাথায়- কচুরিপনা, ভেলা,

খেয়ানৌকার বোঝা

ফসল যেতেছে ডুবে অপরুপ অতলে

খেলেছি কতো ঢেউয়ে ,বাতাসে,

কাদায় মিশে

জীবন্ত ক্ষুধা ছাড়ায়ে নিশ্চিন্ত

প্রসন্নতায়,

হঠাৎ আপা এসে ডেকে নিয়ে যায়

মোলায়েম শাষনে।

এখনো সেই সব

দিনে ফিরে যেতে চায়

স্মৃতির মতন নরম উচাটন মন

তোমাকে চোখে ধরে, তোমাকে ঘুম

করে কাটাই জীবন

আমার সাধনার প্রিয় সন্ত অতীত;

আমার অবসরবোধ গেছে পুড়ে

ভালোবেসে এক হৃদয়েরে

আমি তা ভুলে গেছি মনে প্রানে

রাখিনাই হারানোর ভিতরে,

প্রবাসে করুন মনে পড়ে নিশিদিন

সুদূর সরল নিরুপম তোমার আমারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৬

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: ভাল লাগেনা আর প্রবাসে ।

২| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: ভাল লাগেনা আর প্রবাসে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.