![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
তোমার সমস্তই ভীষণ প্রিয় আমার
অগত্যা আমার সকল রসনাতে
তোমাকে পাবার এক জান্তব
কামনা পরিলক্ষিত,
একে মত্ততা বল সুসংগত নয়
তবে হৃদয়ের অবমাননা করা হবে
হেনস্থা করা হবে প্রকৃতির মহান করুনা
যে জুগিয়েছে আমাদের প্রানকণা
এই ভার তার হাতে ছেড়ে এসো
আমরা একে অপরের সহোদর হই।
অনুরক্ত বলে নয়, হে অভিসারিণী,
যেহেতু একই সমীকরণে আমাদের উন্মেষ
যদিও তুমি আড়ষ্ট শয়তানি ঘোরে আছ
দুর্বিনীত যৌনতার আধিক্যে
এমন হয়োনা নষ্ট পথের প্রবৃত্তিতে
ফিরে এসো প্রকৃতি-দুহিতা
আর জাগিয়ে তুলো
অতলান্তিক চিরায়ত সত্তাটিকে।
দয়া কর নিজের হৃতসর্বস্বতার প্রতি
ভীতরে কি ভয়াল দৈন্যতা তোমার আজ
নত হও প্রকৃতির মানবিকতায় প্রিয়
যে দানিছে আমাদের নৈমিত্তিক
কাল
দেখবে আরো মনোরম বলিয়ান ভবিষ্যৎ
দৈনন্দিন দৃষ্টিরেখার আলোকে
আমাদের নিয়ে গেছে পূর্ব পুরুষের
শাশ্বত গুহায়।
©somewhere in net ltd.