নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বান্ধবী

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১



শুনেছি আবুল হোসেন রোডেই থাকো

একদিন যেখানে আমি ছিলাম

তোমার সু-আত্মীয়বেশে ভালোবেসে,

দিন কারোর-ই সমান্তরাল বহেনা

তাই সে অসমানের প্রাচীর

নির্মাণের- গুরুভার তোমাকেই

নিতে হল

কে বলতে পারে-

আমাকেই নিতে হত কিনা!

করুনা চাইনা -, বলা ভুল হবে

হৃদয়ের সুস্থ্যতায় খানিকটা করুনা

চাইতেই পারি

যদিও এটা পুরুষত্বকে অবমাননা করে,

আমিতো শুধু পুরুষ নই

তোমার আশৈশব প্রেমিকও

প্রেমিকেরাই তো বিদ্রুপ আর

অবমাননাকে

মহৎ করে তোলে নিজেদের অশেষ

ক্ষতিতে।

তোমার এক একটা সু-বারতা

আমার এক জন্ম বেঁচে থাকার যোগান

এও কি কম করুনা তোমার,

তোমার করুনা ধারন করেই

আজো বেঁচে আছি; এ অস্বীকার করার

মত

নষ্ট মানুষ আমি নই।

সার্কুলার রোডের সে দিনটার কথা

তোমার মনে আছে?

একটা সম্পর্কের যবনিকা টেনেছিলে

অথচ তোমার বুকে একটুও বাধেঁনি

কি দুর্লভ প্রতিভা তোমার

চোখে সেকি বিরান মায়া,

আমার আহত চোখ ছুঁয়েছে বিনীত বৃষ্টি

জল মাড়িয়ে তুমি ছুটলে দ্রুত

কিচ্ছুটি বলার অবসরটুকু পর্যন্ত দিলেনা

যেটুকু ভবিতব্য কাঙালের অনিবার্য

ছিল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

কুমার মিজান বলেছেন: আমার আহত চোখ ছুঁয়েছে বিনীত বৃষ্টি nice click here

২| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

কুমার মিজান বলেছেন: আমার আহত চোখ ছুঁয়েছে বিনীত বৃষ্টি nice click here

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

মহিদুল বেস্ট বলেছেন: "সে দিনটার কথা
তোমার মনে আছে?
একটা সম্পর্কের যবনিকা টেনেছিলে"

ভাল লাগল

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: আপনাদের ভালোলাগাতেই আমার সার্থকতা নিহিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.