![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
তোমাদের নগরে এসেছি
আমাকে চিনবেনা,
কিন্তু আমি আগন্তুক নই
বার বার এসে ফিরে গেছি
উপেক্ষার রথে চড়ে।
নগরীর প্রত্যেকটা শয্যাকক্ষ- চিলেকোঠা
সবই আমার হাজার বছর কিংবা
তারও বেশি কালের পরিচিত,
এই ফুটপাতে এই হ্রদে দিনরাত ভর
স্বপ্নে-বিপর্যয়ে মিছিলে বেড়িয়েছি
তোমাদের সমস্ত নিদ্রায় গোপনে,
চোখ বুজে অন্ধহাতে এই স্টেজে
তোমাদের দুহিতাকে ঝাপটে ধরে
টাঙ্গিয়ে রেখেছি অবিনশ্বর তন্ত্রে
যেমন তোমরা অবনত শিরে-
বেলা-অবেলায় টাংগিয়ে রাখো
ব্যভিচারী নীতির আড়ষ্ট প্রতীক।
তোমাদের গৃহবাসে এসেছি
কিন্তু আমি অভ্যাগত ন
এক জন্ম আমি এইখানেই ছিলাম
তোমাদের ভগিণীর শাণিত আলিঙ্গনে
প্ররোচিত মৃত্যুর নিষ্ঠ অঙ্গীকারে
উদগ্রীব পুষ্পের ছায়াতলে।
তবু থাকতে আমি আসিনি
কোটরাগত স্মৃতির অশ্রুজলে
বাসনাবহুল জীবনের আদিম নেশায়,
তোমাদের ভগিনীকে বলো-
আত্মার মর্মান্তিক রোধনে ভেসে ভেসে
আজ রক্তের ভিতর ছুরি ঢুকে গেলে
বিষাদে পুড়ে ছাই হয়ে যায়।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
বিশেষ করে বিষয়বস্তু।
আরো চাই এমন লেখা।