![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
আগলে রাখো তোমার
পরিপক্ক সুডোল বক্ষদেশ
আমার অবাঞ্ছিত দৃষ্টিপাতে তার
শ্লীলতাহানি ঘটতে পারে।
গুছিয়ে রাখো
সুস্নিগ্ধ বাহারি চুলের ঊর্ণাজাল
আমার দূষিত ঘ্রাণাশ্লেষে তা
দুর্গন্ধ ছড়াতে পারে।
দৃষ্টি ফিরিয়ে নাও সুনয়না
আমার আঁখি ক্ষরিত নিদাঘে
তোমার চক্ষুকোটরে হিমায়িত উদগ্রীব স্বপ্ন
পোড়ে যাবার সম্ভাবনাও নেহায়েৎ কম নয়।
মকমলের ওমে ঢেকে দাও
তোমার শিশিরে শোভিত সুক্ষ্ম ত্বক
আমার ক্ষিপ্র নখের খোঁচায়
পৃথিবীর মানদণ্ডে
নিদ্রাঘ্রাসী বিদীর্ণ স্বপ্নের মতো
দুঃখের কারন হয়ে যেতে পারে।
খিল এঁটে রাখো
তোমার দু-পাড়ের মধ্যস্থিত গহীণ কাবাঘরে
আমার দুর্ভিক্ষময় সুচারু দণ্ডের ব্যভিচারে
উন্মোচিত হতে পারে
সে পাপহীন লালান্ধময় নিষিদ্ধ কাবার দ্বার;
আমাকে বিশ্বাস করা হবে
তোমার দ্বিতীয় ভুল ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
সকাল রয় বলেছেন:
কাবাঘর পবিত্র জিনিস
এটাকে এভাবে ব্যবহার করা অন্যায়।
প্লিজ দয়া করে পাল্টে দিন
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
মুঘল সম্রাট বলেছেন: হুমায়ন আজাদ আপনার কাছে পরাজিত হবে।
২য় বার কবিতাটা পড়াতে পারেন না।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
এম এ কাশেম বলেছেন: "কাবাঘর" একটি ধর্মীয় পবিত্র ঘর,
আপনি মুসলিম কি হিন্দু জানি না
তবে যেই হোন না কেন, মারাত্মক
অন্যায় করেছেন যা অবশ্যই নিন্দনীয়,
আর ও অন্য শব্দাবলী ব্যবহার করতে
পারতেন, এবং অনুরোধ করব যথা সম্ভব
তাড়াতাড়ি পরিবর্তন করুন।