![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
কেঁদোনা অতীত, কেঁদে কি হয়
অবারিত কান্নায় বাড়ে ক্ষতি আর ক্ষয়।
সীমিত অশ্রুর অমিত বিনাশে
রক্তে বর্ধিত হয় বীভৎসতা, অসুখ
দূর্মুল্যে যা হয়েছে যাপিত
দয়ার্দ্রচিত্তে যে ঘুমোতে চায়
তাকে ঘুমোতে দাও,
কেন তাকে জাগিয়ে তোলো বারম্বার?
কেঁদোনা অতীত, কেঁদোনা ঝর্ণার নয়ন
কেঁদে কি লাভ, কেঁদে কি হয়
কান্নায় বাড়ে তো কেবলি ক্ষতি আর ক্ষয়।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
হাসান মাহবুব বলেছেন: +