![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
আমার উষ্ণতা ফেরৎ চাইছি মেয়ে,
পৌষের কোন রাতে সঞ্জীবনী উজাড় করে
যতটুকু দিয়ে ছিলাম,
তার চাইতে বেশী কিছু নয়।
যতটুকু উষ্ণতায় শীতল-রঙিন স্পর্শ আগন্তুক হয়ে
ফিরে যায়।
একাকী দীর্ঘ উলঙ্গ রাত বস্রহীন থাকা যায়,
স্যুট-টাই শেভ-ক্লীন, চমৎকার ভদ্র গোছের থাকা যায়,
ব্যস্ত-টেলিফোন, রঙিন পাপোষ-গৃহিনীর ঘর করা যায়।
আমার উষ্ণতাবোধ ফিরিয়ে দাও মেয়ে
তোমার তো আছে আগাধ,
দেনাটুকু নাহয় দানেই শোধ করলে।
নাকি শুনতে চাচ্ছনা ক্রমশ নির্জীব হাহাকার,
চোরাবালিতে নামিয়ে দিয়ে উপভোগ করছ
আপাত-সূক্ষ অপরিনামদর্শীতার ন্যায় বিচার।
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: ধন্যবাদ, কাশেম ভাইয়া। কারো প্রতিদানে লিখি বলেই তা বেওয়ারিশ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবিতা,
বেওয়ারিশ কেন?