![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
পাপ হবেরে পাতকিনী পরম পাপ
যদি বলিস-
আমি তোর কেউ নই, কেউ ছিলামনা,
বসন ছেড়ে দর্পণে মুখ করে দাঁড়া
দেখবি তোর দেহে কিছু নেই
আমার সমুদয় আগ্নেয়াস্রের চিহ্ন ছাড়া।
২| ২০ শে মে, ২০১৪ সকাল ৯:৫৬
বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অন্ধবিন্দু।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ রাত ১২:২৫
অন্ধবিন্দু বলেছেন:
যুযুৎসাময় কবিতা ...
শুভ কামনা, বেওয়ারিশ পাণ্ডুলিপি।