![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
আমার প্রাপ্তিতে তোমার হোক অনিষ্ট
এ আমি চাইবোনা।
আমি তোমার ঝকঝকে নদী জল পার হয়ে
সকাতর পিপাসায় শুষ্ক কণ্ঠে ফিরবো ঘরে
ডুকরে উঠবে জানি সমস্ত হাড়মাস
তবু, তোমার হোক যৎসামান্য ঈর্ষার অনুরণন
এ আমি চাইনা।
আমার অরণ্যের সবক'টি ক্ষুধাময় বৃক্ষে
চলে চলুক যত খরার প্লাবন
তবু, এর শেকড় - শাখা গ্রীবা বাড়িয়ে
তোমার সুধা রসনা কিংবা স্তন-যোনীর উষ্ণতা নিয়ে
হয়ে উঠুক সবুজ সজীব
বেড়ে যাক তোমার শ্যামল অনুশোচনা
এ আমি চাইনা।
ব্রা-এ ডুকানো এ ব্যধিগ্রস্ত হাত
মরে যাক অভাবে দারুণ
ওষ্ঠামৃতে মাখানো আজ কালো ঠোঁট
পুড়ে যাক বীভৎস নিদাঘে কঠিন
তোমার লালঘরে থাকা সংরক্ত শিবসেনা
অক্ষম হয়ে যাক উপোসে- ক্রন্দনে
তবু জানো, তোমার অসম্মতির শিকল ভেঙ্গে
এগুলো ফিরে পাক সব হারানো পাথেয়
এ আমি চাইনা... চাইনা...
চাইবোনা।
©somewhere in net ltd.