নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

অসংগতির সংলাপ

০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ভোরের কূয়াশামাখা একটি শালিক

প্রতত সঙ্গতি স্থাপন শেষে

উস্কানিমূলক ডানা ঝাপটে চলে যায়

দীর্ঘ সঙ্গতিযাত্রায় ঘোর আপত্তিবেশে।



গতরাতে বহুযুগের পড়ে থাকা অলস টেলিফোনে

সহসা এক নারী- জানায় তৃষ্ণার্ত আকুতি,

উদ্বাস্তু মন সমাধির খোলস ভেঙ্গে

ফিরে পায় অধুনার তূরীয় উৎসব মেল,

সুদীর্ঘ আলাপচারিতায় সেও

উপগত হয় বর্তমান নিশ্চিতের আকণ্ঠ অনির্মাণে।



জীবন অবাঞ্ছিত ঘোরাবৃত

নিথর বিদেহী শতচ্ছিন্ন হৃৎপিণ্ড।



সত্ত্বার অবিচ্ছেদ্য আলিঙ্গন আজ বিমূখ

স্বকীয়তায় বনিবনাহীন

প্রথাগত নামে মাত্র মানুষ এক

দিকভ্রান্ত শব হয়ে আছে-,

পদাঘাত! পদাঘাত! পদাঘাত শুধু।

এই কি মানুষের জীবন?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: প্রথাগত নামে মাত্র মানুষ এক
দিকভ্রান্ত শব হয়ে আছে-,
পদাঘাত! পদাঘাত! পদাঘাত শুধু।
এই কি মানুষের জীবন?
এই লাইন টা বেশি ভাল লেগেছে।

২| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৩

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: ধন্যবাদ, ইশতিয়াক ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.