![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।
কতো বোধি মাথার ভিতর রচে যায় কতো জাল
অগণিত মৃত্যুর সুস্থির নৈঃশব্দে গড়ে ওঠে মহাকাল
সুপক্ক শূন্যতা কাঁধে নিয়ে ভাসাই কৌমুদীর ভেলা
ঠাঁই নাই ঠাঁই নাই চৌদিকে রক্তের উজ্জ্বল অবহেলা।
তাকাও এইদিকে তাকাও অন্তর্ঘাতময় সোনার কাঠি
দেখো কোমল হরিণের পায়ে আজ নিজেই নিজেকে কাটি
অন্যের দায়ে আমাতে কি দ্রবীভূত লাশের কানন
ক্ষণিক আমি তবু, ঝিনুকের বিষ বিলোল অনন্ত দহন।
কতো আদরে কতো রাত্রি মুহূর্তে পুড়ে যায়
উষ্ণ আবেগে দুর্ভিক্ষের দাহে মিশে মাটির তলায়
মৃত্তিকার বিবরে বিষধর সাপ পোষে রাখে নিশ্চুপতাময়
মৃত্যুর হিসেব রাখছে গুনে ব্যথিত পাথর সময়।
দাও তাকে দাও যতো শান্তি, সবুজ পাহাড়
আমি কুড়োবো আমুণ্ডু ভুল, কলুষ, হাহাকার
উদ্ধার ভাবিনা, ভাবিনা আকাঙ্ক্ষা সব হবে সফলতাময়
একটি নিখুঁত দুঃখের স্নেহ চাই, আর কিছু নয়।
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +
শুভকামনা