নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

কোথাও কোনো ক্রন্দন নেই

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪

আমি দেখছি চেয়ে নিরলস চোখে
এক অবসর অতলে
উপকূল ধেয়ে আসছে ক্লান্তি;
কি যে উত্থান তার বিরামহীন।
মনে হবে যেনো
একটি মহাকাল
একটি মুহুর্তের করতলে
নবজাতকের মত বিভোররকম আছে শুয়ে, আর-
এক্ষণি ঘুমোবে সে।
কে আর বুঝবে
কি যে স্তব্দতার মহাসুখে আমার প্রাণ
শান্ত হয়েছে নৈঃশব্দ্যের অপার সংগীতে আজ!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪

দূর দ্বীপবাসী বলেছেন: অসাধারণ

২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: কবিতা ভাল হয়েছে। গভীরতা আছে।

শান্ত হয়েছে নৈঃশব্দ্যের অপার সংগীতে আজ! , এখানে আজ শব্দটি না দিলেও চলতো।

শুভকামনা।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: ধন্যবাদ, দূর দ্বীপবাসী

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৭

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: আনাড়ি মগজে যা আসে তাই লিখে ফেলি.....। হুম, মনে হচ্ছে "আজ" দিলে কাল নির্ধারিত হয়ে যায়। বরং এটা ছাড়াই সকল কালের মত মনে হয়। শুধরে দেবার জন্য পরম কৃতজ্ঞ < বিজন রয় (দা).

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.