নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

হে হৃদয়েরর ভগিনী

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

কিছুকাল গেছে শোকে
কিছুকাল উপেক্ষায়-অপমানে-শ্লেষে
কি যে এক বেদনাহত আনন্দের অন্তহীন পরিক্রমা!

ঘুমহীন বিচিত্র রাতের নগরী জানে শুধু,
তারপর কত যে কাল গেছে উড়ে শীতের হাওয়ায়
কতকিছু হারালো ধুলোয় কাদায়।

এখনো তো কিছুকাল বাকি
এবার না হয় পরতে দাও-
শরীরে জীবনের ক্লান্তিহীন সেই জামা,

যাবেই না হয় রাত্রিশেষের তারার মতো,
অতীতের অভ্যাসে রঙাশ্লেষে দাঁড়াও বলি-
বিদায় তবে,
বিদায় প্রিয়তমা।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো.,,,

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

কল্পদ্রুম বলেছেন: কবিতা ভালো লেগেছে।+++

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

ঋতো আহমেদ বলেছেন: ভাল লাগল

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: ভালো লাগা মানেই অভিনন্দিত করা। অভিনন্দিত করায় ধন্যবাদ।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.