নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

বেওয়ারিশ পাণ্ডুলিপি

আমরা সবাই নিজের পৃথিবীতে একলা, এই একলা থাকার মাঝেই ছোয়া দিয়ে যায় অনেক কিছু, আশেপাশের নানা মানুষ, প্রতিকুল-অনুকুল নানা ঘটনা, কখনো কখনো আপাতদৃষ্টিতে অনেক তুচ্ছ বিষয়, এসব নিয়েই আমাদের জীবন বোধ। আমার সেই জগতটাকে সবার কাছে মেলে ধরবার জন্যই এই প্রচেষ্টা, হয়ত এর অনেক কিছুই অনেকের জানা তবে এমন কিছুও হয়ত থাকতে পারে যা সবার কাছে সম্পুর্ন নতুন।

বেওয়ারিশ পাণ্ডুলিপি › বিস্তারিত পোস্টঃ

তিন টুকরো কবিতা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

১.
সুন্দর এখনো লেগে আছে হৃদয়ে
আর তার দ্যোতনা আছে বাঁচায়
তুমি ভুল করে চলে গেছো বলে কি -
মোহ্যমান হয়ে থাকবো অসুখে ব্যথায়?

ভালোবাসা কি মুদ্রা কোনো যে-
একবার দিলে তা ফেরত পাওয়া যায়!

২.
তোমার আমার দূরত্ব বাড়েনি
বৃক্ষের সাথে বৃক্ষের দূরত্ব বাড়ার নয়
আমরা তো প্রাচীন বৃক্ষ স্থির হয়ে আছি
বেড়েছে শুধুই আমাদের দূরত্বে থাকার সময়।

৩.
এখন ঢের দূরে আছি
চোখ আর দৃশ্যের অনেক দূরে,
বাগানে ফুটে আছে তুমোল সুন্দর এক, থাকুক,
আমি তা তুলতে যাবোনা
যদিও নিতে পারি তুলে জীবন আধারে,
মালি নয়; নয় কাঁটার প্রতাপ
বস্তুত নিজেকেই আজ সবচে বেশি ভয় করে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: হাসিব ভাই, ধন্যবাদ

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

বেওয়ারিশ পাণ্ডুলিপি বলেছেন: সনেট কবি, ধন্যবাদ

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: ভাই কবিতা কেক না যে টুকরো টুকরো করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.