![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“সুমনের মুখে দাড়ি আছে... ভরাট দাড়ি থাকলেও হতো... কিন্তু আছে ছাগলা দাড়ি; ছোটবেলা থেকেই তার মুখে ভরাট দাড়ি ওঠে না... জায়গায় জায়গায় fill in the gaps এর মত করে দাড়ি ওঠে ।
সে আজ শাহবাগে যেতে চাচ্ছে... আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতে চাচ্ছে, কিন্তু ভয়ে যেতে পারছে না ।
সাহস নিয়ে সে বন্ধুকে বলল, শোন, আমিও আসি তোদের সাথে একটু...?
বন্ধু মাথায় পতাকা বাঁধতে বাঁধতে বলল, শাহবাগের পাবলিক, তোরে দেখলে, মাইরা কেতায়ে লাইব ।...
সুমন, ‘আওয়ামী লীগ’ বা ‘বিএনপি’ বা ‘শিবির’ করে না... জামাতকে, কোনদিনই সহ্য করতে পারে না; আদর্শগত কারণে। সে, বাংলা সাহিত্যে পড়াশোনা করা একজন ছেলে। সে কেনও যেতে পারব না শাহবাগের মোড়ে ? বা গেলে, সবাই কেনই বা আড় চোখে তাকাবে ?... সে নবীর এই সুন্নতটা পালন করে বলে ? সে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাই বলে ?
আজকে, দাড়ি জিনিসটা হয়ে গেছে জামাত বা শিবিরের প্যাটেন্ট করা জিনিস... এখন হয়ত স্বীকার করব না কিন্তু সে জানে; আমরা, আম জনতাও এটাকে কিছুটা এভাবেই দেখি ।
....আজকে, সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে চানাচুর খেতে পারে না ভয়ে...মানুষ আড়চোখে তাকিয়ে থাকে, চানাচুরের দিকে না... সুমনের দিকে ।
...আজকে যারা এই নতুন আলোর সন্ধানে পথে নেমেছেন; তারা, সুমনের এই বিষয়টা একটু ভেবে দেখবেন প্লিজ
...সে ও চায়; আল্লাহ্'র ওয়াস্তে, নতুন আলো আসুক !”
উপর্যুক্ত লেখাটা মশহুর ব্লগার আরিফ ভাইয়ের ।
আমি সাধারণত তার পোষ্টে কমেন্ট করি না, কিন্তু লাইক না-মারার কিপটামি করি না কখনোই ।... কারণ তার পোষ্টে এত বেশি কমেন্ট পড়ে, যার ফলে একটু পরপর আমার নোটিফিকেশন বক্স চেক করতে হয় । তবে আজ আর কোন মন্তব্য না করে পারছিলাম না । দুর্ভাগ্যবশত: কোন বিচিত্র কারণে কমেন্ট করলেই সেটা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাচ্ছে ।
ব্যাপার কি ? আমার দাড়ি আছে বলে ?...
সেদিন এক পুলিশের বক্তব্য থেকেও জানলাম, আগে নাকি পুলিশ পাঞ্জাবী-টুপি পরা দেখে শিবির চিহ্নিত করতো । ইদানিংকালে শিবির ভোল পাল্টে পাঞ্জাবী পরা ছেড়েই দিয়েছে (তাদের গঠনতন্ত্র পরিবর্তনের মতোই) । তারা প্যান্ট-শার্ট পরে, সাথে খোঁচা খোঁচা দাড়ি রাখে । পুলিশ নাকি এখন বর্ণিত পোশাকের বেশভূষা দেখেই শিবির চেনে ।...
একটা দেশের পুলিশ কতটা মূর্খ হলে এই কাজটা করতে পারে ?
দ্বিতীয় কথা হলো, শিবির মানেই কি মার খাওয়ার এবং এ্যারেস্ট হবার যোগ্য !... যদি তাই হয়, তাহলে যাদের কারণে রাজাকার মোল্লাকে ফাঁসি দিতে সরকার ভয় পাচ্ছে, তাহলে তার ফাঁসি দাবি করার আগে দেশ থেকে সেই শিবির নিষিদ্ধ করার আন্দোলন কেন করা হচ্ছে না ?
...এটা কি মগের মুল্লুক ?....যদি তাই হয়, তাহলে এতসব আন্দোলন ফান্দোলনে গলা নষ্ট করে লাভ কি ?
...নাকি এখানেও নেপথ্যের বিভীষণ আছে..?
কাল এক ক্রাইম রিপোর্টের পোস্টে দেখলাম, ১০০ টাকাখেকো পোলাপানে নাকি শাহবাগ ভরে গেছে..তাই অনেক ভদ্রলোকই গিয়ে আবার ফেরত আসছেন....
রাতভর ভার্সিটির তরুণেরা গাঁজা সেবনে এলাকাটা পুঁতিগন্ধময় করে তুলছে বলেও সংবাদ আছে । ছেলেরা এমন করলে বাবারা সেখানে যাবে কোন মুখে.?
আরেকটা কথা, খোঁচা খোঁচা দাড়ি রাখা নবীর সুন্নত নয়..বরং এতে সুন্নতের অপমান হয়..দাড়ি রাখা সুন্নত একমুষ্টি পরিমাণ...
প্লিজ...প্রশ্নক’টার উত্তর না নিয়ে শাহবাগের পানে পা-বাড়াবেন না । নইলে বুঝবো, আপনিও সেই মোনাফেক বিভীষনের দলভুক্ত ।....
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
মনযূরুল হক বলেছেন: ভাই রে, আপনাদের সমস্যা ওই একটাই, ভাষা না-শিখেই মন্তব্য করেন । তারপরও বলি, রোড একিসডেন্টে বিছানায় পড়ে আছি আমি..সুস্থ থাকলে অবশ্যই আসতাম । কেন বংলাদেশের সব মানুষ ওখানে জড়ো হয়েছে নাকি..? যারা যেতে পারছে না অপারগতাবশত: তারা পেপার-পত্রিকা পড়ে যা জানছে, সবই কি ভুল ? তাহলে এইসব ভুল মতবাদের কাগজের বিরুদ্ধে কথা বলছেন না কেন..? ওগুলো বন্ধ করার আন্দোলন কবে হবে ? সাবই ভাবে, তারা যেটা করছে সেটাই সঠিক..সত্যপথের সন্ধানী আছে ক’জন..? হুজুগে বাঙালির তো অভাব নেই....
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
ফারমার বলেছেন: দাঁড়ি রাখা ফ্যাশন হতে পারে, কোন বালের সুন্নত নয়; তালেবানদের প্রতি ঘৃনা প্রকাশ করে দাঁড়ি কেটে ফেলো!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
মনযূরুল হক বলেছেন: যারা মানুষের ধর্ম ও মতামতকে শ্রদ্ধা জানাতে শেখেনি, তারা আর যা হোক, ভালো মানুষ নয়, এটাই আমার বিশ্বাস । জগতে ভালোর সংখ্যা এখনো সাতান্ন, যদিও আপনাদের মত তেতাল্লিশেরা গলাবাজি বেশি করে.।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
সপ্নচোরা বলেছেন: আঠারো বছর বয়স বলেছেন: ভাইজান কি শাহবাগে নিজে গেছেন? আইসা দেখেন কত হাজার হাজার দাড়িওয়ালা মানুষ, কত পর্দা করা বোনরাও আছেন। আর কয়জন ১০০টাকায় শাহবাগ আসছে বা গাঁজার গন্ধ কোনদিকে সব নিজে আইসা পরখ কইরা নেন। শুনছি হেন হচ্ছে, শুনছি তেন হচ্চে বলে বলে কিবোর্ডে এইসব ভন্ডামী আর কত করবেন? পারলে চইলা আসেন।
আমার নিজের দাড়িও আপনার লেখার বর্ণনা মত fill in the gaps এর মত।
আঠারো বছর এর সাথে সম্পূর্ণ একমত।
ভাইরে!! আমি আমার নাক এত বেশী লম্বা যে আশেপাশে কোথাও গাজার দুগন্ধ অন্য কেউ টের পাওয়ার আগে আমি টের পাই। আমি মঙ্গলবার থেকেই শাহবাগে আছি।আমার চোখে গাজা খাওয়া দেখা তো দুরের কথা গাজার গন্ধও নাকে আসে নি। তবে আপনি যদি ছবির হাট বা চারুকলার ভিতরের গন্ধকে শাহবাগে আনেন সেটা অন্য কথা!!ওখানে যদি আপনার জীবনে কোন একদিনও যেয়ে থাকেন তবে ওটার ব্যাপারে আপনার জানা থাকার কথা!!
আর দাড়িওয়ালার কথা বলেছেন!!
আঠারো বছর বয়স তো বলেছে আপনি শাহবাগে যাননি, আমি বলবো আমি এই পাঁচদিন টিভির সামনেও বসেন নি!!
যদি বসতেন তবে আপনার চোখে পড়তো হাজারেও বেশী দাড়িওয়ালা, টুপি ওয়ালা অথবা প্যান্ট শার্ট পড়া আপনার মতো খোচা দাড়িওয়ালাকে।
আপনি বলেছেন...........দ্বিতীয় কথা হলো, শিবির মানেই কি মার খাওয়ার এবং এ্যারেস্ট হবার যোগ্য !.
আমি আপনাকে আবারও প্রশ্ন করি....আপনি কি টিভি দেখেননা!! প্রত্রিকা পড়েন না??? আমি আমার জীবনে পুলিশকে এরুপ নৃশংস ভাবে পিটাতে দেখেনি?? আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে পেটানোর অধিকার আপনার বেজন্মা শিবির ভাইয়েরা কই পাইলো???
শুনেন.....এ প্রজন্ম বোকা নয়!! আজাইরা ইমোশান দিয়া, ধর্মকে ব্যবহার করে উল্টা পাল্টা কথা বলে এ প্রজন্মকে থামানো যাবেনা........
বেজন্মা জামাত শিবিরকে যারা এদেশ চায়নি তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবেই!!.......সো ভাল হয়ে যান, আপনিও সবার সাথে এ গনআন্দোলনে শরিক হন.............
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
সপ্নচোরা বলেছেন: আঠারো বছর বয়স বলেছেন: ভাইজান কি শাহবাগে নিজে গেছেন? আইসা দেখেন কত হাজার হাজার দাড়িওয়ালা মানুষ, কত পর্দা করা বোনরাও আছেন। আর কয়জন ১০০টাকায় শাহবাগ আসছে বা গাঁজার গন্ধ কোনদিকে সব নিজে আইসা পরখ কইরা নেন। শুনছি হেন হচ্ছে, শুনছি তেন হচ্চে বলে বলে কিবোর্ডে এইসব ভন্ডামী আর কত করবেন? পারলে চইলা আসেন।
আমার নিজের দাড়িও আপনার লেখার বর্ণনা মত fill in the gaps এর মত।
আঠারো বছর এর সাথে সম্পূর্ণ একমত।
ভাইরে!! আমি আমার নাক এত বেশী লম্বা যে আশেপাশে কোথাও গাজার দুগন্ধ অন্য কেউ টের পাওয়ার আগে আমি টের পাই। আমি মঙ্গলবার থেকেই শাহবাগে আছি।আমার চোখে গাজা খাওয়া দেখা তো দুরের কথা গাজার গন্ধও নাকে আসে নি। তবে আপনি যদি ছবির হাট বা চারুকলার ভিতরের গন্ধকে শাহবাগে আনেন সেটা অন্য কথা!!ওখানে যদি আপনার জীবনে কোন একদিনও যেয়ে থাকেন তবে ওটার ব্যাপারে আপনার জানা থাকার কথা!!
আর দাড়িওয়ালার কথা বলেছেন!!
আঠারো বছর বয়স তো বলেছে আপনি শাহবাগে যাননি, আমি বলবো আপনি এই পাঁচদিন টিভির সামনেও বসেন নি!!
যদি বসতেন তবে আপনার চোখে পড়তো হাজারেরও বেশী দাড়িওয়ালা, টুপি ওয়ালা অথবা প্যান্ট শার্ট পড়া আপনার মতো খোচা দাড়িওয়ালাকে।
আপনি বলেছেন...........দ্বিতীয় কথা হলো, শিবির মানেই কি মার খাওয়ার এবং এ্যারেস্ট হবার যোগ্য !.
আমি আপনাকে আবারও প্রশ্ন করি....আপনি কি টিভি দেখেননা!! পত্রিকা পড়েন না??? আমি আমার জীবনে পুলিশকে এরুপ নৃশংস ভাবে পিটাতে দেখেনি!! আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে পেটানোর অধিকার আপনার বেজন্মা শিবির ভাইয়েরা কই পাইলো???
শুনেন.....এ প্রজন্ম বোকা নয়!! আজাইরা ইমোশান দিয়া, ধর্মকে ব্যবহার করে উল্টা পাল্টা কথা বলে এ প্রজন্মকে থামানো যাবেনা........
বেজন্মা জামাত শিবির যারা এদেশ চায়নি তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবেই!!.......সো ভাল হয়ে যান, আপনিও সবার সাথে এ গনআন্দোলনে শরিক হন.............।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
মনযূরুল হক বলেছেন: আপনার মতামত ভালো লেগেছে । কিন্তু দাড়ি নিয়ে কথা বলেছি বলেই আপনি আমাকে শিবির বা কোন নির্দিষট দলের ভাববেন এটা সমীচীন নয়.।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
নায়করাজ বলেছেন: মগবাজারে বইস্যা এখন্ও কাঠাল পাতা চিবাইতাছস ? শাহবাগ যা, গিয়া দ্যাক, দাড়ি টুপি্ওয়ালা লোকজন্ও আসছে। মা, বোন, বাচ্চা সবাই আসছে। খালি তোরা দালালরা আসছ নাই।
এই ত্যানা প্যাচানি আর কত করবি ? মানুষ কি আর বোকা আছে রে ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
মনযূরুল হক বলেছেন: আপনাদের আঁতে ঘা লাগানোর মত কথা বললেই তাকে দালাল ভাবেন....আমার তো মনে হয়, আপনিও সেই ১০০ টাকাখেকো জাতের পোলাপান...মূর্খও হতে পারেন...অন্তত শিকক্ষিত মানুষের ভাষা শেখা হয়নি আপনার...
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
গোধূলির রঙ বলেছেন: এই পোলাপান গুলারে কে বুঝাবে যে, ১৯৭১ সালে পাক বাহিনী আমাদের বুকে গুলি করেছে, জনতা বুকে নিয়েছে বুলেট দেশকে স্বাধীন করার জন্য। শাহবাগের মত নাচ, গান, আনন্দ , ফূর্তি করার টাইম তাদের ছিলোনা। খিচুড়ি আর সরকারী পানি খাওয়ারও টাইম তাদের ছিলনা বা তাদের দেয়নি তখনকার সরকার। বুলেট এসেছিলো চার দিক থেকে। শাহবাগকে ৭১ এর মত করে দেখাতে গিয়ে আমাদের স্বাধীনতাকে খাটো করবেননা।
জাস্ট, আরো একটু ভাবুন। শাহবাগে আন্দোলনের নামে বামরা কি চায়। এদের আসল দাবি ফাঁসি না। এদের টার্গেট ইসলাম। মুসলমানের ছেলে হলে ভাবুন। আর পরিমলের দলের লোক হলে ভাবার দরকার নাই। ওখানে গিয়া উলালে নাচুন।
শাহবাগে যে সব পোলা চিল্লাইতাছে এগুলার আতলামি দেখে আমি একেবারে মার্মাহত। আরে বোকাচোদা আবালের দল। ওখানে গিয়ে এদের ভাব এমন যে এরা মুক্তিযুদ্ধ কইরালাইতাছে। এতো রাষ্ট্র ও পুলিশি প্রোটেকশন, খিচুড়ী, পুলিশ কর্তৃক চার দিকের রাস্ত বন্ধ কইরা সারা শহর থেকে লোক আইনা কি জনতার বিপ্লব হয়? এরা কি বিপ্লবের মানে বুঝে? আরে, বিপ্লব হয় বন্ধুকের মুখে। পুলিশ গেরাও করে নিরাপত্তা দিয়ে নয়।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বন্ধুকের মুখে, ভাষা শহীদরাও এমনকি ৯০ এর গণঅভ্যূথানের সময়ও। রাষ্ট্রের পাহারায় বইসা বইসা খিচুড়ী আর ওয়াসার পানি খাইয়া বিপ্লব হয়না। বিপ্লবের মানে বুইঝা শাহবাগ যা, নইলে ঘরে বইসা শাহবাগের চিত্র দেখ আর প্রাণ খুলে হাস। কামে লাগবো। এতো প্রটেকশনে নাটক দেইখা লজ্জায় মরতাছি। ভাবতেছি, এই সব শাহবাগের খিচুড়ি বাহিনী যদি ৭১ এ থাকতো তবে আমাদের জন্য ক্ষতিই হতো। আমার বাপজান আমারে এখনো কয় মৃত্যুর মুখে যদ্ধ করেছে, শাহবাগের মত সরকারের পুলিশি নিরাপত্তায় খিচুড়ি খেয়ে নয়।
কথাগুলা বুঝলে বুঝ, না বুঝলে শাহবাগের রাস্তা মাফ।
শাহবাগে যারা গেছে বা যারা অন্যমতকে যুক্তিদিয়ে না রিফিউট করে গালি দিয়ে করে এদের সবার মাঝে আমি পাক হানাদার বাহিনীর মেজাজ দেখি। পাক বাহিনী আর এইসব বাম আর ধর্মনিরপেক্ষদের মেজাজ একই রকম। আমার তাই সন্দেহ হয়, এরা কার ঔরশজাত।
তাহরীর স্কয়ার ছিল ইসলামী গণজাগরনের। তারা সংগ্রাম করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। এরা কি চায়? ইসলামকে স্তদ্ধ করতে চায়। এদের পিছনে আছে ঘাদানিকদের প্রচ্ছন্ন কৌশল। এদের আসল টার্গেট ইসলাম।
এই আবাল পোলাপান কই ছিল যখন সাগর আর রুনীরে হত্যা করছিলো খুনিরা? এরা তখন চোখের সামনে এত খুন দেখেও রাস্তায় নামলোনা কেন? এরা আজ কার ইশারায় রাস্তায়? কারা এদের নামিয়ে আনলো? কেনো এরা রক্ত দেখেও রাস্তায় নামলোনা? সামু বলছে সাগর আর রুনীর হত্যার ব্যাপারে আমরা আজও অন্ধকারে। তবে কেন? এই সভ্য দুনিয়ার এই সব পোলাপান কি এগুলা দেখেনা?
কেন এরা বিশ্বজিতের হত্যার পর রাস্তায় নামেনি? বিশ্বজিতের হত্যা কি মানবাতার পক্ষে ছিল? নইলে নামলো না কেন?
এদের আসল উদ্দেশ্য গতকালই পরিস্কার হয়ে গেছে। এরা চায় ইসলামকে নিষিদ্ধ করতে। এদের আসল টার্গেট ইসলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
মনযূরুল হক বলেছেন: আপনার মতামতের সাথে অনেকটা একমত । কবে চ ও দ দ্বারা গঠিত বিশেষ অশোভন শব্দটি দেখলে আমার মেজাজা খারাপ হয় । ভাইরে, অস্থির জনপদে সবসময়ই বিপ্লবের অঙ্কুর জেগে ওঠে..সমস্যা হলো বিপ্লবটাকে সঠিক চেতনার মাধ্যমে নিয়ন্ত্রিত করে সুফল হাতে পাওয়া । নইলে লাভের তুলনায় ক্থতির সম্ভাবনা অনেক বেশি । ইসলাম বিদ্বেষী মৌলবাদীরা ময়দানে সক্রিয়.। তারা আপামর জনসাধারণের আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়..তারা ভাবছে এভাবে কম্যুনিজমের বিপ্লবের মতো একটা ঘোট পাকানোর সুযোগ পাওয়া যাবে.। ভিনদেশি গোয়েন্দারাও মাঠে নেমেছে.আপনারা বসে আছেন কেন ? মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে হাজারো মুক্তিযোদ্ধা মানবেতর জীবন কাটাচ্ছে । এই যুদ্ধটাকে তেমন করে ব্যর্থ করে দিয়েন না.।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
পেন্সিল স্কেচ বলেছেন: ভুল ধারনা ,এসে দেখেন আপনি
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..জেনে খুশি হলাম..
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
সপ্নচোরা বলেছেন: গুধুলির রঙকে বলছি.........
১. এ আন্দোলন বামরা শুরু করেনি, শুরু করেছে আপনার-আমার মতো ব্লগার রা.......আর সারা বাংলাদেশের সব মানুষ যদি আবাল-বোকাচোদা হয় তবে জেনে রাখুন এই আবাল রাই দেশ স্বাধিন করেছিল, আপনার মতো চালাকেরা ঘরে বসে হেসে আর জ্ঞানি ডায়লগ ছেড়ে নয়... একাত্তর আর এ বর্তমান প্রেক্ষাপট এক নয়, আপনি কি বলতে চান আন্দোলনকারিরা কারাগার থেকে কাদের,নিজামী,সাইদীকে ধরে এনে মেরে ফেলুক?? নাকি বন্দুক নিয়ে রাস্তায় নেমে দেশে গৃহযুদ্ধ বাজাক?? এটা প্রতিবাদের অহিংস ভাষা আর এটাই ব্লগারদের লক্ষ ছিল।অহিংস জোরালো প্রতিবাদ। সেটা দেশ বাসী করছে.......
২. পুলিশকে গিয়ে কেউ বলেনি আমাদের প্রটেকশান দেন, আমরা আন্দোলন করিছি, এটা সরকার থেকে নিজেই করছে, কোন প্রটেকশান না থাকলেও আন্দোলন চলতো...........
৩.খিচুড়ী কেউ চেয়ে আনতে যায়নি, খিচুড়ী ওয়ালারা নিজেরা এসেই তা দিয়ে যাচ্ছে, এবং অনেকেই তা প্রত্যাখান ও করেছে। গত পাঁচদিনে আমার পেটে বিনে পয়সার এক ফোটা পানিও ঢুকেনি.......
আপনি যদি শাহবাগের কর্মকান্ডের কথা একবারও টিভি খুলে বা ওখানে গিয়ে শুনে থাকেন তবে আপনার জানার কথা একটা কথাও ইসলামের বিরুদ্ধে, ধমের বিরুদ্ধে কেউ বলেনি, বলেছে ধর্ম নিয়ে রাজনীতি করা স্বার্থন্বেষী মহলের বিরুদ্ধে...........
বিশ্বজিত, সাগররুনি হত্যাকান্ড সকল বিবেগবান মানুষকেই ব্যাথিত করেছে, ওটার বিচারও সবাই চায়..........কিন্তু এ আন্দোলন যে ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে সেটাই এখন চলছে....আপনি অন্যগুলো নিয়ে আন্দোলন শুরু করুন আমরা সাধুবাদ জানাবো, আপনার সাথে একাত্নতা পোষন করবো...............মূখের মতো কথা বলে মানুষের ইমোশান কে নিজের দিকে টানতে যাবেন না, নিজের বিবেক বোধকে কাজে লাগান নিজের চোখকে খুলুন, অনেক কিছু বুঝতে পারবেন......ধন্যবাদ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
মনযূরুল হক বলেছেন: ইউ আর এ গ্রেট..পুলকিত হলোম....
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
স্বপ্নসমুদ্র বলেছেন: ছ তে ছাগু। নিজামি তোর কাগু।
চোখ থাকতে অন্ধ। গায়ে গুয়ের গন্ধ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
মনযূরুল হক বলেছেন: আপনার মতো দুর্গন্ধে ভরপুর মানুষের কলম থেকে এর চেয়ে ভালো শব্দের মন্তব্য আশা করা বোকামি..আপনি যে বোকা সেটা ইন্টারনেটে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন, এজন্য সাধুবাদ জানাচ্ছি...মানুন আপনার থেকে হুঁশিয়ার থাকতে পারবে...
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
কান্না হাসি বলেছেন: কি আড়াল করার জন্য এই আন্দোলন? যেখানে অবাধে যৌন হয়রানি হচ্ছে--
• উচ্চ দ্রব্য মূল্য
• তেল-গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি
• কুইক-রেন্টাল ধাপ্পাবাজি
• পিলখানা হত্যাকাণ্ড
• সাগর-রুনি হত্যা, মেঘের দেখভালের লা-পাত্তা
• চৌধুরী আলম-ইলিয়াস গুম
• দেশব্যাপী খুন-গুম-ধর্ষণের সয়লাব
• শেয়ার-ডেস্টিনি-ইনিপে-হলমার্ক-সোনালী ব্যাংক গলাধঃকরণ
• নজিরবিহীন বিরোধী দলন-নির্যাতন
• সর্বস্তরে ঐতিহাসিক দলীয়করণ
• রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি
• বিশ্বজিতের নৃশংসতম হত্যাকাণ্ড
• র্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
• রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে যাওয়া এবং খুন
• পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস ও নির্যাতন
• শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা, ন্যায্যদাবীর তোয়াক্কা না করা
• ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা
• পুলিশী হেফাজতে খুন ও লাশের চোখ উপড়ে ফেলা
• মন্ত্রী-নেতাদের বল্গাহীন বাণীসমগ্র
• পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ
• কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি
• গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি ও নিরাপত্তাহীনতা
• সীমান্ত-হত্যার দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন
• নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ করা
• নিয়োগ-ভর্তি-টেন্ডার-ঘুষ বাণিজ্য
• পা-চাটা-তল্পিবাহক চ্যানেল-মিডিয়া অনুমোদন-লালন
• নিজের লোকদেরকে কালোটাকায় ব্যাংক অনুমোদন
• দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক
• অবশেষে পদ্মাসেতু ডুবি এবং আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
মনযূরুল হক বলেছেন: মন্তব্য নিস্প্রয়োজন...
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
লুকার বলেছেন:
আপনার ধর্ম আপনাকে মিথ্যে বলতে শিখায় নাকি? কোন ধর্ম?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
মনযূরুল হক বলেছেন: আপনি কি অধার্মিক...? ধর্ম কি শেখায় বা না শেখায় সেটুকু জ্ঞান না রেখেই কলম তোলার সাহস পেলেন কী করে..?
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
প্রত্যাবর্তন@ বলেছেন: তুই রাজাকার । তুই নব্য গেল্মান
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
মনযূরুল হক বলেছেন: আয়নার সামনে দাঁড়িয়ে বলুন....আশা করি আপনার ভালো লাগবে...
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মরমি বলেছেন: দাড়ি অনেক মানুষ রাখে। কিন্তু দাড়ির ইচ্ছত নষ্ট করেছে ধর্মব্যবসায়ী রাজাকার জঙ্গীরা। রাজাকারের পক্ষে সাফাই না গেয়ে পারলে তাদের কিছু করেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..সেটাই আসলে আমাদের আসল করণীয় এখন
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
htusar বলেছেন: সপ্নচোরা বলেছেন: আঠারো বছর বয়স বলেছেন: ভাইজান কি শাহবাগে নিজে গেছেন? আইসা দেখেন কত হাজার হাজার দাড়িওয়ালা মানুষ, কত পর্দা করা বোনরাও আছেন। আর কয়জন ১০০টাকায় শাহবাগ আসছে বা গাঁজার গন্ধ কোনদিকে সব নিজে আইসা পরখ কইরা নেন। শুনছি হেন হচ্ছে, শুনছি তেন হচ্চে বলে বলে কিবোর্ডে এইসব ভন্ডামী আর কত করবেন? পারলে চইলা আসেন।
আমার নিজের দাড়িও আপনার লেখার বর্ণনা মত fill in the gaps এর মত।
আঠারো বছর এর সাথে সম্পূর্ণ একমত।
ভাইরে!! আমি আমার নাক এত বেশী লম্বা যে আশেপাশে কোথাও গাজার দুগন্ধ অন্য কেউ টের পাওয়ার আগে আমি টের পাই। আমি মঙ্গলবার থেকেই শাহবাগে আছি।আমার চোখে গাজা খাওয়া দেখা তো দুরের কথা গাজার গন্ধও নাকে আসে নি। তবে আপনি যদি ছবির হাট বা চারুকলার ভিতরের গন্ধকে শাহবাগে আনেন সেটা অন্য কথা!!ওখানে যদি আপনার জীবনে কোন একদিনও যেয়ে থাকেন তবে ওটার ব্যাপারে আপনার জানা থাকার কথা!!
আর দাড়িওয়ালার কথা বলেছেন!!
আঠারো বছর বয়স তো বলেছে আপনি শাহবাগে যাননি, আমি বলবো আপনি এই পাঁচদিন টিভির সামনেও বসেন নি!!
যদি বসতেন তবে আপনার চোখে পড়তো হাজারেরও বেশী দাড়িওয়ালা, টুপি ওয়ালা অথবা প্যান্ট শার্ট পড়া আপনার মতো খোচা দাড়িওয়ালাকে।
আপনি বলেছেন...........দ্বিতীয় কথা হলো, শিবির মানেই কি মার খাওয়ার এবং এ্যারেস্ট হবার যোগ্য !.
আমি আপনাকে আবারও প্রশ্ন করি....আপনি কি টিভি দেখেননা!! পত্রিকা পড়েন না??? আমি আমার জীবনে পুলিশকে এরুপ নৃশংস ভাবে পিটাতে দেখেনি!! আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে পেটানোর অধিকার আপনার বেজন্মা শিবির ভাইয়েরা কই পাইলো???
শুনেন.....এ প্রজন্ম বোকা নয়!! আজাইরা ইমোশান দিয়া, ধর্মকে ব্যবহার করে উল্টা পাল্টা কথা বলে এ প্রজন্মকে থামানো যাবেনা........
বেজন্মা জামাত শিবির যারা এদেশ চায়নি তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করবেই!!.......সো ভাল হয়ে যান, আপনিও সবার সাথে এ গনআন্দোলনে শরিক হন.............।
সহমত।
(আমি টাকা পাই নাই, আমার টাকাটা আপনি নিয়া নিয়েন; ঐ টাকায় উৎকৃষ্ট মানের কাঁঠাল পাতা কিনবেন ।। )
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
আঠারো বছর বয়স বলেছেন: ভাইজান কি শাহবাগে নিজে গেছেন? আইসা দেখেন কত হাজার হাজার দাড়িওয়ালা মানুষ, কত পর্দা করা বোনরাও আছেন। আর কয়জন ১০০টাকায় শাহবাগ আসছে বা গাঁজার গন্ধ কোনদিকে সব নিজে আইসা পরখ কইরা নেন। শুনছি হেন হচ্ছে, শুনছি তেন হচ্চে বলে বলে কিবোর্ডে এইসব ভন্ডামী আর কত করবেন? পারলে চইলা আসেন।
আমার নিজের দাড়িও আপনার লেখার বর্ণনা মত fill in the gaps এর মত।