নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

আপনি কি ধার্মিক ? তাহলে রাম ধোলাই খেতে প্রস্তুত থাকুন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

আমরা ব্যর্থ । আমরা হতভাগ্য । আমরা পরাজিত । দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম সময়ে উপনীত হয়েছি আমরা ।

আমাদের কপাল খারাপ । তাই এখন দুইদিক থেকেই মার খাবো আমরা । এই প্রজন্ম আমাদের চরম ধোলাই দেবে । কারণ, আমরা ধর্মের কথা বলি । আর ধর্মটাকে ছ্যাড়াব্যাড়া বানিয়ে ব্যাবসায়িক পণ্যে রূপান্তরিত করেছে জামায়াত । এই প্রজন্ম এখন ধর্মীয় দল বলতে বোঝে একমাত্র জামায়াতকেই । স্বাভাবিক । জামায়াত ছাড়া আর কোন ধর্মীয় সংগঠন কিংবা ইসলামি দল তো এই দেশে ডেভেলপ করে নি । সুতরাং এখন জামায়াতকে লক্ষ্য করে ছুঁড়ে মারা ইট-পাটকেল আমাদের খেতেই হবে ।

অপরদিকে, আমরা যারা প্রাক্টিসিং মুসলিম, সঙ্গত কারণে জামায়াতকে সাপোর্ট করতে পারি না । কেননা, খুব ভালো করেই জানি, জামায়াত কোন ইসলামি দল নয় । জামায়াতের প্রবীন নেতাদের একাংশ যে ’৭১-এর মুক্তিযুদ্ধকালীন অপরাধের সঙ্গে যুক্ত, তাতেও আমাদের কোন সন্দেহ নেই । আর আমরা কেবল মাতুভূমিকে ভালোবাসি বলেই নয়, আমাদের জাতীয় নেতাগণ সেই ’৭১-এর মুক্তিযোদ্ধা বলে আমারাও যুদ্ধাপরাধীদের বিচার চাই । জাময়াতও আমাদের খোলাখুলি শত্রু না বললেও মিত্র ভাবে না কখনোই । অতএব জামায়াতের তাণ্ডবের বলি যে আমারও হবো, এতে আর সন্দেহ কি ?

স্বাধীনতার পর আজ ৪২ বছর ধরে যে কালচারাল প্রোবলেম আমরা জিইয়ে রেখেছি তার পরিণাম এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো ।

আজ শাহবাগ ঘিরে যে আন্দোলন চলছে, তারুণ্যকে উজ্জীবীত করার প্রয়োজনে সেখানে নৃত্তগীতের মহড়া চলবে, সেটা অস্বাভাবিক কিছু নয় । যদি তারা সেখানে মদ-গাঁজার বন্যা বইয়ে দেয় এবং পর্নো একট্রেস ভাড়া করে এনে উলঙ্গপনার ঢেউ তোলে, তাতেও বিস্ময়ের কিছু থাকবে না । কারণ ওখানে কেউ নামাজ পড়তে যায় নি । ইসলাম কায়েমের আন্দোলন ওটা নয় । এখানে নেতৃত্ব দিচ্ছে টিএসসির আড্ডাবাজ ছেলেরা । উদীচীর মঞ্চ উন্মাতাল করা নর্তকীরা । আর বাম রাজনীতির চেলচামুণ্ডারা যে মাইক নিয়ে কচলাকচলি করছে, তাতো দেখতেই পাচ্ছি ।

আমরা শাহবাগ প্রজন্মের দাবীগুলোর মধ্যে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসী’র দাবীটাকেই কেবল সমর্থন জানাতে পারি । কোনক্রমেই মানতে পারবো না ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের একটা দফাও । যেমন মানতে পারছি না এখানকার ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ । না মানলে কী হবে ? এখানে কি এসব থেমে থাকবে ? বিরোধিতা করারই বা সাধ সাধ্য ক্ষমতা অভিজ্ঞতা কোনটাই কি আমাদের আছে ? প্রকাশ্য প্রতিবাদের কোন চেষ্টাও কি আমরা করছি ? নাকি করতে পারছি ?

এই প্রতিবাদটা করছে জামায়াত । করছে ওদের সম্পূর্ণ রাজনৈতিক কৌশলগত কারণে । ধর্মীয় কারণে যে একবিন্দুও নয়- সেটা না বললেও চলে ।

একটা কথা আবারও বলে রাখা দরকার । জামায়াতের প্রতি মাঝেমধ্যে আমাদের দরদ উথলে ওঠে সত্য । কারণ ওরা নামাজ পড়ে ।

ঘৃণাটাও ওদের প্রতি ঠিক একই কারণে । ওরা নামাজ পড়ে, আবার সুদের বাণিজ্য করে । নামাজ পড়ে, আবার গনবাজনার মিডিয়া বানায় । ইসলামের বুলি আওড়ায়, আবার ইসলামের সর্বোচ্চ মনীষীদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে । মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার সেই আল্লাহর প্রতি দোষারোপ করে ।

ওরা যে কেবল একাত্তরে রাজাকারি করেছে, তাই নয় । এই অর্ধশতাব্দি জুড়ে বাংলার রাজনীতিতে সবচে’ বেশিবার মোনাফেকের পাট নিয়েছে ওরা ।

কিন্তু, দুর্ভাগ্য আমাদের । এই দেশ থেকে, এই জাতি থেকে, এই প্রজন্ম থেকে, এমনকি নিজেদের গা থেকেও আমরা জামায়াতের গন্ধ দূর করতে পারি নি । ওদের সংগঠনের নামটা থেকে পর্যন্ত ইসলাম শব্দটাকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছি আমরা । দেশের মানুষকে বোঝাতে পারি নি, জামাআত কোন ইসলামি দল নয় । ইসলাম নামের আড়ালে ওরা সবচে’ বেশি ইসলামের ক্ষতি করে চলছে ।

তাই আজ আমাদের এই দুর্দশা ।

আজ ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব প্রজন্ম চত্বরে গিয়ে সংহতি প্রকাশ করলেন । নিশ্চিত, এই সংহতি ওখানকার কোন অনৈতিক কার্যকলাপের সঙ্গে নয় । বরং তার যাওয়াতে দু’টি ফায়দা হলো ।

এক. ধর্মভীরু রাজনীতিক দেখে নি:সন্দেহে ওদের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের আওয়াজে ভাটা পড়বে ।

দুই. জামায়াত বুঝতে পারবে এদেশের ধর্মপ্রিয় মানুষ তাদের সঙ্গে নেই ।

এতে করে এ প্রজন্ম সত্যিকারের প্রাক্টিসিং মুসলিমদের সম্পর্কে একটা ভুল ধারনার অবসান করতে পারবে । এবং জামায়াত থেকেও আমাদের আলাদা করা সহজ হবে ।

সবশেষে আমাদের জাতীয় নেতাদের বলছি, বামদল ও জামায়াত উভয়ের তুলনায় দেশবাসীর উপর তৃণমূল পর্যায়ে আমাদের প্রভাব সহস্রগুণ বেশি । সমস্যা হলো আমাদের অর্গানাইজেশন নেই । একতা নেই । ঐক্য নেই । সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র করণীয় ।

এতেও যদি আমরা ব্যর্থ হই, তবে এই দু:সময়ে উপর্যুক্ত দুইদলের ক্রসফায়ারে কিন্তু আমরা তুলোধুনো হয়ে যাবো । এদেশে ইসলামের ভবিষ্যত চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে । জগতের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা জাতিতে পরিণত হবো আমরা ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.