নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

অধার্মিক ‘ষাড়’ চিনুন । নিজে বাঁচুন । অপরকে বাঁচান । জেনে নিন অধার্মিক ষাড়দের ২০ আলামত ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

১) এদের লেখাজোখা বানান ভুলে ভরপুর, কিন্তু এরা অন্যের বানান নিয়ে খ্যাচ খ্যাচ করে।

২) এরা ইসলামের কথা শুনলে ঘেউ ঘেউ করে, কিন্তু অন্য ধর্মের বেলায় অসাম্প্রদায়িক ভ্ণ্ড সাজে।

৩) দাড়ি-টুপি শুনলে বলবেই শিবির, আর ধর্মীয় রাজনীতির কথা বলেলেই বলবে রাজাকার। মনে হয় যেন শিবির আর রাজাকার ছাড়া এদেশে আর কেউ ধর্ম পালন করে না। যদিও এরা জানে শিবির-জামায়াতের সংখ্যা এদেশে অতি নগণ্য এবং দাড়ি-টুপি থোরাই কেয়ার করে জামায়তিরা।

৪) এরা সারা সন্ধ্যা মাদক বিরোধী কনসার্টে কাটায় আর সারা রাত মদ-গাঁজা টেনে বেড়ায়।

৫) এদের অধিকাংশ সামু, সচালায়তন, মুক্তমনা জাতীয় ব্লগ এবং প্রথম আলো ও বাংলা নিউজ টাইপের মিডিয়াকে নিজেদের সম্পত্তি শুমার ভাবে।

৬) ভারত বিরোধিতার কথা শুনলেই এরা সচেতনভাবে আপনাকে বলবে পাকিস্তানি দোসর।

৭) এদের কমেন্টে চ ও দ দ্বারা গঠিত অশ্লীল শব্দের প্রয়োগ দেখা যায়।

৮) ফেসবুকে ইদানিং এদের সবচেয়ে বেশি ব্যবহৃত ডায়ালোগ হলো ‘ছাগু’।

৯) সারা দেশে এদের জনসমর্থন ১% এর বেশি নয়।

১০) এরা ইভটিজিং বলতে বেহুঁশ এবং নারীনীতি বা নারী অধিকারের দাবিতে উম্মাদ, কিন্তু নারী-পুরুষের অবাধ মেলামেশা বেশ উপভোগ করে।

১১) এরা অন্যের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেই মুখে বাকস্বাধীনতার ফেনা তোলে।

১২) এরা মার্কিন নীতির বিরুদ্ধাচারণ করে কিন্তু, আফগান ইরাকের মুক্তিযোদ্ধাদের জঙ্গী বলে ডাকে।

১৩) শিল্প-সাহিত্যের নামে এদের মস্তিষ্কে ভরপুর থাকে অশালীনতা আর নোংরামী।

১৪) মিডিয়া এদের লেজুড়বৃত্তি করে ,কিন্তু এদের ভাবখানা এমন যেন মিডিয়াকে তারা মোটেই পাত্তা দেয় না।

১৫) এরা নিজেদেরকে বুদ্ধিজীবী বা ধর্মনিরপেক্ষতাবাদী কিংবা কখনো কখনো নাস্তিক বলে পরিচয় দিতেও কুণ্ঠিত হয় না।

১৬) এদের অনেকেই রাজনীতি ভালোবাসে না বলে ধোঁয়া ছাড়ে, কিন্তু ক্ষমতা দেখেলেই লাফ মারে।

১৭) এদের সব অনুষ্ঠান-আয়োজনে বিশেষ এক শ্রেণীর মেয়েকে এদের পিছুপিছু ঘুরঘুর করতে দেখা যায়।

১৮) এরা অধিকাংশই ভার্সিটি পড়–য়া উচ্চ শিক্ষিত, কিন্তু কথাবার্তা শুনলে মনে হয় এদের মাথার ঘিলু চড়ুই পাখির তুলনায় সামান্য কম।

১৯) সত্য কথায় আঁতে ঘা লাগলেই এদের মুখ থেকে ভরভরিয়ে খিস্তি বেরোয়।

২০) এরা কাপুরুষ জাতের হয়ে থাকে। সবসময় পিছনের পথ দিয়ে ফায়দা হাসিল করার ধান্ধায় থাকে।



মনে রাখবেন এরা দেশের জন্য আগাছা আর মানব জাতির জন্য পরগাছা স্বরূপ। সুতরাং এদের থেকে ১০০ হাত সতর্ক অবস্থানে থাকবেন কি না সে সিদ্ধান্ত আপনার।



অনেকদিন ধরে জমিয়ে রেখে ছিলাম। আজ আর না বলে পারলাম না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

নিষ্‌কর্মা বলেছেন: শিবিরের জনসমর্থন কত ভাই? হিসাব বলে যে তাদের সাপোর্ট জাতীয় ভোটের মাত্র ৩%। আর শাহবাগের আন্দোলনের ফলে এই সমর্থন আরো নেমে যাবে, প্রায় শূন্যের কাছাকাছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

মনযূরুল হক বলেছেন: জামায়ত-শিবিরকে দেশ থেকে বিদায় না করে এদেশেই ওদের রাজনীতির সমাধী রচনা করা দরকার...অন্যদেশে পচার করলে তাদেরও ক্ষতি করবে ওরা....

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

রেজা সিদ্দিক বলেছেন: মাত্র ১% কেই এত ভয়? আর দুই এক পার্সেন্ট বাড়লে করবেন কি? অংক করার দিন শেষ হচ্ছে মনে হয়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

মনযূরুল হক বলেছেন: এই ১% কে দেশের মানুষ ভয় পায় না । জামায়াতিদের মতোই ঘৃণা করে...তবে শিক্ষিত সমাজ বলে একটু আধটু সমীহ পেত এতদিন...মানুষের এই জাগরণে সেটুকুও ধুয়ে মুছে যাবে...

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০

উদাসীফাহিম বলেছেন: ami jamt-shibirke grina kori.grina kori BAl ke.tar cheye grina kori.nastik kuttaguke......................

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মনযূরুল হক বলেছেন: আমিও আপনার সঙ্গে একমত । জামায়াত ও নাস্তিক উভয়ে দেশের জন্য ক্যান্সার স্বরূপ..

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মনযূরুল হক বলেছেন: আপনার নিচের মন্তব্যকারী দু’জনকে চিনে রাখুন--এরাই আমার মক্কেল...অধার্মিক কাফেরের নীল চাঁদোয়া...

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

নীল চাঁেদায়া বলেছেন: আরে আসল কথাটাইতো কইলি না মাদারেচাত..........এরা তোর গুয়া মারতে চায়

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

মনযূরুল হক বলেছেন: -----------------------------

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

কাফের বলেছেন: জামাতের সব নেতা তোর পাছায় মেশিন চালাইছে!!!!! :-P

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

মনযূরুল হক বলেছেন: ------------------

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

বিপদেআছি বলেছেন: যতই বলো কাদের , বাচ্চুর , নিজামীর রক্ষা নাই ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

মনযূরুল হক বলেছেন: ওদের ফাঁসি যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাই

আপনি ভুল করছেন, কেউ অধার্মিক হলে তার হেদায়েত এর জন্য আল্লাহ আছে। আপনি কেন শুধু শুধু এদের দোষ খুজে বেড়াচ্ছেন? আসুন, আমরা নিজেরা নিজেদের নফস কে শক্ত করি। আল্লাহ আমাদের হেদায়েত করুন

দয়া করে নামাজ পড়বেন, বিশেষ করে যখনই এরকম গীবত করতে আপনার নফস প্ররোচনা দেবে তখন বেশী বেশী করে জিকির করবেন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

মনযূরুল হক বলেছেন: বেদদীনদের থেকে মানুষকে সতর্ক করা ওয়াজিব..এটাকে গীবত বলে না..ওদের হেদায়েতের জন্য অবশই আমি দোয়া করি.আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি..আশা করি গীবত কাকে বলে সেটা ভালো কোন আলেম থেকে জেনে নেবেন...দীনের প্রতি আপনার আগ্রহ প্রশংসার যোগ্য...

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

মনযূরুল হক বলেছেন: আমার আজকের লেখা সার্থক....অধার্মিক কাফেরের নীল চাঁদোয়া থেকে দুই মক্কেল খুঁজে পেলাম......

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

বিপদেআছি বলেছেন: ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাই দয়া করে নামাজ পড়বেন, বিশেষ করে যখনই এরকম গীবত করতে আপনার নফস প্ররোচনা দেবে তখন বেশী বেশী করে জিকির করবেন।

:) :) :) :) :D :D :D :D

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

মনযূরুল হক বলেছেন: -------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.