![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতে আমার বাসায় পুলিশ এসেছিলো । কেন এসেছিলো বুঝতেই পারছেন ।
আমরা যেই এপার্টমেন্টে থাকি, সেখান থেকে অন্তত দশজনকে ধরে নিয়ে গেছে । সবার মুখে যে দাড়ি ছিলো এমন নয় । তবে দাড়িওয়ালাদের প্রতি যে তাদের আলাদা টার্গেট ছিলো, সেটা তারা অকপটে স্বীকার করে গেছেন।
আমাদের বাসায় আমারা চারজন থাকি। আমি, আমার চাচাত ভাই, আমার ছোট কাকা ও আমার এক ফুপাত ভাই।
তখন রাত ১১ টা ৩৬ বাজে। আমরা পিসিতে একটা ডকুমেন্টারি দেখছিলাম।
পুলিশ এসেই প্রথম যে বাক্যটি বললো, সেটা হলো- আপনাদের তো দাড়ি আছে।
তারপরে তাদের বক্তব্য- এখন তো আপনাদের গ্রেফতার করা ছাড়া উপায় নেই। বোঝেনই তো আমরা সরকারি চাকরি করি। যাহোক বলেন আপনার কে কী করেন ?
আমার চাচাত ভাই রফিক কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে চাকরি করেন। সেটা শোনামাত্রই এক অফিসার তির্যক মন্তব্য ছুঁড়ে দিলেন- ওসব তো দালালি ব্যবসা। মানুষকে ধোঁকা দিয়ে পয়সা কামানো। ভাবখানা তার এমন যেন, একমাত্র পুলিশি চাকরিতেই সহিশুদ্ধ তরিকায় হালাল ইনকাম করা যায়।
আমি জার্নালে কাজ করি শুনে হুংকার ছাড়লো, আইডি কার্ড দেখান। আইডি কার্ড কিছুক্ষন গবেষণার চোখে চেটেপুটে দেখলেন। তারপর অতি অবজ্ঞায় ছুঁড়ে মারলেন আমার বিছানার উপর।
এমন সময় আরেকজন হোমড়া চোমড়া সিভিল পুলিশ রুমে ঢুকেই বললেন, আপনাদের দাড়ি-টুপির বেশ দেখে তো মনে হয় আপনারা হিযবুত তাওহীদ করেন।
আমরা সবাই নির্বাক। নিরুপায়।
আমি অনেকটা মূক ও বধির হয়ে রইলাম। এরপওে তাদের ক্রমাগত হুমকি ধমকি যদ্দুর কানে যাচ্ছিলো, তাতে ওদের প্রতি একদিকে ঘৃণা আবার অপরদিকে করুণা হচ্ছিলো।
আলগোছে তাকিয়ে দেখলাম, তাদের মধ্যে একজন পুলিশ আমাদের রুমের একটা পিন চার্জার চেয়ে নিয়ে এই সুযোগে তার মোবাইলটা চার্জ করিয়ে নিচ্ছে।
যাবার সময় কেবল বলে গেলো তারা- আপনারা তো অতি শীঘ্রই এ্যারেস্ট হয়ে যাবেন।
আমি অপেক্ষায় আছি, মুক্তিযুদ্ধের ১৪ বছর পরে জন্ম নেয়া এই আমাকে খুব শীঘ্রই রাজাকার বলে কারাগারে নিক্ষেপ করা হবে। ২৬ বছর বয়সের যেই ছেলেটা জীবনভর দেশপ্রেমের গান গেয়ে গেলো, দেশের টেকনাফ আর তেতুলিয়া সীমন্ত চষে বেড়িয়ে যেই তরুণ বন্ধুদের নিয়ে দেশপ্রেমের শপথ করলো, “কোনদিন দেশবিরোধী কর্মকাণ্ডে যোগ দেবো না”- সে হবে দেশদ্রোহী। জামায়াতের হুমকি উপেক্ষা করে যার জামায়াত বিরোধী রচনা পত্রিকার প্রচ্ছদ প্রতিবেদন হয়, সে পরিণত হবে শিবির কর্মীতে।
বন্ধুরা মাফ করো আমায়, আমি দাড়ি-টুপি ছাড়তে পারবো না....স্যরি, ইসলামের আনুগত্য প্রকাশের খাতিরে সেটা আমার জন্য সম্ভব হচ্ছে না....
তোমরা আমাকে গ্রামে পালিয়ে যেতে বলেছো, সেটাও আমি পারবো না....পালিয়ে থাকার দূর্বিষহ জীবন থেকে কারাগার অনেক ভালো....
যে দেশের বাতাস আজ আমি প্রাণ ভরে গ্রহণ করতে পারছি না, সে দেশটাকে আমি এত ভালোবাসি, যদি সে দেশ চায় আমাকে কারাগারে পচে মরতে হবে, কিংবা রাজপথে গুলি করে মারা হবে, তবে তাই হোক.....
কেবল একটা প্রশ্ন আমার- এদেশের পুলিশ কি মুসলিম না ? পুলিশের চোখে কি ধর্মদ্রোহের চশমা আঁটা ?
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
মনযূরুল হক বলেছেন: আমি চিন্তা করি আমার জন্য না...একটা মাত্র জীবন আমার.।কিন্তু দেশের ভবিষ্যত কি ?
২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
মো: ইলিয়াস বলেছেন: এই দেশে আওমিলিগ বাদে মুক্তিযোদ্দা বা দেশপ্রেমিক আছে নাকি কেউ?
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
মনযূরুল হক বলেছেন: সেটাও একটা ব্যাপার বটে.?
৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
অন্ধকারে কালো বলেছেন: শুনে কষ্ট পেলাম, আপনি পরিস্থিতির শিকার।
যারা ধর্মের লেবাসে দেশে অরাজকতা চালাচ্ছে, তাদের জন্যই আজ অরাজনৈতিক মুসলিমদের হেনস্তা হতে হচ্ছে, হোতারা সব সময় ধরা ছোয়ার বাইরে। তাদের বিচার আল্লাহর হাতে ছেড়ে দেন।
আর পুলিশ, সে তো সব সময় ক্ষমতাসীনদের পোষা কুকুর।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
মনযূরুল হক বলেছেন: আমাদের কী করণীয় এখন, বলবেন কি.?
৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০০
মাহিরাহি বলেছেন: আমারও দাড়ি আছে।
আল্লাহু আকবার।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...
৫| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০২
আহ্নিক অনমিত্র বলেছেন: আপনার এই লিখা টা কি কপি পোস্ট করতে পারি ?
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৭
মনযূরুল হক বলেছেন: অবকোর্স । তবে আশা করি বিকৃত করবে না.।পারলে সাথে লিংকটা দিয়ে দেবেন..
৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০২
মাহিরাহি বলেছেন: সবচাইতে মজার ব্যপার, সহিংস কর্মকান্ডে যারা অংশগ্রহন করছে তাদের ৯০% মনে হয় দাড়ি নাই।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
মনযূরুল হক বলেছেন: তবু কেন দাড়ি-টুপিতে বিদ্বেষ..কোন অশুভ সংকেত নাকি ?
৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০২
১১স্টার বলেছেন: দুঃখজনক
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
মনযূরুল হক বলেছেন: বটে...
৮| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০৪
তোমোদাচি বলেছেন: আমার এক খালত ভাই, হাফেজ, মাদ্রাসায় পড়শুনা করে। আমি খুব ভাল করেই জানি সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। মাদ্রাসার ছাত্র হলেও সে অনেক আধুনিক ছেলে, খালা-খালু শখ করে তাদের এই ছেলেকে হাফেজ বানিয়েছেন। সেও এটাকে আন্তরিক ভাবে নিয়েছে।
তাকে গতমাসে রাস্তা থেকে তার এক বন্ধুর সাথে শুধু মাত্র দাড়ীটুপি থাকার কারনে ধরে নিয়ে গেছে।
২১ দিন কারা বাসের পর ছাড়া মিলেছে। এমনি এমনি ছাড়া পায়নি তাঁর বাবা কে পুলিশ, আওয়ামি নেতা, উকিল কে মোট ৩ লাখের উপর টাকা ঠালতে হয়েছে।
দেশের অবস্থা ভাল না, সবাই যার যার অবস্থান থেকে সাবধান থাকবেন!!
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২০
মনযূরুল হক বলেছেন: কথাগুলো কেবল কি ব্লগেই ঝারবেন.,,,,নাকি প্রাক্টিক্যাল কিছু পদক্ষেপ নেবেন...
৯| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
আখিলিস বলেছেন: জামাত-শিবির ইসলাম ধর্মটারই ১২ টা বাজায় দিছে
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২০
মনযূরুল হক বলেছেন: আমার তো এখন আমাগো ইসলাসি নেতৃবৃন্দরে গালি দিতে মন চাইতাসে...কেন তারা ইসলামকে কালচারালি ডেভেলপ করতে পারে নি...কেন তারা আমাদের জন্য কোন স্কোপ রেখে যায়নি। কেন তারা ঐক্যবদ্ধ থাকতে পারে নি...বলেন তারা কোন ইসলামের স্বার্থে কথা বলে ...?
১০| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪
পাস্ট পারফেক্ট বলেছেন: পুলিশ একটা ফ্র্যাঙ্কস্টাইন দানব হয়ে গেছে আজ। এর পেছনে বিগত ২০ বছরের প্রতিহিংসা পরায়ন রাজনীতিবীদরা একমাত্র দায়ী। আজ বিএনপি জামাত কে বাশ দিচ্ছে মখা'র পুলিশ, কাল কে মখা নিজেই বাশ খেয়ে যাবে এই দানব রাষ্ট্রীয় সন্ত্রাসী রেব-পুলিশের কাছে।
আম-জনতা'র ট্যাক্সের টাকায় পোষা এই বাহিনী আম-জনাতেকেই বেশি হ্যারাস করে যাচ্ছে।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১০
মনযূরুল হক বলেছেন: হ্যাঁ ভাই, যারা অন্ধ, সবচে বেশি আজ চোখে দেখে তারা..
১১| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
এম এস টি জালাল বলেছেন: আপনার লিখাতে যা তুলে ধরেছেন তাতে সন্দেহ হয় আসলে দেশটা কি একদলীয়তার দিকেই ধাবিত হচ্ছে কিনা।বহূ কস্টের স্বাধীন করা দেশে যদি পরাধীনতার শিকল পড়তে হ্য়, তবে যারা স্বাধনীনতার জন্য লড়াই করেছে তারা কি ভূল করেছে আমাদের স্বাধীন একটা দেশ উপহার দিয়ে সেটা প্রশ্নে এসে যায়, তার পরও বলা যায়, এক মাঘে শীত যায়না, আগে দেখুন কি হয়।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১১
মনযূরুল হক বলেছেন: আপনাদের মতো সচেতন মানুষের অপেক্ষায় সাধারণ মানুষ...
১২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
_উল্লাস_ বলেছেন: পুলিশ আর শিবিরের মধ্যে এখন আর পার্থক্য কথায়? দুইটাই সাধারন মানুষকে নির্যাতন করে যাচ্ছে
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
মনযূরুল হক বলেছেন: আর নেপথ্যের বিভীষণরা উস্কে দিচ্ছে আগুন...দেশকে অস্থিতিশীল করার পেছনে মিডিয়া কাজ করছে সবচে’ বেশি...
১৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৫০
ফারজানা শিরিন বলেছেন: সালাম ।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
মনযূরুল হক বলেছেন: আপনাকেও সালাম, বোন...
১৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
এম এস টি জালাল বলেছেন: দেখুন টু পাই কামানোর জন্য অনেক কিছুই করতে হয়, হয়তো দেশে একটা ব্যবসা চালুর রা্স্তা হয়ে গেছে, দাড়ি টুপিওয়ালারা শিকার প্রথমে
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
মনযূরুল হক বলেছেন: তেমনটাই মনে হয়...কি আর করা...
১৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১১
নাহিদ সৈকত বলেছেন: পাস্ট পারফেক্ট বলেছেন: আম-জনতা'র ট্যাক্সের টাকায় পোষা এই বাহিনী আম-জনাতেকেই বেশি হ্যারাস করে যাচ্ছে।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
মনযূরুল হক বলেছেন: ওদেরও বেশি দোষ দিয়ে লাভ নেই.....ওরা তো হুকুমের গোলাম.....কিন্তু হীনমন্য প্রাণ.....
১৬| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
ধূসর-কল্পনা বলেছেন: এই লেখাটি পরে আর তার নিচে কমেন্ট পরে মনে হলো আমরা বাঙালিদের যুক্তি বিচার এত কম কেন ? এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা । এই দাড়ি টুপি পড়লে জামাত এই ধারণা যাদের কারণে আমাদের উচিত সেই জামাত কে ঘৃনা করা .।কিন্তু আমরা ছাগলের দল সেটা না করে পুলিস রে গালি দেই লীগ কে গালি দেই .।
আসল কথা হচ্ছে আমরা বাঙালী রা খুব খারাপ যদি খারাপ না হতাম BNP or AL কেউ দুইবার ক্ষমতাই আসতো না ...আর আমরা প্রতিবার বলতাম না সালারা আসলে ঠিক না ....
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
মনযূরুল হক বলেছেন: আই স্যালুট ইউ এন্ড ইয়োর কমেন্ট....
১৭| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
দুর্বার বলেছেন: লিখাটি পড়ে ভিশন ব্যাথিত হলাম। লানত ঐ সব মুসলিম পুলিশদের উপর।
আল্লাহ তাদের সঠিক পথ দেখান।
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
মনযূরুল হক বলেছেন: নােরে ভাই, এভাবে বলা উচিত না..।
১৮| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ইকবাল পারভেজ বলেছেন: আমাদের সরকার কি জানে না যে ইসলাম আর জামতে ইসলাম এক না? জামাতের লোকদের কয়জনের দাঁড়ি আছে, আর কয়জনই বা টুপি পড়ে?
এই পরিস্থিতিতে সবচেয়ে ভাল ভূমিকা যারা রাখতে পারত সেই মিডিয়া নিছে এক চোখা নীতি। এই পরিস্থিতির শিকার হয়ে আরও কত নিরীহ মানুষ যে দুর্ভোগের শিকার হবে, সেটা এখন আমাদের মত আমজনতার শুধু দেখে যাওয়া ছাড়া আর কোন উপায় নাই।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
মনযূরুল হক বলেছেন: মিডিয়ার আর কী দোষ ! মিডিয়া তো তৈরি হয় দলীয় প্রচারণা চালানোর জন্য.....দুঃখ হলো, সাধারণ মানুষের কথা বলার মতো মিডিয়া কেউ বানায় না..আর সাধারণ মানুষেরও এত পয়সা নেই যে, তাদের কথা বলার মতো একটা মিডিয়া তৈরি করে নেবে....
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫
ব্লগার রানা বলেছেন: হিযবুত তাওহীদতো ব্যান তো না? ? আর দেখা যাক ভাই কি হয়। চিন্তা কইরেন না ।