নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম…..

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২৬

বাংলার নেতৃস্থানীয় আলেম সমাজকে এখন আমার কষে গাল দিতে মন চাচ্ছে…

আল্লাহ মাফ করো, আলেমদের গালি দেয়া কুফুরি । কী করবো, হৃদয়ের ক্ষোভ আর চেপে রাখতে পারছি না ।

কিন্তু আজ সাহস থাকলে জবাব দিক, কেন তারা ইসলামকে কালচারালি ডেভেলপ করতে পারেন নি ? কেন তারা স্বাধীনতার ৪২ বছরেও একটা ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে পারেন নি ?



একেকজন আলেম হয়ে কেবল জানেনে ‘এটা হারাম ওটা হারাম’ ফতোয়া দিতে । হালাল রাস্তা কোনটা তা দেখাতে গিয়ে ভিরমি খান । একটা বিশুদ্ধ ইসলামি অর্থনীতির মডেল….ধুর…কাদের কী কই !

পেটে দায়ে পড়ে সম্ভ্রম বিকানো পতিতাদের বেশ্যা বলতেও নাখোশ আপনারা । পকেটের পয়সা দিয়ে ওদের জন্য একটু আশ্রয়, একটা ঘরও কি তুলে দিয়েছেন ? নিজেদের টাইলস করা ঝা চকচকে খানকা আর বন্দেগিখানা তো ঠিকই গড়েন ।

আল্লাই জানে, আমারে না আবার নাস্তিক আখ্যা দিয়ে বসে !

আমাকে নাস্তিক বলুন আর বিধর্মী বলুন, কিন্তু দয়া করে নিজেদের দোষ ঢাকতে ‘তাওফিক’ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রতি দোষ চাপাবেন না ।

নিজেরা তো পেপার-পত্রিকা পড়বেন না, বুঝবেন না । কখনো ছাত্রদের হাতে কোন দৈনিক তো দূরের কথা মাসিক ইসলামি পত্রিকা দেখলেও ঘাড় ধাক্কা দিয়ে মাদ্রাসা থেকে তাড়িয়ে দিয়েছেন । সবসময় দেশ-জাতির ভাবনায় ব্যথিত সচেতন ছাত্ররা ছিলো আপনাদের শত্রু ও প্রতিপক্ষের মতো ।



মাদ্রাসায় মাদ্রাসায় ছাত্রদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছেন । ইন্টারনেটের কথায় নাকমুখ কুঁচকে চমকে উঠেছেন । একটুখানি প্রযুক্তির জ্ঞান তাদের শেখান নি। আর আজ নেমেছেন কোথাকার কোন রাজিব-আসিফ ব্লগে ইসলাম নিয়ে কী বিষ ঝেরেছে তার নিকুচি করতে । আরে ভাই, ওরা তো আরো দশ বছর আগে থেকে এসব খ্যাচর ম্যাচর লিখে আসছে । এতদিন আপনারা কোথায় ছিলেন ? নাকি এতদিন তাদের লেখাতে কোন অবমাননা হয়নি ? যেই শাহবাগ আন্দোলন এলো, আর আজীবন আমলাগীরি করে আসা মাহমুদুর রহমান ফসকে সেটা ছেপে দিলেন, অমনি যে ব্যাঙের মতো লাফ মারলেন ? কেন ? এখন সাধরণ মানুষ আপনাদের দাড়ি-টুপি ধরে হিচকে টান মারছে বলে ?



সেদিন দেখলাম, একজন প্রথিতযশা আলেমকে সাংবাদিকেরা প্রশ্ন করছে, আপনি কি ব্লগে রাসূলের সা. অবমাননাকর রচনাটা দেখেছেন ? উনি কেবল ইনিয়ে বিনিয়ে বলতে পারলেন, না তবে আমি একটু শুনেছি আর কি । কী লজ্জার কথা ! একজন আলেম, যিনি হবেন এ জাতির দিশারী । তিনি কোথায় কী রচিত হয়েছে সেটা খুঁজেও দেখলেন না । আমার তো মনে হয়, ব্লগ মানে কি- সেটাই তিনি জানেন না ।



আহমাদ শফী সাহেব হুজুর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন । আলহামদুলিল্লাহ । এখনও যদি পাচকলি-কোরতা, চরমোনাই-শর্ষিনা আর তাবলিগ-পাবলিক নিয়ে ঘডর মডর করেন, আর সত্যিকারে একটা ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হন, খোদার কসম, ভবিষ্যত প্রজন্ম আপনাদের নাম নিয়ে থুথু ফেলতেও ঘৃণা বোধ করবে ।



আপনারা তো কবরে চলে যাবেন । মানুষের ঠাট্টা-বিদ্রুপ আর অপমানের মুখে রেখে যাবেন আমাদের । এই প্রজন্মের মুসলিম তরুণদের ।

আল্লাহর দোহাই লাগে, আর আমাদের ইমোশন নিয়ে খেলবেন না । তাহলে এপারে কোনমতে পার পেলেও ওপারে আল্লাহর ক্রোধ আপনাদের বাঁচাতে পারবে না । তাতে যত পলিটিক্সই করেন না কেন ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.