নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

সাহস থাকলে বলেন তো, কে জানোয়ার ?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৬

গতকাল অফিস থেকে বেরিয়ে রিক্সায় বাসায় ফিরছিলাম । ফকিরের পুল মোড় পর্যন্ত আসতেই জ্যামে পড়লাম । চার রাস্তার মাঝে চার জন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে জ্যাম সরানোর চেষ্টা করে যাচ্ছেন ।

আরো তিনজন রাইফেলধারী পুলিশ ফকিরের পুল বাজারের দিককার রাস্তায় মধ্যে ডিভাইডারের উপরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলো ।

তাদের একজন হঠাৎ জ্যামের ভেতর ঢুকে একটা প্রাইভেট গাড়িকে টেনে হিচড়ে বের করে কোন রকমে সিগনালটা পার করে দিলো ।



তারপর দেঁতো হাসি হেসে বাকি দু’জন পুলিশকে এসে বললো, “বিচারপতির গাড়ি । শালায় একটা হারামজাদা । ইয়ের লাইগ্যা হের গাড়িটা আগে সরায়া দিলাম । নইলে পরে ঝামেলা করতো ।”

সহকর্মী পুলিশ দু’জন আমাকে একবার টেরচা চোখে দেখে নিয়ে জবাব দিলো, “জানোয়ার”।



আমার রিক্সাওয়ালাও ব্যাপারটা আগাগোড়া লক্ষ্য করেছে । সিগনালটা ক্রস করতেই আমার দিকে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, “স্যার বুঝলাম না, জানোয়ার কারে কইলো । বিচারপতিরে না ওই পুলিশটারে” ?....



আমি বুঝছি । কিন্তু আমি হুজুর মানুষ । আমাদের জন্য এদেশে বাকস্বাধীনতা অতি সীমিত । তাই কওয়ার মতো দু:সাহস দেখালাম না ।

কে জানে আবার কোন দিক থেকে রাজাকার-জঙ্গী বলে ধরে মাথার ঘিলু উড়ায়া দেয় !

আমি নিজেই তো একটা জানোয়রের মতো বোবা আর অবলা ।



আপনারা যারা আমার মতো হুজুর হওয়ার অপরাধ করেন নি, তারা কি-বোর্ড ফাটায়া মন্তব্য করেন তো- “কে জানোয়ার ?”

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

পক্ষপাতদুষ্ট বলেছেন: আওয়ামীলীগ ছাড়া সবাই জানোয়ার।
আওয়ামীলীগ খুনী, ধর্ষনকারী, দূর্নীতিবাজ, লুটাপাটকারী হলেও তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তি।
বাকীরা যে-ই হোক জানোয়ার।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

মনযূরুল হক বলেছেন: কথাটা বড় শক্ত....বুঝে কুলিয়ে উঠতে পারছি না...

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

মুদ্‌দাকির বলেছেন: পক্ষপাতদুষ্ট আপনি ভুল বলেছেন, আওয়ামীলীগ ছাড়া সবাই রাজাকার ইনক্লুডিং কাদের সিদ্দিকি!!!!!!!!!!! আর সারা বাংলাদেশের মানুষ জানোয়ার...............।

কারন এই দেশের মানুষের টাকায় নাস্তিকদের পাহারা দেয়া হয়, এবং এর প্রতিবাদ করলেই বিপদ, তাই আমরা সবাই জানোয়ার

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

মনযূরুল হক বলেছেন: নারীরা অবলা। নারীর দেশের প্রজারা কি তার চেয়ে অবলা নয় ?

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

িট.িমম বলেছেন: আমরাই জানোয়ার, (মেঙ্গো পিপল)

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

মনযূরুল হক বলেছেন: আমরা কবে মানুষ হবো..?

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৯

একলা একা বলেছেন: চলেন দলে দলে লীগে যোগ দেই আর জানোয়ার নামের গ্লানী মুছে ফেলি। কারন একমাত্র আওয়ামীলীগ ই জানোয়ার নাম বা রাজাকার নাম মুছে দেওয়ার ইজারা নিয়েছে?
সেলুকাস বাংলাদেশ।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

মনযূরুল হক বলেছেন: সেলুকাস আমাদের রাজনীতি...!

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

দুর্বার বলেছেন: হুমমম....

মন্তব্য করার সাহস পাচ্ছিনা!!!!

২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২

মনযূরুল হক বলেছেন: তাহলে তো আপনি কিছুতেই দুর্বার হতে পারবেন না...নাকি আপনি হুজুর ? তাইলে থাক..মন্তব্যের প্রয়োজন নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.