![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিশ্চিত, কোথাও না কোথাও থেকে মালবাহী ট্রাক বোঝাই হয়ে শত শত টন গাঁজার চালান আসছে । সেই গাঁজার নেশালু বাতাসে পুরো জাতি বুঁদ হয়ে শুনছে কতক গাঁজাখোর বুদ্ধিজীবীর ‘খোশালাপ’ (নাকি প্রলাপ, কে জানে) ।
এর ফলেই এত সব দাঙ্গা হাঙ্গামা ।
এই টকশো বুদ্ধিজীবীরাই সব অঘটনের হোতা ।
এরা সারাদিন বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে, বিভিন্ন খবরের কাগজে খুচিয়ে খুচিয়ে তাদের উদগীরিত বক্তৃতা আর প্রসবিত রচনা দেশের মানুষকে গিলতে বাধ্য করছে ।
লোকটা বোকা- এই কথাটা এরা একেক চ্যানেলে একেক আঙ্গিকে বয়ান করবে । জামায়াত ঘেঁষা চ্যানেলে বলবে, লোকটা নিতান্ত সহজ সরল । বিএনপির স্টুডিওতে বলবে, ওটা একটা হাঁদারাম । আর আ.লীগের শোতে বিকট স্বরে বলবে, ব্যাটা একটা আস্ত গাঁধা ।
জনৈক প্রবীন সাংবাদিকের এ রকম তিনটি ভাষ্য হলো-
১. শাহবাগের বিষয়টা একটা হাস্যকর ব্যাপার । দেশের এই হত্যাযজ্ঞকে গণহত্যাই বলতে হবে...
২. তারুণ্য আমাদের উজ্জীবিত করে, কিন্তু এটা এখন পলিটিক্যাল সাপোর্টে চলছে । জামায়াতের হরতাল দেয়ার কোন মানে নেই…
৩. তারুণ্যের জয় হবেই । পুলিশের উপর হামলা করলে পুলিশ কি বসে থাকবে ?....
বোঝেন কেমন গাঁজাখোরি কথাবার্তা !
একটা গল্প পড়েছিলাম- ‘টকশোতে যাবার আগে একটু খানি মেকআপ’ ।
এখন বলতে হবে- টকশোতে যাবার আগে এক পুরিয়া গাঁজা ।
এখন টিভি খুললেই দেখবেন সব গাঁজাসক্তের এক রা- “এমন পরিস্থিতি যে হবে, সেটা প্রত্যাশিতই ছিলো” ।
আমি ‘প্রত্যাশিত’ শব্দটির মানে বুঝি না । এর মানে কি কাঙ্ক্ষিত ? বাংলাভাষীরা তো তা-ই জানে । তাহলে কি এই অসহনীয় পরিস্থিতি ওরা আগে থেকেই চেয়েছিলো ? এখন সুযোগ পেয়ে মিডিয়ার মাধ্যমে সেই আগুনটা উস্কে দিচ্ছে ?
আমি তো শুনেছি পাকিস্তানি হানাদারেরা খানিকটা মফিজ টাইপের ছিলো । কিন্তু এমন একটা নিখুঁত কর্ম তারা কী করে করলো- সেটাই বুঝতে পারছি না । জহীর রায়হান, মুনীর চৌধুরীর মতো মেধাবী বুদ্ধিজীবীদের শহীদ করে দিয়ে কতগুলো গরুমার্কা ঢেউটিন…স্যরি গাঁজাখোরকে রেখে গেলো কেমনে ?..আমার মনে হয় এই টকশো বুদ্ধিজীবীরাই সে সময় গোপনে রাজাকারি করেছে…
আচ্ছা, গাঁজার চালানটা পাক-হানাদারারই আবার চালান করছে না তো ! খতিয়ে দেখা যেতে পারে ।
অতএব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকাতরে অনুরোধ করছি, আপনারা মাঠের মারামারি কিঞ্চিত ক্ষান্ত দিয়ে অনতিবিলম্বে গাঁজার চালান আটক করুন । কোথায় কোথায় গাঁজার ব্যাপারীরা ঘাপটি মেরে আছে সেটা শনাক্ত করুন এবং গ্রেপ্তার করুন । আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি দেশ ঠাণ্ডা হবেই হবে ।
সাধারণ মানুষ কম্বল মুড়ি দিয়ে ঘুমুতে বাধ্য হবে ।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
মনযূরুল হক বলেছেন: ঝাক্কাস লিখেছেন বস....কবিতাটা রেখে দিলাম...
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫১
মাহাবুব১৯৭৪ বলেছেন: গাঁজা এখন বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
মনযূরুল হক বলেছেন: বাংলালিংক আবার গাঁজার দামে পাওয়া যাচ্ছে না তো্ !
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
উড়োজাহাজ বলেছেন: ভচ! অসাধারণ বলেছেন। তবে মিডিয়ার প্রসঙ্গটা এলো্ না। গাজাখোরদের প্রশ্রয় কিন্তু এই মিডিয়াই দিয়েছে।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭
মনযূরুল হক বলেছেন: মিডিয়ারেও সামনে কোপামু...সঙ্গে থাইকেন.....
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
রাজনইকবাল বলেছেন: এক ভদ্রলোক একবার বিয়ে করছেন এক ভদ্রমহিলাকে। এবং বিয়ের রাতেই ভদ্রলোক জানতে পারলেন ভদ্রমহিলার সাথে আগে আরেক জনের সাথে সর্ম্পক ছিল। এখন তা জেনে ও ভদ্রলোক সেই ভদ্রমহিলার সাথে সংসার করতে লাগলেন। তাদের সন্তান হল, এবং এক সময় সন্তান দের বিয়ে দিল, সেই ঘরে নাতি- নাতনি হল। এবং এই র্পযায়ে এসে ভদ্রলোকটি একদিন ভদ্রমহিলাকে বলল যে, আমি আর তোমার সাথে সর্ম্পক করতে পারব না, কারন তোমার সাথে আগে এক লোকের সাথে সর্ম্পক ছিল।
আর বর্তমান যুদ্বপরাধৗর যদি সেই কাহিনির সাথে মিলাই তাহলে হাসি ছাড়া কিছুই মিলে না। কিন্তু তাই বলে যুদ্বাপরাধৗর বিচার হবে না? তারা আমাদের দেশের প্রধান শত্রু। এদের বিচার ৫০ বছর পর ও হওয়া দরকার, কিন্তু প্রয়োজনীয় জনমত কি সরকারের দরকার ছিল না? যার জন্য আজ বাংলার তরুন প্রজন্মদের রক্তে ভাসছে জনপদ, যে তরুনদের বুকে থাকার কথা সাহস সেই তরুনদের বুকে আজ আশংকা। যার কারনে আজ দেশের জনগণ শান্তিতে চলফেরা করতে ভয়, যার কারনে আমি আজ তিন দিন ঘর বন্দি। আমরা তরুন প্রজন্মদের কি এটাই চাওয়া ছিল?
আমাদের দেশের সরকারের মধ্যে সকল বিষয়ে যে ক্ষমতা রয়েছে কোন দেশের দেশ-প্রধানের এত ক্ষমতা আর নেই, আর আমাদের প্রধানমন্ত্রী এত ক্ষমতা তার সব কি সদ্বব্যবহার করছে? আমরা তরুনরা কি তা হতে ধরিয়ে দেখাতে পারি না?
আমরা মনে করি একটি দল নির্বাচিত হয়েছে বলেই এই দল গণতান্ত্রিক এবং নির্বাচন হয়েছে বলে বাংলাদেশও গণতান্ত্রিক। এখন আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, বাংলাদেশ কি আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান লক্ষণ হচ্ছে রাষ্ট্র প্রতিটি নাগরিকের নাগরিক ও মানবিক অধিকার যে কোনো মূল্যে রক্ষা করে। গুলি করে হত্যা করা নিশ্চয় নয়।
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
মনযূরুল হক বলেছেন: বিচারের ক্ষেত্রে বিএনপি, জামায়াত ও আ.লীগের পলিটিক্যাল অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করে যদি কোন আদালত বিচার করতে পারে, তবেই কেবল সুষ্ঠু বিচার সম্ভব। নইলে শুধু শুধু কিছু নিরীহ মানুষ মরবে..আর দোষীরা পথে পথে হাওয় লাগিয়ে ঘুরবে....পুলিশের গুলিতে নিহত হওয়া মানুষের রক্ত কি সরকারের জামায় লাগে না..? একজনও যদি নিরাপরাধে মারা যায়, তার জন্য কি সরকারকে খুনি বলা যায় না..? একই কথা বিরোধী দলের ক্ষেত্রেও....
আপনার উদাহরণটা বেশ হয়েছে...আমার অনেক দিনের একটা খচখচানি কেটে গেছে....ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক টানেতে যেমন তেমন
দুই টানেতে দু:খি
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সূখি!!!
পাঁচ টানেতে মাটি ছেড়ে শুন্যে উড়ে যায়
ছ'টানেতে আকাশেতে ভেসে থাকা যায়
ভেসে যাবে সব ভেসে যাবে রে
সাত টানেতে ভাব যেন বিষ্ণু ব্রহ্মা যোগী
আট টানেতে খুক খুক হয়ে যাবে রোগী
দেখাব নাকি, খালি বলি দেখাব নাকি
ন'টানের কি মহিমা
কি মহিমারে বাবা.........
কি বলেন- টকশোতে কি তবে সব ন'টানের মহিমা