![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাবনায়, জাময়াত ও বামদের মধ্যে তেমন কোনো তফাত নেই । উভয় দলই সুদূরপ্রসরী লক্ষ্য নিয়ে রাজনীতি করে । এবং উভয় দলই ক্ষণে ক্ষণে ভোল বদলায় । কোনো বিশেষ দলের বিরুদ্ধে জেহাদে নেমে আবার সে দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করার চতুরতা উভয় দলের ঝুড়িতে যথেষ্ট আছে ।
পার্থক্য কেবল এতটুকু- জামায়াতের আক্বিদাগত কিছু সমস্যা আছে ; যদি তারা এখনও মওদুদিবাদকে সাপোর্ট করে থাকে। আর বামদের আক্বিদা বলতে কিছুই নেই । এরা আগাগোড়া ধর্মবিরোধী ।
তবে এটা সত্য, অনেকের মতো আমিও মনে করি, সাঈদী ও জামায়াত এক নয় । সাঈদীর উপর অবিচার করা হচ্ছে ।
অবশ্য অবিচার যার প্রতিই হোক না কেন, তাতে বাম আর জামায়াত বলে আলাদা করার অবকাশ নেই, ইসলামের অবস্থান সব অবিচারের বিরুদ্ধে । আজ জামায়াতের উপর যে অবিচার চলছে, কাল যদি সে অবিচার বামদের বিরুদ্ধে হয়, অবশ্যই তার প্রতিবাদ ইসলামি জনতার পক্ষ থেকে আসতে হবে ।
এটাই ইসলামের শিক্ষা ।
মক্কা বিজয়ের সূচনা হয়েছিলো একটি অমুসলিম গোত্রের উপর কোরাইশদের সন্ধিবিবর্জিত আক্রমণের সূত্র ধরে । রাসূল সা. সে আক্রমণের প্রতিবাদ করেছিলেন । এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করার জন্য মক্কায় প্রতি আক্রমণের পরিকল্পনা করেছিলেন । যা ছুড়ান্ত ভাবে মক্কা বিজয়কে ত্বরান্বিত করেছে ।
অবশ্য এখন ধর্মদ্রোহীদের বিরুদ্ধে হোক কিংবা সরকার বিরোধী হোক, সব আন্দোলনই পরোক্ষভাবে জামায়াতকে প্রক্সি দিচ্ছে । এবং সাধারণ মানুষ জামায়াতের প্রতি খুবই সংবেদনশীল হয়ে পড়েছে । আর আলেমদের ধারণা, জামায়াত নিয়ে এখন ঘাটাঘাটি না করে রাজনৈতিক সমঝোতা করে নিলেই ভালো ।
আ.লীগ বারবার বিএনপিকে বোঝাতে চাচ্ছে, জামায়াত থেকে সরে এলেই তাদের কাঙ্ক্ষিত মুক্তি মিলবে । দেশের মানুষ, মানে কতিপয় টকশোবাজি করা আমলারা তাহলে সুর বদল করে বিএনপির পক্ষে দু’একটা গুণগান গাইতে রাজি থাকবে । যা দেশের জন্য, বিশেষ করে গণতন্ত্রের জন্য অত্যন্ত শুভকর । বিএনপি কেন চুপ করে আছে ? তারা কেন বলে না, তাহলে আ.লীগের জনাবেরা আপনারা কেন বামদের ছাড়ছেন না ? তাদের কেন আঁচলে বেঁধে রখেছেন ? মুক্তিযুদ্ধে তাদের যে কোন মহৎ অবদান ছিলো, তা আমরা ভালো করেই জানি । কম্যুনিস্টদের ক’জন রাজাকার আর ক’জন মুক্তিযোদ্ধা ছিলো- সেই ডক্যুমেন্ট এখনও হারিয়ে যায় নি।
সেটা বিএনপি বলার মতো ক্ষমতা রাখে না । কারণ ওরাও কম্যুনিস্টদের প্রশস্তি শুনতে ভালোবাসে । আসলে আ.লীগ আর বিএনপি উভয় দলই ভোটব্যাংক রাজনীতি করে । একেকটা ভোট ওদের ক্ষমতায় যাওয়ার একেকটা সিঁড়ি । তাই কোনমতে কাউকে চটাতে চায় না, যতক্ষণ না তাদের বিদেশি প্রভুরা চোখ টিপে ইশারা দেয় ।
যত যাই বলেন, এখন সময় হলো ইসলামপন্থী গণমানুষের । বিশ্বের যেখানেই গণ বিস্ফোরণ ঘটছে, শুরুতে কিছু মশা-মাছি উড়লেও শেষ পর্যন্ত রায় ইসলামপন্থীদের পক্ষেই যাচ্ছে । মানুষ এখন যে কোন সময়ের তুলনায় ইসলাম নিয়ে অনেক বেশি ভাবে । এবং ইসলামের আলোয় আলোকিত সমাজ ব্যাবস্থা গড়ার প্রত্যয় ক্রমশ মানুষের চেতনায় স্থান করে নিচ্ছে ।
আমাদের নেতা নেই, অর্গানাইজেশন নেই, ঐক্য নেই- এ সবই সত্য । কিন্তু আমাদের আল্লাহ আছেন । প্রয়োজনের সময় একটু সাহস করে সামনে বাড়লেই যে তিনি সব কিছু জুগিয়ে দিতে পারেন, এ সময়কার ট্র্যাজেডি এর সবচেয়ে বড় উদাহরণ । কই, আমাদের তো কিছুই ছিলো না । একটা মঞ্চও ছিলো না । মিডিয়ার দল কুৎসা রটাচ্ছিলো অবিরত ।
শেষে হলো কি ! মিডিয়া এসে গেলো কামানের মতো । নেতা এলো সিপাহশালারের মতো । ঐক্য এলো বারুদের মতো । আর সংগঠিত হতে সময় লাগলো- আরে না, কোনো সময়ই লাগে নি ।
এখন শুধু সামনে এগিয়ে যাওয়া । মোনাফেক থাকবেই । মদীনার সবচেয়ে সম্মানিত নেতাই ছিলো মদীনার সবচেয়ে বড় মোনাফেক । তাতে কি ! তার সন্তানও ছিলো সাচ্চা মুসলমান ।
তাহলে এবার শুরু হোক পথচলা । খোদাভীরুতার সামান আর তাহাজ্জুদের চোখের পানি যদি আমাদের পাথেয় হয়, তাহলে খোদায়ী নুসরত আসবেই আসবে ।
“নাসরুম মিনাল্লাহ...ওয়া ফাতহুন করীব”
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:১২
মনযূরুল হক বলেছেন: : কেন ভাই, শাহবাগের সোহবতে আর তৃপ্তি হয় না আপনার ? এত তাড়াতাড়ি সব ফুরিয়ে ফেলেছেন ? কই লুকালেন ? সব কাপুরুষের দল কম্বল মুড়ি দিয়ে ব্লগ লেখে....
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭
আবদুললাহ আল মামুন মোহাং ইউসুফ বলেছেন: একজন বিশ্বাসী আশার মধ্যে বেচে থাকে, নতুন সূর্য উঠার প্রত্যাশায় থাকে, নিজের জন্য না ভেবে সমাজ ও মানবতার জন্য ভাবে এবং তাতে সুখ পায়।
একজন অবিশ্বাসী সব কিছুতে নিজের অংশটুকু খুজতে থাকে, অপ্রাপ্তির জন্য হা হুতোশ করে গুমরে মরে আর নিজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করার জন্য উন্মুখ থাকে।
চমৎকার লিখেছেন।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৩
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ ভাই....
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৭
মিতাহামিদা০০৭ বলেছেন: এই বছরের সবচে আলোচিত শব্দ কি বলেন তো ?
- এইটা তো সোজা কথা !
- তাইলে বইলা ফেলেন ?
- ক্যান ? টকশো , ফেস-বুক, ব্লগ ,টুইটার , পত্রিকা ,আইন আদালত ,বাস ,ট্রেন , রাজপথে যে শব্দ টি বেশী শোনা যায় আর বলা হয় - তাহল--"জামাত-শিবির"!
- তাইলে কি এই শব্দ দুইটা ছাড়া ভালো আর কিছু নাই ?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪
মনযূরুল হক বলেছেন: এইটা এখনকার ফেনামেনো...এটাকে এড়ানোর উপায় নাই.....
তবু আমরা ভালো কিছু চাই....
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯
আফজালনবীনগর বলেছেন: @দিশার , আপনার মত কুলাংগার ব্লগারের জন্যই মানুষ সব ব্লগারদের খারাপ ভাবে ।
মানুষ ধর্মকে শ্রদ্ধা করে আর যাদের মনুষ্যত্বের অভাব আছে তারা এর বিরুদ্ধে বলে ।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
মনযূরুল হক বলেছেন: দিশারের ব্লগগুলি খুঁজে দেখুন, কতটা মূর্খ হতে পারে মানুষ । আমি এইমাত্র পড়ে দেখলাম....পুরান পাগলেই ভাত পায় না, এ তো দেখছি নতুন পাগলের আমদানি...আর দিশারকে চ্যালেঞ্জ করে বলছি, ইসলামের যে কোনো বিষয়ে সন্দেহ থাকলে সামনে এসে বলুন, আশা করি যথা যোগ্য জবাব পাবেন....যদি সত্যিই আপনার জানার আগ্রহ থেকে থাকে..নয়তো পরিণতির জন্য অপেক্ষা করুন..ধর্মদ্রোহী রচনা লিখে মাঠ দখলের দিন শেষ.....তোমাদের গুরুরাই ব্লগ ছেড়ে পালাচ্ছে, দেখছো না ?
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭
মিতাহামিদা০০৭ বলেছেন: দিশারকে দিশা দেয়ার জন্য ধন্যবাদ ! মুল লেখাটার জন্য লেখককে ধন্যবাদ ! আমাদের বোধোদয় হয় ,এমন লেখাই চাই ! চালিয়ে যান !
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৩
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ আপু...
৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০
দিশার বলেছেন: ভাই আমি কি দোষ করলাম? আমিও চাই সরিয়াহ আইন এসে বাংলাদেশ পবিত্র পাকিস্তান হয়ে যাক . এবং আমরা জেহাদী যশ য়ে ইসলামের শান্তির বাণী দুনিয়া তে চড়িয়ে দেই জিহাদ এর মাধ্যমে . পাকিস্তান যে সরিয়াহ আইন আছে , যেমন আছে সুদান য়ে , মালি তে . আফগানিস্থান য়ে . যেসব দেশ য়ে সরিয়াহ আইন ওখানেই শান্তির বাতাস বইছে।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৮
মনযূরুল হক বলেছেন: নিজেকে মূর্খ বলে বিশ্বের সামনে পরিচিত করে লাভ কি ভাই আপনার ? শরীয়া আইন কাকে বলে, মন চাইলে স্টাডি করে দেখতে পারেন...তাহলে কোথায় কতটুকু শরীয়ার আইন চলছে সহজেই বুঝতে পারবেন...আর আমার টপিক কি, আর আপনি মন্তব্য করছেন কি ! নাকি আপনার ভেতরে ঘাপটি মেরে থাকা ধর্মবিদ্বেষ মানুষকে না জানিয়ে স্বস্তি পাচ্ছেন না ? বেশ ভালো...চালিয়ে যান...অন্ধ আর পগলের জন্য কোনো রাস্তাই বন্ধ না.....
৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
দিশার বলেছেন: @লেখক , নারে ভাই আমাদের ভাগ্গে তো ৭১ এর ৩ লক্ষ গনিমত এর মাল জুটে নাই। তাই এখন আশায় আসি কখন জামাতি রা এসে আবার সুযোগ করে দিবে . সরিয়াহ আইন হইলে তো আমাদের লাভ দাস দাসী কি জুটবে না কিছু বিধর্মী মেরে ?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০
মনযূরুল হক বলেছেন: লেখাটা আবার মনযোগ দিয়ে পড়ুন, দিশার...ধর্মান্ধদের কপলে দিশা থাকে না...দাজ্জালের মতো এক চোখ বোজা হয় তাদের....আপনার ইসলাম সম্পর্কে কিছু জানার থাকলে খোলাখুলি আলোচনায় আসতে পারেন....ভয়ের কিছু নেই, আমি জামাতি নই । আপনার আগ্রহের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি....নইলে কাথা মুড়ি দিয়ে ব্লগ লিখুন...সস্তা জনপ্রিয়তার দিন শেষ...আমি আপনাদের মতো হাজারখানেক ব্লগারের লেখা পড়েই ব্লগে এসেছি....সুতরাং খোচা দিলেই মোচা পবার আশায় থাকলে অকালে বুড়িয়ে যাবেন, এই আর কি !
৮| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০১
দিশার বলেছেন: @লেখক , জামাতি , হিজ্বুতি , হেপাজত একই রসুনের গোআ . সরিয়াহ আইন চাইলে ফাকিস্তান যান . বাংলাদেশ মুক্তি যুদ্ধ সরিয়াহ আইন এর জন্য করে নাই .
২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭
মনযূরুল হক বলেছেন: বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুসলমানদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিলো । নাস্তিক ও বিধর্মিরা সব সময়ই কাপুরুষতার পরিচয় দিয়েছে..আর মুসলমান মাত্রই ইসলামি আইনকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকে....এ কথাগুলো ভুলে গেলে ভুল করবেন....আমাদের দেশে বর্তমান যে আইন চলছে সেটা মোটেই শরীয়ত বিরোধী আইন নয়..এটাই একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম বাসনা ছিলো....আপনাদের জন্য এমন কোন আইনটা আছে বাংলাদেশে, বলেন তো ? আর কতকাল মানুষের পিঠ চুলকে বাঁচবেন...ইসলামে আসুন...মুক্তিযুদ্ধে যারা জীবন বিলিয়েছেন, তাদেরকে শহীদ বলি যে আমরা, সেটাও কিন্তু ইসলামি পরিভাষা...আমাদের মুক্তিযুদ্ধ ধর্মদ্রোহীদের যুদ্ধ ছিলো না । আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিলো ধর্মচ্যুত পকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এদেশের ধর্মপ্রাণ মানুষের যুদ্ধ । জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই.....ধর্মহীন অধার্মিকেরাই তখন রা্জাকারি করেছে..আর কম্যুনিস্টদের মতো গলা উঁচিয়ে বলেছে- “এটা দুই কুত্তার লড়াই”....
৯| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
রুদ্র মানব বলেছেন: তবে এটা সত্য, অনেকের মতো আমিও মনে করি, সাঈদী ও জামায়াত এক নয় । সাঈদীর উপর অবিচার করা হচ্ছে ।
অবিচার হইলো কোথায় ??? একাত্তরের মানব ঘাতক ও ধর্ষণকারী সাঈদীর তো উচিৎ বিচারই হইছে ।
ব্লগে আইসা ঘুরাইয়া পেচাইয়া রাজাকারের পক্ষে সাফাই না গাইলেও হবে
২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৭
মনযূরুল হক বলেছেন: ওই তো আপনাদের দোষ ! গ বললে গাঁদা ফুলের ঘ্রাণ না শুঁকে গুর গন্ধ তালাশ করেন...সাঈদির এভিডেন্সগুলো পড়ে যে কোনো মানুষই বুঝবে তার সততা কতটুকু । এ জন্য লিগ্যাল এক্সপার্ট হওয়ার দরকার হয় না...সে রাজাকার ছিলো কি ছিলো না, সে কথা আমি বলি নি । কিন্তু তার প্রতি যে প্রক্রিয়ায় বিচার কাজ চালানো হয়েছে, তা দেখে আমার মনে হয়েছে এটা পুরাই ভাওতাবাজি । আগে বাস্তবিক প্রমাণ হোক...তার আগেই তাকে অপরাধী বলবেন কোন যুক্তিতে...?
১০| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৫
দিশার বলেছেন: যা বলার তো সামনা সামনি বলেছি। আপনি চাইলে গিয়ে যুক্তি খন্ডন করে আসুন . হিজ্বুতি তো নিষিদ্ধ জানতাম, নাকি আপনেরে জেল থেকে ছেড়ে দিসে গদাম দিয়ে ?
২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩১
মনযূরুল হক বলেছেন: আপনি দেখছি মহা আহাম্মক..দেশটা বোধ হয় আপনিই চালান. ?..নাকি রাষ্ট্রপতি হবার নির্বাচনে নেমেছেন. ? কিন্তু হিজুতি মানে কি ভাই....আপনাদের নতুন ‘জনযুদ্ধ’ মার্কা জঙ্গী দলের নাম নাকি ? যারা ৬ মাসে খুলনায় ২২ জন পুলিশ মেরেছে ? অল্প বয়সে ধরা খাইয়েন না.....
১১| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩১
দিশার বলেছেন: মেশিন ম্যান এর টিয়া পাখি শোনন , বিচারিক আদলত য়ে প্রমাণিত রাজাকার এর সাপোর্ট গান আর যাই করেন, ফাসি ঠেকাতে পারবেন না . মনে করসস দুই একটা চাপাতির কোপ দিয়ে ই আন্দোলন বন্ধ করা যাবে ?
২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৪
মনযূরুল হক বলেছেন: পগলে কিনা কয়...ছাগলে কি না খায় ! আর মালুতে কিনা কপচায় !!
১২| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯
দিশার বলেছেন: একবার কইলেন বাম, আরেক বার কইলেন মালু ! হিন্দু এলার্জি থাকলে , ফাকিস্তান চলে যান না কেন ? সরিয়াহ আইন তো আসে, মনের সুখে মেশিন ম্যান দের মেশিন ম্যান পাবেন সাকা গিরি করার জন্য। বাংলাদেশ য়ে বসে খিলাফত আর সরিয়াহ আইন এর সপ্ন দোষ হতে পারে। বাস্তব নয় .
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
মনযূরুল হক বলেছেন: হিন্দুদের আমরা শ্রদ্ধা করি...সুতরাং শব্বটা শুধু আপনার জন্য.....
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮
রাফা বলেছেন: যেখানে আদালতে সন্দেহাতিত ভাবে প্রমাণিত হয়েছে সাইদি অপরাধী।সেখানে আপনি কি বলছেন তাকি ভেবে বলছেন?
নাকি আদালত মিথ্যা আর আপনিই সত্যবাদি।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
মনযূরুল হক বলেছেন: প্রমাণিত হয়েছে দেলু সিকদারের, যিনি আদতেই সাঈদী নন...সেটা আমার তুলনায় আপনার কম জানার কথা নয়....
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
আদরের সন্তান বলেছেন: সালাম রইল ভাই খুবই ভাল লাগল । চালিয়ে যান ভাই মহান আল্লাহ আছেন সাথে বিজয় একদিন হবেই ইনশাআল্লাহ ।
আর একটা কথা অনেকেই আন্তাজের উপর কিছু না জেনেই শুধু শুধুই পেচাল পারতাছে , তারা এই রকম করবেই । কারন তারা কখনও নিজে জানবে না, জানার চেষ্টাও করবে না এবং অন্যকেউ জানতে দিবে না । তারা ভাবে তারাই জ্ঞানী........ বেকুব কোথাকার ।
কাথায় আছে না ....
আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয় ।
এই রকম কুত্তা মার্কা লোকের সাথে কামড়া-কামড়ী করা ইসলামের কাজ নয় । এগুলা হচ্ছে
ন....তে নাস্তিক ফইট্টার কাজ ফইট্টার কাজ ।
ম....তে মালুয়ান ভেরার কাজ ভেরার কাজ ।
আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ.....
১৫| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৬
শোয়াইব আহেমদ বলেছেন: বুঝলাম দিশার সত্যিই একটা মজার চরিত্র !
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
মনযূরুল হক বলেছেন: হলেও হতে পারে...
১৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
ই এইচ মানিক বলেছেন: কিছু ছাগু আর কিছু পিগু রয়েছে এখানে
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৬
মনযূরুল হক বলেছেন: ষাড় নেই, ষাড় ?
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮
দিশার বলেছেন: ভাই শরীয়াহ আইন কবে নাগাদ চালু করতে পারবেন বলে মনে করছেন ?
দাসী সহবত করতে মন চায় .