নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

পরিস্কার জানতে চাই, এ দেশটা কি ভারতের না পাকিস্তানের ?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

বুঝি না, গ্যাঞ্জামের ঘনঘটা হলেই এক শ্রেণীর গোঁয়াড় কাপালিক পাকিস্তান-ভারতের ভূত উস্কে দেয় । এ বলে বেশি ত্যাড়াব্যাড়া করলে ভারত পাঠায়া দিমু । ও বলে পছন্দ না হলে পাকিস্তান যাও ।



এসব কি ?



মনে হয় একটা তাগো নানাবাড়ি । আরেকটা হ্যাগো দাদাবাড়ি । নানা ও দাদা দুই বিয়াই ছিলেন চরম ঝগড়াটে । এখন তার ফায়সালার দায়িত্ব কালক্রমে এসে পড়েছে নাতি নাতকুরের হাতে । তাই এত মারদাঙ্গা ।



যদি ব্যাপার তা-ই হয়ে থাকে, তাহলে ভাই, যাও না...মামু বাড়ির আবদার আর আর দাদাবাড়ির পেসশাদ খেয়ে এসো । তারপর আমাদের উদ্ধার করো ।



এ দেশে আমরা তো তোমাদের মতো বেজন্মা না যে, নানাদাদাবাড়ি এক মুল্লুকে পড়ে থাকবে আর অন্য মুল্লুকে এসে জন্ম নেবো ! তোমাদের মত আমাদের ঐসব চুলকানি মার্কা নানাদাদাবাড়িও নাই যে, মন চাইলেই কথায় কথায় মগের মুল্লুকে পাঠিয়ে দেবে ।



এই দেশই আমাদের মা । এই দেশেই জন্মেছি আমরা । আমার নানা-দাদা সবাই ঘুমিয়ে আছে এই মাটির বুকেই । কপালের ফেরে পড়ে আজ তোমাদের মতো কতক পরবাসী কুলাঙ্গারদের হাতে দেশ ছেড়ে যুগের পর যুগ মার খাচ্ছি আমরা । এই দেশের সন্তানেরা ।

তোমাদের পাকিস্তানি নানা আর ভারতী দাদার আবদার মেটাতে আর পারছি না আমরা ।



দোহাই লাগে, যদি তোমরা মানুষ হও, এই খেলা বন্ধ করো । আর যদি জানোয়ার হও, তবে একটু ব্যাখ্যা করো, কোন পদীয় জানোয়ার তোমরা । গৃহপালিত হলে গোয়াল ঘরে , আর নয়তো চিড়িয়াখানায় থাকার ব্যবস্থা আমরাই করে দেবো । সেখানে বেশ আরামেই থাকবে ।



কেন মনে নেই, আরেকবার দুই সখি মিলে থেকেছিলে !

আরো কত রাঘব বোয়াল হ্যাচারিতে । কতক গরু ছাগল এখনও মালিশ হচ্ছে ।



আমরা এবার পরিস্কার ভাষায় জানতে চাই, এ দেশ কি ভারতের না পাকিস্তানের ?



যদি স্বাধীনতার বিশ্বাসে কারো কোনো কনফিউশন থাকে..এবার যুদ্ধ হবে তাদের বিরুদ্ধে ।



কোনো দলের ব্যানারে নয়, কোনো মতের স্বার্থে নয়, এই মাটির জন্য, আমার মায়ের অধিকার আদায়ের জন্য আরেকটিবার কি আমরা লড়াই করতে পারি না ?



শত্রু এবার পরিস্কার । দেশের স্বার্থ ছাড়া, মানুষ ও মানবতার কথা ছাড়া যারাই ভিনদেশের কথা তুলবে, অন্য কোনো দেশের সাহায্য ভিক্ষা চাইবে । তারাই আমাদের শত্রু ।

নিজের দেশের আগে অন্য দেশের গুণগান যে গাইবে, সেই আমাদের শত্রু....



ভারতের গঞ্জনা ও পাকিস্তানের বন্দনা আর শুনতে চাই না । আমরা পরিপূর্ণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই.. আমার দেশটাকে আমি আমার করে দেখতে চাই । আমার নানা দাদা যেখানে ঘুমিয়ে আছে, সেখানে, আমি আমার মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমুতে চাই....হে খোদা, এইটুকু বাসনা মোদের পূরণ করো ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আসসালামু আলাইকুম,

এই দেশ কারও নয়, এই দেশ মুসলিমদের। এই দেশের মালিক আল্লাহ। মুসলিমদের কোন জাতি, সীমানা নাই। সারা দুনিয়াই মুসলিমদের।

চিন ও আরাব হামারা, হিন্দুস্তা হামারা,
মুসলিম হে হাম ওয়াতান,
সারা জাহা হামারা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

মনযূরুল হক বলেছেন: না, এ দেশ এ দেশের মানুষের । হিন্দু মুসলিম সকলের । অবশ্যই এই পৃথিবীর মালিক আল্লাহ । এবং তিনিই আমাদের এ দেশ দান করছেন ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১

বেপারিবাজ বলেছেন: কিছু ছাগ্ল এইসব করে। কয়েকডীন পুর্বে এক ফেবু পেইজে দেখি বলে আপনি ভাওরত নাকি পাকিস্থান সমর্থন করেন।

দিলাম উত্তর গাদার বাচ্চা বাংলাদেশ রেখে অই দুইটারে নিয়ে পড়ে আছিস কেন?


অই গুলার দেশ প্রেম বলতে কিছুই নেই। সময়পোযোগি পোষ্ট দেওয়াতে +++++++++++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

মনযূরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

তারিন রহমান বলেছেন: এটা হাসিনা ও খালেদার দেশ। বাকী সব ভাইসা আইসে .... :((

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

মনযূরুল হক বলেছেন: তাইতো মনে হচ্ছে, ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.