নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর ঘোষণা, মদিনা সনদের আলোকে দেশ চলবে...আসুন দেখি মদিনা সনদ ও দেশ...

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে । কিছুদিন আগে বলেছিলেন, শরীয়া আইনে বিচার করবেন...বেশ তাহলে আগে মদিনা সনদ নিয়ে আলোচনা করা যাক.....



মদিনা সনদের মূল ধারা ছিলো ৫২ টি...তার মধ্যে প্রধান প্রধান ধারাগুলো হলো-



( ১ ) সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ ইসলামি রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে ।



* ইসলামি রাষ্ট্রের অধীনে । তাহলে মদিনা সনদের আগে ইসলামি রাষ্ট্র ব্যবস্থা লাগবে । ( খুউব খিয়াল কিন্তু )



( ২ ) হযরত মুহাম্মদ স. ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকবেন ।



* হযরত মুহাম্মদ স. ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অর্থাৎ তার আদর্শ ১০০% মেনে চলে এমন কেউ আমাদের রাষ্ট্রপ্রধান থাকবেন । গণতন্ত্র অনুযায়ী রাষ্ট্র চালাতে কিন্তু আমাদের নবীজি বলে যান নাই । খুউব খিয়াল কিন্তুক ।



( ৩ ) কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদিনা বা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরূপ সাহায্য-সহযোগিতা করতে পারবে না ।



*যেসব দেশ নিত্য আমাদের দেশকে ধ্বংসের মুখে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না । খুউব খিয়াল কিন্তুক ।



( ৪ ) মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে । কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না ।



* কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না । যেমনটা আমাদের নাস্তিক ভাইয়ারা খুউব জোরেসোরে করে যাচ্ছেন । আরো করে যাচ্ছে সীমান্ত এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে খ্রীস্টান মিশনারী । এখানে কোনো ধর্মের লোক অন্যকোনো ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছে, কিন্তু কোনো একটা ধর্মের অনুসারী হওয়ার পরে সেই ধর্মটাই সে খেয়ালখুশি মতো পালন করবে- এমন অধিকার দেয়া হয় নি । খুউব খিয়াল কিন্তুক ।



( ৫ ) মদিনার উপর যে কোন বহিরাক্রমন কে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে এবং সেই আক্রমণ কে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে ।



* সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে । ভারতের মতোন যারা আমাদের প্রতিনিয়তআক্রমন করে যাচ্ছে, সেটাতে প্রতিরোধ করতে হবে । তাদের কাছে গিয়ে নাকে খত দিয়ে ক্ষমা চাওয়ার কথা বলা হয় নি। খুউব খিয়াল কিন্তুক ।



( ৬ ) রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে ।



* নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে । নিজ দলীয় লোকদের আলাদা সুরক্ষার কথা বলা হয় নি। খুউব খিয়াল কিন্তুক ।



( ৭ ) অসহায় ও দুর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে ।



* অসহায় ও দুর্বলকে রক্ষা করতে হবে । খুউব খিয়াল কিন্তুক ।



( ৮ ) সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদীনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে ।



* রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে । যদি কোনোদল অন্য কোনো দলের রক্তে গোসল করার খায়েশ করে, তাহলে কী করতে হবে- বুঝতে পারছেন তো..? খুউব খিয়াল কিন্তুক ।



( ৯ ) কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে । তজ্জন্য অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না ।



* অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না । কথায় কথায় মুসলমানরা হিন্দুদের বাড়িতে আগুন লাগায় এসব বলা যাবেনা কিন্তু ম্যাডাম । কওমি মাদরাসা হলেই তাকে জঙ্গী প্রজনন কেন্দ্র মনে হয় বলা যাবে ! আর হুজুর হলেই রাজকার ! হোক না, তার জন্ম যুদ্ধের তের বছর পরে কিংবা যদি হয় সে মুক্তিযোদ্ধার সন্তান ! কি বলেন ? খুউব খিয়াল কিন্তুক ।



( ১০ ) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে ।



* সকল সম্প্রদায়ের লোকেরা বন্ধুসুলভ আচরণ করবে । হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতো যারা সদম্ভে ঘোষণা করবে- এদেশ থেকে মৌলবাদের শেকড় উপড়ে ফেলতে হবে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে ? খুউব খিয়াল কিন্তুক ।



( ১১ ) রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক ।



* রাষ্ট্রপ্রধান হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক । আর রাস্ট্রপ্রধান কে হবেন সে কথা আগেই বলা হয়েছে । খুউব খিয়াল কিন্তুক ।



( ১২ ) মুহাম্মদ সা. এর অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না ।



* রাষ্ট্রপ্রধান ব্যতীত বাংলাদেশিরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না । খুউব খিয়াল কিন্তুক ।



( ১৩ ) মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে । নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না ।



* তাহলে যারা সংখ্যালঘু নির্যাতনের নাম করে বিদেশে ভূয়া ডকুমেন্টারি সাপ্লাই করে ? যারা কিছু হলেই বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে ? ধর্মের নামে কটুক্তি করার চেয়ে ধর্মের সাথে বড় বিশ্বাসঘাতকতা আর কী হতে পারে বলে আপনার মনে হয় ? এর চেয়ে বড় মুনাফেকি বা কি, যে, ধর্মের বিরুদ্ধে বিরাট বিরাট কুৎসা লিখে আবার নিজেকে মুসলিম দাবি করে ? থেকে খুউব খিয়াল কিন্তুক ম্যাডাম । আমাদের বিচারালয়ের কিন্তু ওই নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে....



ম্যাডাম আপনাকে ধন্যবাদ । পারলে প্রত্যেকটা ধারা মেনে চলেন আমরা আছি আপনার সাথে ।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

ধারণা বলেছেন: মদিনা সনদের পুরাটা তুলেদেন, তাহলে আমার মতো মূর্খ কিছু জানতে পারবে।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

মনযূরুল হক বলেছেন: পুরোটার বেশিরভাগ বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক । এবং বাকি যেগুলো আছে, তার মৌলিক বার্তাগুলো এই ১৩টিতে চলে এসেছে...তারপরও জানতে চাইলে দেয়া যাবে.....

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

সাবাব ইকবাল বলেছেন: আপনারা সারা জীবন মূর্খই থাকবেন। কারন আপনারা হাত দিয়ে চোখ ঢেকে বলেন যে "কিছুই তো দেখি না।"

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

মনযূরুল হক বলেছেন: হ্যা, ভাই, আমাদের রাসূল সা. ও নিরক্ষরই ছিলেন কিন্তু সারা জীবন সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছেন খোদা প্রদত্ত জ্ঞানের মাধ্যমে। আপনাদের মতো ভার্সিটি মার্কা জ্ঞান আমাদের নেই তো তাই আমরা মূর্খ, কিন্তু সত্য কথাটি বলি সেই জ্ঞানেরই বলে।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

এম. মাসুদ আলম. বলেছেন: ( ৪ ) মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে । কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না ।

২নং ধারা মানা যায় না কারণ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) অবর্তমান। সে কারনে ১নং ধারাটিও পুরোপুরি বাস্তবায়ন করা যায় না। কেননা শতভাগ ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে ২নং ধারার বাস্তবায়ন লাগে। মহানবীর সাথে অন্য কাউকে তুলনা করা যাবে না কিংবা তাঁর স্থান দেওয়া যাবে না। বাংণলাদেশ হিন্দু রাষ্ট্র নয়, বাংলাদেশ খ্রীষ্টান রাষ্ট্রও নয়। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের দেওয়ানী আইনের পুরাটাই ইসলামী শরিয়াহ মোতাবেক।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

মনযূরুল হক বলেছেন: আপনার মন্তব্যের সাথে মোটামুটি একমত....তবে মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মুহামম্মদের একটি উক্তি মনে পড়ছে...সেটা হলো, ‍‍‌"পুরোপুরি ইসলামি আইন বাস্তবায়ন করা সবক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু এমন কোনো আইন আমরা করবো না, যা ইসলাম বিরোধী....."

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

এম. মাসুদ আলম. বলেছেন: মদিনার সনদ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

মনযূরুল হক বলেছেন: ভাই, উইকিপিডিয়ার এই লিংকটা কেন এড করলেন, বুঝকে পারছিনা...লিংকে কিছুই পেলাম না....

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

জহির উদদীন বলেছেন: গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের লোকজন মদিনা সনদ নিয়ে খুব লাফালাফি করতেছেন। যেমনঃ

কয়েকদিন আগেই আওয়ামী আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির মদিনা সনদ নিয়ে বিবৃতি দিয়েছেন। আজ স্বয়ং মন্ত্রী পর্যন্ত বলে ফেলেছেন, দেশ চলবে মদিনা সনদ অনুসারে।

হটাত করে মদিনা সনদের প্রতি তাঁদের ভালোবাসা কেন উপছে পড়লো এই নিয়ে ব্যাপক চিন্তায় পড়ে গেলাম। নিশ্চয়ই এর ভিতরে কোন রহস্য লুকায়িত আছে। অবশেষে যেটা আবিস্কার করলাম সেটা হলোঃ

“মদিনা সনদে মোট ৫৭ টি ধারা আছে। সেখানে বিভিন্ন গোত্রের ও ধর্মের মধ্যে সম্প্রীতিসহ বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ থাকলেও কোথাও তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লখে নাই।

তো এবার বিএনপি-জামাতের খবর আছে। কারণ তারা তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলে খুব লাফালাফি করতেছিলো। তো এবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেই তাঁদেরকে মদিনা সনদ অবমাননার মামলায় গ্রেপ্তার করে জেলে ঢুকানো হবে কারণ মদিনা সনদের কোথাও তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ নাই।

ইতিমধ্যে মাহমুদুর রহমানকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। সো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলার আগে বি কেয়ারফুল।

আওয়ামী লীগ আসলেই একটা সেইরাম বুদ্ধিমানদের দল।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

মনযূরুল হক বলেছেন: হতে পারে..ধন্যবাদ...

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

মনযূরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, আপু....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.