নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না..

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২

হেফাজতের লংমার্চে নিশ্চয়ই কয়েক কোটি টাকা খরচ হইছে...এখন একটা কোটি টাকা জোগার কইরা সাভারে পাঠাইলে কি হেফাজতের সমস্যা হইবো ?



এত বড় একটা মানবিক দাবি আমাদের সামনে, সেটা বাদ দিয়া আজ চট্টগ্রামে শানে রেসালাত সা. সম্মেলন করাটা কি ফরজ ছিলো...সম্মেলন স্থগিত ঘোষণা করে সম্মেলনের জন্য বাজেটের টাকাটা সভারে পাঠাইলে কি ইসলাম বরবাদ হইয়া যাইতো ?

কিছু ব্লাড ডোনেশন আর সংবাদপত্রের পতায় তার ছবি- এইটুকুই কি হেফাজতের করার ছিলো ?



লংমার্চের যাত্রীদের জন্য যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান পানি, খাবার কিংবা অর্থ দিয়া সাহায্য করেছেন, তাদের কলজে কি এখন শুকায়া গেছে ? এখন টাকা সব গেছে ফুরায়া, না ! পানি নারে ভাই, এখন রক্ত দরকার, মানুষের জন্য...



জুনায়েদ বাবুনগরী হুজুর এখনও কর্মসূচী নিয়ে ব্যস্ত, মানুষের জন্য একবারও কেন সাভারে আসেন না ?



ইসলামি আন্দোলন কই ? কই তাদের মুজাহিদ কমিটি ? পরের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য লিফলেট ছাপানোর টাকা আসে কোত্থেকে তোমাদের ? এখন কয়েক ট্রাক ওষুধ, গ্যাস সিলিন্ডার আর টর্চ পাঠাইতে পারো না ?



খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম, জমিয়াতুল উলামা, ইসলামি মোর্চা, ইসলামি সমমনা ১২ দল- সব রাজনীতি পাগল হুজুর কাথা মুড়ি দিয়া ঘুমায় । এই ১২-১৫টা দল মিলে ৫টা কোটি টাকা জোগার করার সাধ্য কি তাদের নাই ? নাকি ইসলাম হেফাজত করতে গিয়া সব খরচ হইয়া গেছে ?



হরতালে পুলিশের গুলিতে মইরা গেলে এরা শহীদ হয় । লংমার্চের জন্য হাঁটতে হাঁটতে শহীদ হওয়ার বাসনা এনাদের মাথায় গাঁথা থাকে, কিন্তু মানুষের জন্য এক ব্যাগ রক্ত দিতে গেলে, মানুষরে দেয়ালের নিচ থেইকা বের করতে গেলে চাপা মইরা যাবার কথা শুনলে এদের মগজ থেকে যে কত মাসআলা বাহির হয় !....



....কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি ছেড়ে দিলো আমার সেই কম্যুনিজমে বিশ্বসী ফুপাতো ভাই...তারপর একবার চোখ মুছে বললো, বিশ্বাস করেন ভাইয়া, এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না...বালের রাজনীতি করে এরা ?



আমি কইলাম, কামরুল, এত রাতে প্যাচাল পারিস না তো..ঘুমা অহন...কাল খুব ভোরে উইঠা সাভার যাইতে হইবো...সব কিছু রেডি করছস তো ?

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

স্বর্গীয় শয়তান বলেছেন: আমারও একই কথা, আপনার সাহবাগের বিরানির স্পন্সার কই? :|| :||

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

মনযূরুল হক বলেছেন: তাইতো...তাএল এবার হেফাজত-শাহবাগ বাদ কি বলেন...আগে মানুষ....

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

রানার ব্লগ বলেছেন: ভাই আমিও জিগাইছিলাম, হেফাজতি সমরথক রা এমন ভাব ধরল যেন তারাই উদ্ধার এঁর কাজ করতেছে।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

মনযূরুল হক বলেছেন: হ্যা, এখন অনেকেই করাতাছে..হয়তো ঠেলার চোটে...যাই হোক, কাজ তো হচ্ছে..মানুষ বাঁচলেই হয়....

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

মৃত মানব বলেছেন: হেফাজত ইসলাম যে সাভারের জন্য কিছু করছেনা এইটা আপনাকে কে বললো ??নাকি পার্টি অফিস খুলে কিংবা ব্যানার টাঙ্গায়া সাহায্য করতে হবে !!প্যাঁচাল পরে হবে এখন কাজের সময়রে ভাই।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

মনযূরুল হক বলেছেন: হ্যা, করছে..েএখন সবাই জানে...কেন ব্যানার টাঙ্গাইলে সমস্যা কি ?..এটার মধ্যেও তাকব্বুরি আছে নাকি...এখানে হেফাজত ফেস হচ্ছে না,,বরং বিরাট একটা সমাজ, যারা এতদিন অবহেলিত ছিলো, তারা ফেস হচ্ছে...এটার জন্যই প্রচারটা দরকার ভাই....

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

আকাশপানে বলেছেন: মুনতাসির, শাহরিয়ার মিয়া, সুলতানা আপা, টারানা আপি, মেনন তারা কই???
সুশীল মারায়??

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

মনযূরুল হক বলেছেন: তারা এখন টকশোতে ব্যস্ত !

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

নিয়েল হিমু বলেছেন: নরকিয় শয়তান @ শাহবাগে কে যে বিরানী দিল আর কে যে খাইল ভাই কিছুই বুঝলাম নারে গত ৮০দিন ঐখানে থাইকা নিজের টেকা যা গেছে গেছে গত পরশু এক ব্যাগ রক্তও গেছে শরির তে । এখন কবি কি কে শাহবাগে বিরানী স্পন্সর করছে ? /:)
কৈতে না পারলে ল্যান্জা আরো কয়েক দিন একটু কষ্ট কৈরা লুকায়া রাখ খা[][][] পো[][] X( X(

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০২

মনযূরুল হক বলেছেন: চেইত্যেন না ভাই..এখন চেতনের সময় না....আল্লাহ আপনার কাজের প্রতিদান দেবেন...মানুষ যা বলুক, তাতে কিছু যায় আসে না....

৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

গ্রামের মানুষ বলেছেন: ....কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি ছেড়ে দিলো আমার সেই কম্যুনিজমে বিশ্বসী ফুপাতো ভাই...তারপর একবার চোখ মুছে বললো, বিশ্বাস করেন ভাইয়া, এর লাইগ্যা আমার হুজুর চোখে দেখতে ইচ্ছা করে না...বালের রাজনীতি করে এরা ?

জানতে চাই, কমুনিষ্টরাই বা কোন বালডা ছিড়তাছে এই সময়???

মুরগী দিয়া ডিনার মাইরা আইসা আটকে পড়াদের ক্ষুধার কষ্ট মনে কইরা চোখের পানি ফেলাইয়া দায়িত্ব পালন করেন।

হুজুর দেখলে গা পোড়ানোর কথা তো শয়তানের, ভালো মানুষের না। হুজুরগো জন্যই তো দেশটারে রাশিয়া বানানো যাইতেছেনা তাই না।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

মনযূরুল হক বলেছেন: মোটামুটি একমত...তবে কথা আছে..আমাদের দোষও কম নয়...সেগুলো নিজেদের সমালোচনার মাধ্যমে সমাধান করা দরকার...অন্য কেউ বলার আগেই....ধন্যবাদ

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

আহমেদ রিজভী বলেছেন: কমিউনিষ্টদের জন্য আমার অন্তরে কোন দয়া নাই । যাদের মতবাদই হল খতম কর তাদের আবার মানুষের জন্য কান্না ! আরে ভাই ঐ আবালটারে একবার জিগাইলেন না কমিউনিজমের নামে শয়তানের আদর্শে বিশ্বাসীরা পৃথিবীর বুকে কত লাখ বনী আদমরে বলী দিছে ?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

মনযূরুল হক বলেছেন: অরে আমি সকাল সন্ধ্যা ধূনি দেই...কিন্তু মাঝেমধ্যে কিছু হাছা কথা কয়, যেটা আমাগো যায় লাগলেও, কথা সত্য...ওদের সমালোচনা দেখলে নিজেরা সোজা হওয়া সহজ...

৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০

নয়ামুখ বলেছেন: রানা প্লাজার ভিতিরে মানুষ পেলেন কই । ভবন ধ্বসের আগেইতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বের করে নিয়ে গেছেন । শুধু মূল্যবান জিনিস পত্র সরাতে কিছু লোক ওখানে ঢুকেছিল । প্রধানমন্ত্রীর ভাষায় ওদের বড়জোরে আপন চোর বলতে পারেন ।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২

মনযূরুল হক বলেছেন: গভর্নমেন্টের কথা কয়া লাভ নাই....অক্সিজেন দিতেও রুল লাগে ওদের....

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

হাই ্পীড বলেছেন: হুজুর দেখলেই চুলকায় ?

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

মনযূরুল হক বলেছেন: উচিত না, এটা একদম অনুচিত..দেশে এত পাগলা মলম থাকতে এ রোগের বিস্তার হোক, এটা কিছুতেই হতে পারে না....

১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

স্বর্গীয় শয়তান বলেছেন: নিয়েল হিমু বলেছেন: নরকিয় শয়তান @ শাহবাগে কে যে বিরানী দিল আর কে যে খাইল ভাই কিছুই বুঝলাম নারে গত ৮০দিন ঐখানে থাইকা নিজের টেকা যা গেছে গেছে গত পরশু এক ব্যাগ রক্তও গেছে শরির তে । এখন কবি কি কে শাহবাগে বিরানী স্পন্সর করছে ?


ভাই, সাহবাগের ঘটনা জানেনা এমন কেউই নাই। হুদাই সাহবাগিও যোদ্ধা সাঁজার কোন মানে নাই :D । কথা বলার স্টাইল দেখলেই বুঝি, come from বস্তি । :-P
এক ব্যগ রক্ত দিয়ে সাভার উদ্ধার করে ফেলেননি ( যদিও জারজের রক্ত ), আর যারা করছে তারা আজান দিয়ে সবাইকে জানাচ্ছে না, ব্লগার মৃন্ময় ভাইকেই দেখেন ।
so, don't try to be হাইদ্দা মাীর পোলা

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

মনযূরুল হক বলেছেন: ভাই, কেন এত তেনা প্যাচান ?...দূরে যাইয়া কন...

১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

নিয়েল হিমু বলেছেন: শয়তান @ ভাল মানুষ মৃন্ময় দার নাম মুখে নিছিশ তাই কথা একটু কম শুনবি আমার কাছ থিকা ।
শয়তান তো শয়তানই থাকে আল কুরান হাতে নিলেও চুইদি কোনদিন যেমন হুজুর হবে না তুইও হবি না মানুষ ।
তো বলছ না শাহবাগ বিরানীর স্পন্সর কে করছে ? তারে গিয়া ধরি যাতে কিছু টাকা দেয় সাভার ফান্ডে , তর পিলিজ লাগে ভাইরে নাম বল । সাভারের জন্য এখন আমাদের অনেক টাকার দরকার ।
আর শোন যতই বলিশ তোর বাপ দের (চুইদি গোয়া গং) বাচাইতে পারবি না বুঝলি ? ইনশাআল্লাহ ঝুলানো হবেই হবে এবার । নিজের খায়া শাহবাগ পৈরা থাকি আমাদের কে কেউ ভারা কৈরা নেয় না । শাহবাগ না গেলে দুপুরের খাবার বন্ধ এমন কোন ভিতি আমাদের দেখানো হয় না ।
ভারা করা দুরে গিয়া মর X( X( X(

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

মনযূরুল হক বলেছেন: নিজের গর্ব নিজেই করলে বাকি থাকলো কি ? তেনা প্যাচানো বাদ দিয়া আবার কাজে নামেন...

১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

স্বর্গীয় শয়তান বলেছেন: @ নিয়েল হিমুতোর সাইদী আব্বার নাম নেস ক্যন?
তুই কি সাইদীর জারজ রে? সাইদীর কথা বাদ দিয়া, সংগ্রাম নামক ল্যদানি বাদ দিয়া দেশের জন্য কিছু কর।

@ লেখক, ভাল কথা বলেসিস ।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৩

মনযূরুল হক বলেছেন: ভাই রে, কেন তুই ব্লগটারে এইসব বইলা নোংরা করিস...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.