নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ? কাণ্ডারি বলো মরিছে মানুষ...

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

কোন বেজন্মা কয় রে এইটা আল্লাহর গজব ? ও তো মানুষ না । অরে হুজুর-আলেম কয় কোন হারামির বাচ্চা ?



আহমদ শফী সাহেব হুজুর এখন গর্জে ওঠেন না কেন ? ইসলামি নেতৃবৃন্দ এখন কেন বলেন না, যারা এতদিন নারী অধিকারের নাম করে গ্রামের অবলা মেয়েদের গার্মেন্টসে টেনে আনছো, তারা ওদের লাঞ্চনা ছাড়া আর কী দিছো ? কয় টাকা বেতন দিছো ওদের ? মালিকদের এক বেলা বুফের ভোজন পরিমাণ টাকা মাস শেষে ওদের হাতে দেও নাই । বছর বছর তাজরীন আর রানা প্লাজার মতো হত্যাকাণ্ড ঘটায়া শ্রমিক নারীদের পিষে মারছো । আর নয় পুঁজিবাদী দাদারা । এবার সেই শ্রমিকদের নিয়ে লড়াই শুরু করবো আমরা । কেন লংমার্চের মতো লক্ষ জনতা নিয়ে পুঁজিবাদীদের কলার ধরে রাস্তায় ফালায়া পিটায় না কেন হেফাজত ?



কিসের হেফাজত-শাহবাগ এখন ? কিসের দল মত ? কিসের ব্যানার ফেস্টুন ?



হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ?

কাণ্ডারি বলো মরিছে মানুষ সন্তান মোর মার ।



আমরা বাংলাদেশি নিপীড়িত মানুষ । যুগ যুগ ধরে নির্যাতিত এই শ্রমিকেরা আমার ভাই । আমার রক্তের বোন । ওদের গায়ের রক্ত পানি করে বানানো পোশাকে আমি লজ্জা নিবারণ করি । আমি সেই পোশাক গায়ে দিয়ে হুজুর সাজি, সাহেব সাজি ।



মসজিদের ইমামরা নীরব কেন ? আজ জুমার দিন কেবল দোয়ার ফুলকি উড়িয়েই আপনার কম্ম শেষ ? কেন মুসল্লিদের কাছে হাত পেতে কয়টা পয়সা তুলতে পারলেন না ওদের সাহায্যের জন্য ? শরম লাগে ? মসজিদের টাইলস পাকা করার সময় আপনার ভণ্ডামি মার্কা এই শরম কই থাকে ?



যাদের উদ্ধার করা গেছে, তাদের চিকাৎসায় আরো লক্ষ কোটি টাকা দরকার । সরকার বিশ হাজার টাকা দিয়া সটকে পড়তে চায় । ধরো সরকারকে । প্রত্যেক নিহত পরিবারের ভরণ পেষণ, প্রত্যেক রোগির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সব খরচ না দেয়ার আগে যেন গদিও ছাড়তে না পারে এরা ।



জাগো মানুষ । সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।



(সকালে স্ট্যাটাস দেইখা বহু হেফাজতি বন্ধুরা আমাকে গালি দিছেন…তাদের কাছে প্রশ্ন করি, রানা প্লাজা ধ্বসে যাওয়ার পরে আপনাদের ফেনী সমাবেশ হলো, সেখানে সাভারের শ্রমিকদের উদ্দেশ্যে কী ভূমিকা রেখেছেন আপনারা ? আজ চট্টগ্রামের সম্মেলনে তাদের জন্য কয়টা পয়সা তুলেছেন ? আমি মূর্খ । দয়া করে আমাকে একটু জ্ঞান দিন ।)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২২

বাঘা তেঁতুল বলেছেন: বড় বড় নদী থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখার সৃষ্টি হবে এটাই প্রকৃতির নিয়ম । =p~

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

মনযূরুল হক বলেছেন: আর সেই শাখা প্রশাখা বেয়ে কুমির আসবে ধেয়ে...

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

গোবর গণেশ বলেছেন: সরকার বিশ হাজার টাকা দিয়া সটকে পড়তে চায় । ধরো সরকারকে । প্রত্যেক নিহত পরিবারের ভরণ পেষণ, প্রত্যেক রোগির সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সব খরচ না দেয়ার আগে যেন গদিও ছাড়তে না পারে এরা ।

প্রত্যেক নিহতের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ আর আহতদের প্রত্যেককে কমপক্ষে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক।

এই দাবীতে একমত।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

মনযূরুল হক বলেছেন: সহমত....

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

সাবাব ইকবাল বলেছেন: we don't need sex because we are being fucked by our government everyday...

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

মনযূরুল হক বলেছেন: গভর্নমেন্টের উপর এত ক্ষেইপা কী লাভ ভাই...আমরাই তো জেগে উঠি না....

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

ধূসর পানিপোকা বলেছেন: একমাত্র পশুই বলতে পারে এটা খোদার শাস্তি ।তবে এ বক্তব্যকে সমর্থনের লোকও কম না ।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

মনযূরুল হক বলেছেন: আমি এভাবে বলতে পারি যে, বিল্ডিং কোড না মেনে এই যে আমরা বছরের পর বছর ধরে মানুষের জীবন নিয়ে খেলতামাশা করে ফায়দা লুটছি...লোভে পড়ে...এটা এই লোভী ও অসচেতন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট এক সতর্কবার্তা...

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

টেকনিসিয়ান বলেছেন: আমারও একই কথা.........
চট্টগ্রামের সম্মেলনে তাদের জন্য কয়টা পয়সা তুলেছেন ? আমি মূর্খ । দয়া করে আমাকে একটু জ্ঞান দিন ।

সমাবেশ করে যাওয়ার সময় ইসলামিয়া হাট ও হাটহাজারী বাস স্টেশনে মাজারে হামলা করে গেল এই হেফাজতকারীরা।

Click This Link

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মনযূরুল হক বলেছেন: যারা হামলা করেছে, তারা নিন্দনীয় কাজ করেছে...তবে আমি যতটুকু জেনেছি, হেফাজতের উপরও কিন্তু লীগের ও মাজরের লোকেরা হামলা করেছে..আর আমার এই ব্লগ লেখার পরে হেফাজতের বহুকর্মীকে উদ্ধার কাজে অংশগ্রহণ করতেও দেখা গেছে...তাদের সাধুবাদ জানাই...

৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

বাঙলি বলেছেন: নষ্ট বা নাস্তিক যাই বলা হোক না কেন, মানুষই বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়, তাদের উদ্ধার করে। শকুনরা অপেক্ষায় থাকে কখন মৃত্যু হবে আর সেগুলো খুবলে খুবলে খাবে।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

মনযূরুল হক বলেছেন: নইলে যে মানুষ আর পশুতে তফাত থাকে না...

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

রাইসুল সাগর বলেছেন: ভাই এসব ধর্মব্যাবসায়ীদের কথা বলে লাভ নাই। আমরা আমাদের কাজ করি।মানুষ মানুষের জন্য এই স্লোগান নিয়ে।যেখানে সয়ং আল্লহতালা বলেছেন, তুমি অসহায়,নিপিড়িত মানুষের জন্য কাজ করো তবেই আমার জন্য করা হবে। এই তথাকথিত ধর্মব্যাবসায়ীরা নিজেদের ফায়দা আদায়ের জন্যই সাধারন ধর্মপ্রান মানুষদের ব্যাবহার করে। অতএব এদের কথা বলে নিজের মান নষ্ট করার কোন মানে নাই।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

মনযূরুল হক বলেছেন: “তথাকথিত ধর্মব্যাবসায়ীরা নিজেদের ফায়দা আদায়ের জন্যই সাধারন ধর্মপ্রান মানুষদের ব্যাবহার করে”- আপনার সাথে একমত । তবে শর্ত হলো এই ‘তথাকথিত’ কে, তাদের চিনতে হবে...ঢালাওভাবে সবাইকে তথাকথিত বলার পক্ষে আমি না...

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

কে বা কারা বলেছেন: ভাইজান, হেফাজতের লোকেরাই প্রথম ধাক্কায় এক হাজার ব্যাগ রক্ত দিয়েছে। আর হিন্দু-মুসলিম বিভাজনের কথা আপনার মুখেই শুনলাম।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

মনযূরুল হক বলেছেন: হেফাজতের রক্ত দেয়ার কথা আমি এর আগের ব্লগে বলেছি..আর হিন্দু-মুসলিম বিভাজন নয়, এটা একটা প্রতীকি রূপ...আমি তো এখানে কারো বদনাম করি নি..শুধু জেগে ওঠার প্রয়োজনে যা বলেছি....

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

বইয়ের পোকা বলেছেন: আসুন সবাই একযোগে ষ্ট্যাটাস দেই .

রক্তখাদক রানার পক্ষে যে আইনজীবি আদালতে দাড়াবে তাকেও রানাকে সহযোগিতার অপরাধে দায়ী করা হবে ।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

মনযূরুল হক বলেছেন: সহমত

১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

মেকগাইভার বলেছেন: হিন্দু-মুসলিম বিভাজনের কথা আপনার মুখেই শুনলাম

আপনে এই ব্লগের কলংক।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

মনযূরুল হক বলেছেন: ভাইরে এটা প্রতিকী কবিতা...হিন্দু-মুসলিম বিভাজনের কথা উদ্দেশ্য নয়...গজবওয়ালাদেরকে উদেশ্যে করে বলা...

১১| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৩৩

আশফাক সুমন বলেছেন: ভালো পোস্ট ।

++++++++

০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৪

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.