নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

হেফাজত-শাহবাগ একসঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে কর্মসূচী ঘোষণা করেছে...ভাই, আমি প্রলাপ বকছি না তো ?.....

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

“ধ্বংসস্তুপে উদ্ধারকাজে ঘাম ঝরিয়ে যাচ্ছে গণজাগরণ মঞ্চের স্বেচ্ছাসেবক, হেফাজতে ইসলামের স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা।

হঠাৎ করে হেফাজতে ইসলামের একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়লেন । গণজাগরণ মঞ্চের একজন চিকিৎসক তাকে অক্সিজেন দিলেন, স্যালাইন দিলেন । উনার পাঞ্জাবি ঘামে ভিজে গেছে, তাই তাকে পরিষ্কার একটি গেঞ্জি দিল গণজাগরণ মঞ্চের স্বেচ্ছাসেবক । এই গেঞ্জি পাঠিয়েছেন ইরেশ ভাই- তার বুকের উপর লেখা- 'শাহবাগ প্রতিবাদ', পিঠে একাত্তরের মুক্তযুদ্ধকালীন পোস্টার । শাহবাগের পোশাক পরতে তার বাঁধেনি, কারণ শাহবাগের এই মানবতাবাদী কবিদের চিনেছে তারা। এরাই সত্যিকারের মানুষ ।”



ঘটনা সত্য । ঘটনা ঘটেছে পরশু রাত দুইটায় । আমার বন্ধু মশিউর রহমান সাব্বির গতকাল তার স্ট্যাটাসে এই তথ্য শেয়ার করেছে ।



আমি তাকে কমেন্ট করেছিলাম, হেফাজতের ভাইদেরকেও তার মানুষ মনে হয়েছে কি না । সে জবাব দিলো ‘এরাই’ শব্দের মধ্যে হেফাজতকেও ইনক্লুড করা হয়েছে....



তাহলে যদি এইবার আমি হেফাজত ও শাহবাগের একসাথে কর্মসূচী চাই, সেটা কি পাগলের প্রলাপ হয়ে যাবে ?



শাহবাগরে হেফাজত চট্টগ্রাম যাইতে দেয় নাই, শাহবাগও হেফাজতের লংমার্চে বাগড়া দিছে । হেফাজত ইমরানের লগে সংলাপে রাজি হয়নাই, ইমরানও হেফাজতের রক্তে গোসল করতে চাইছে- এই তেনা প্যাচানি এখন বাদ দেন । তারা নিজেরাই এইটা ভুইলা গেছে । সো আমাদের ভুলতে সমস্যা কোথায় !



শাহবাগ স্পষ্ট বলছে, তারা কোনো ধর্মের বিরুদ্ধে নামে নাই, ধর্মকে শ্রদ্ধা করে । আপত্তিকর ব্লগারদের তেমন কেউই এখন শাহবাগের নেতৃত্বে নাই । জামায়াতরে নিয়া তাদের ঝামেলা আছে । সেটা হেফাজতের মোটেও কম না । সো হেফাজতের ১৩ দফায় তাদের এলার্জি থাকার কথা না ।



হেফাজত পরিষ্কার করছে, জামায়াতের সহযোগী না কয়া গুলি খাইয়া মইরা যাওয়া তাদের জন্য ভালো । মুক্তিযুদ্ধের চেতনা নিয়া তাদের কোনো চুলকানি নাই । হাটহাজারি ৭১- এ মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো । যুদ্ধাপরাধীদের বিচার তারাও প্রাণপণে কামনা করে । সো শাহবাগের দাবি দাওয়া যোগ করে তাদের দফা আরো কয়েকটা বাড়ায়া নিলে অসুবিধা কি !



প্রয়োজনে তারা নিজেদের মধ্যে আরো আলাপ আলোচনা কইরা নিক । শাপলা চত্বর আর শাহবাগের মাঝখানে কাকরাইলের ভিআইপি রোডে বইসাই করুক…নইলে দুদকের অফিসের বারান্দায়…নইলে শেরাটন-সোনারগাঁওতেই করুক না, সমস্যা কি ? টাকা তো আমগো জনগণেরই…আর না হয় রানার ধ্বংসস্তুপের উপরে বইসাই সেটা সাইরা ফালাক..নইলে যা মন চায় করুক…নইলে মরুক…



সন্দেহ নেই শাহবাগ এদেশের তরুণদের একপ্লাটফর্মে দাঁড় করাইছে । বিরাট জাগরণের সূচনা করছে । হেফাজতও কম খেলা দেখায় নাই । ধর্মীয় চেতনার বিশাল জনতা নিয়া সারা বংলাদেশকে একটা ঝাঁকুনি দিছে ।



তো.....সো....কিউরিয়াস মাইন্ডেড আই ওয়ান্ট টু নো- সমস্যা কোথায় ?



আর কতকাল আমরা ওই দুই বুড়ির পশ্চাদদেশের আন্দোলন দেখমু....কতকাল আর দুর্ণীতিতে চ্যাম্পিয়ন হমু....

রসাতলে যাওয়া দেশটাকে উদ্ধার করার এইটাই কি উপযুক্ত সময় নয় ? সাভারে উদ্ধারকাজের অভিজ্ঞতার ছিটোফোঁটাও কি দেশ উদ্ধারের কাজে লাগবে না ? আরো আবেগী ভাষায় কী কী কইতে হয়, আমি ঠিক গুছায়া কইতে পারতাছি না…আমার চোখ ভিজা যাইতেছে…



শুধু স্বপ্ন দেখতেছি, যদি শাহবাগ-হেফাজত এক হয়...এক হয়....এক হয়ে গেছে....কে কয় কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ....বাংলাদেশে কি বেহেশতের হিমেল বাতাস বইছে না ! আমি কি রাস্তায় রাস্তায়, লাখো মানুষের কোলাহলে, শাহবাগে কিংবা মতিঝিলে সুখের চিৎকারে গলা ফাটায়া শহীদ হইতে পারমু না !



শাহীনা..শাহীনা..বলো, তোমার আত্মা আজ আর কি বলে আমাদের ?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

মামুন বিদ্রোহী বলেছেন: হেফাজতি গুজুররা আর কত কাল এই তরুনদের ভুল বোঝাবে। তারা তো এদেশেরই হুজুর। আফগান বা পাকিস্তানের নয়। তাই ভুল ভাঙতেও সময় লাগবে না।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

মনযূরুল হক বলেছেন: এই ভুল বোঝাবুঝির অবসান হোক...কেউ কি নেই...কেউ কি নেই ?,,,

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: শান্তিতে সব কাজের নেই কোন ক্ষতি
মিলে মিশে দেশ গড়া ও সেবা সুন্দর হয় যদি ।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৩১

মনযূরুল হক বলেছেন: আপনার কবিতায় প্রীত হলাম....

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

আব্দুল্লাহ নাটোর বলেছেন: শেষ কথা দিয়া শুরু করি একটু আগে একটা পোস্ট দেখলাম ভাই সাহিনা নাকি জীবিত ? আল্লাহ্‌ তাঁকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।


অনেক সুন্দর বলছেন। কিন্তু কিছু অন্ধ দালাল আর চাটুকার আছে এরাই যত ঝামেলা আর বিভেদ সৃষ্টি করে, আগে এদের নিরমুল করা উচিত।

০২ রা মে, ২০১৩ রাত ১১:২৮

মনযূরুল হক বলেছেন: কারা বলেছে জানি না...কিন্তু আমি জানি সে নেই....বা িকথার মাথে সহমত...

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

অবহেলায় নিঃশেষ বলেছেন: কে বলেছে শাহাবাগের নেতৃতে বিতর্কিত কেউ নাই? পিয়াল কি? সে কি সর্বসম্মত?

এই কয় দিনে পিয়ালের ফেসবুক স্যাটাস দেখছেন?

০২ রা মে, ২০১৩ রাত ১১:০৬

মনযূরুল হক বলেছেন: এক হওয়ার আলোচনায় এসব খুটিনাটি বিষয় আসতে পারে...তবে পিয়াল টাইপ লোকদের বাইরে না রেখে সাথে রাখার পক্ষে আমি...তাতে সামনে বসে অপরাধ করলে ধরা যাবে.....পিছনে কিছু করতে চাইলে দল ছেড়ে পালাতে হবে....

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

মুণণা বলেছেন: ছোটবেলা আমরা সরল অঙ্ক করেছি। আজকে ও এমন ই একটা সরল অঙ্ক ... ২+২ = ৪।

আমরা কি চাই ? শান্তি চাই .. ঠিক ..? শান্তি বিনষ্ট কে করে ... যার ক্ষমতা আছে। ... ক্ষমতা কার আছে? ... তো এখন সরল এর উত্তর হলো ... অপরাধ আর ক্ষতি সে ই করতে পারে যার ক্ষমতা আছে. তো ক্ষমতায় যারা নাই তাদের তেমন ক্ষতি করার ও তেমন কোনো উপায় নাই.

সবার এখন এক হবার সময় এসেছে... দেশ এর ক্ষতিকারক ক্ষমতাধর কীট পতঙ্গ গুলা উপরে ফেলে দিতে হবে.

নিজের নিজেরা মারামারি কাটাকাটি কর্রলে হবে না ভাই.... দুর্নীতি গুলা আর দুর্নিতিবাজ গুলা ধরে দেশ থেকে বের করে দেন দেখবেন কোনো কোলাহল থাকবেনা।


০২ রা মে, ২০১৩ রাত ১১:০৪

মনযূরুল হক বলেছেন: সব স্বপ্ন যদি সত্য হতো....তাহলে আর ............................

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

এই আমি সেই আমি বলেছেন: হেফাজতিরা যদি গনজাগরনের কাউকে হাতের কাছে পাইত । গণজাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলামের আন্দোলনের এদিক সেদিক । (আপডেট) ।

০২ রা মে, ২০১৩ রাত ১১:০১

মনযূরুল হক বলেছেন: ভাই, সময় করে পড়ে নেবো...

৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

এম এম হোসাইন বলেছেন: ১০০% সহমত। +++++++++++

০২ রা মে, ২০১৩ রাত ১০:৫৯

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.