![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অন্তত আর সন্দেহ নেই যে, এটা হবেই হবে ।
কে দায়ী সে প্রশ্ন করলে এক কথায় বলবো, যারা দায়িত্ববান ছিলো, তারা সবাই দায়ী ।
যারা আজ এত বড় গণহত্যার সংবাদে উল্লাস প্রকাশ করছেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার তেমন প্রশ্ন না থাকলেও, তারা যে অপরিণামদর্শী এবং অদূরদর্শী- সন্দেহ নেই...
যারা হামলা করেছে মতিঝিলে, তাদেরও লজিক আছে । তারা তাৎক্ষণিক সমাধান চেয়েছেন । সাথে আছে আদর্শের জযবা...
যারা পাটকেল ছুঁড়ে প্রতিহত করতে যেয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন, তাদেরও লজিক আছে । সাথে আছে ধর্মের অনুরাগ..
আমার বিশ্বাস মিথস্ক্রিয়ায় আক্রান্ত দুই দলই ।
একদল পাওয়াফুল । তারা পাওয়ার প্রয়োগ করেছে । অন্যদলের পাওয়ার নেই । তারা পাওয়ার অর্জনের শেষ চেষ্টা এখন করবে...অনেকেই অস্ত্রের তালাশে নামবে এখন...নামছে বৈকি ! গোপন পথে অস্ত্রের সন্ধানে নেমেছে একসময়ের সাধারণ গুলির শব্দে ভয় পাওয়া মানুষ....
আপনি বলবেন, হ, দেখমু । অরা কদ্দুর পারে ।
আমি বলবো, কবে দেখবেন ? বিশ্বের বহুদেশের জঙ্গীবাদের উত্থানটা এভাবেই দেখমু কইয়াই শুরু হইছে । পাকিস্তানের পারভেজ মোশারফ এমেরিকার পা পর্যন্ত চেটেছে এই দেখমু কইয়া । ক্ষমতার পালাবদলে কারা তারে দেখে বলেন তো ?
আমি জানি না, কারা কি চেয়েছিলো...তবে সেই দল সফল হয়েছে যারা আগামি চল্লিশ বছরের জন্য দেশটাকে অশান্ত রাখতে চেয়েছিলো...
আমি অনেক কিছুই হাতে কলমে জানি...যেখানেই বলতে যাই, তার পরদিন আমাকে জঙ্গী বা রাজাকার বা সন্ত্রাসী বা বিদেশী গোয়েন্দা বলে নিশ্চিত আটক করবে...শুধুর অবলা নারীর মতো এখন অশ্রু ফেলবো আমি.....আমার সামনে ক্রুর হাসিতে মাতবে দেশের, ধর্মের, মানবতার সবচেয়ে বড় শত্রুরা...আমি শুধু চোখের জল মুছে যাবো....
এই জন্যই চেয়েছিলাম, শাহবাগ আর হেফাজতের মিলন হোক...প্রধান দুই দলের মিলনের কোনো দরকার নেই...দুইদলের ভাওতাবাজির বাইরে এসে সত্যিকারের দেশপ্রেম দেখিয়েছে সাধারণ মানুষেরএই শাহাবাগ আর হেফাজত...
কিন্তু হলো উল্টোটা...দুইদল সমঝোতায় ঠিকই নির্বাচনে যেতে চাইবে..কিন্তু তার আগে আরেক কোটালিপড়া হবে..আবর লালপতাকা জাগবে...জাগবে জনযুদ্ধ..জাগবে হরকত.....না না, এরা কেউ না..তবে যারা জাগবে, তারা এদেরই মতো ধ্বংসের উন্মাদনায় আদর্শের মিথস্ক্রিয়ায় আক্রান্ত জঙ্গী....
বিশ্বাস করুন, আর সময় নেই...এবার জঙ্গীবাদের উত্থান ঘটবেই, ঘটবেই, ঘটবেই ঘটবে....
বিশ্বাস না হলে অপেক্ষায় থাকুন....
০৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৭
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..
২| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৪
ল্যাটিচুড বলেছেন: ১০০% সহমত।
০৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৮
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...কিন্তু ভাই, সহমত না বলে, আমার না বলা কথাট যদি বলে দিতেন, তাইলে আমি একটু বাঁচতাম....
৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৪৯
আবরার রুমী বলেছেন: পরিনাম একটাই,,,গৃহযুদ্ধ !!
০৭ ই মে, ২০১৩ রাত ১:০২
মনযূরুল হক বলেছেন: হ্যা, ভাই...আমি জানি অনেকেই আমার কথা উড়িয়ে দেবে...কিন্তু আমি রাস্তায় রাস্তায় হেটে হেটে দেখছি, তারা অস্ত্র চায়...সরকারকে নয়, পাশের বাড়ির ভাইকে মারার জন্য...যার সাথে তার মতের মিল নেই....
৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৫০
বোকা ইনদুর বলেছেন: দেশটাকে রক্ষা করো প্রভু
০৭ ই মে, ২০১৩ রাত ১:০২
মনযূরুল হক বলেছেন: রক্ষা করো প্রতিপালক...
৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:৫১
মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৭ ই মে, ২০১৩ রাত ১:০৩
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...যদিও চিহ্নের মনে বুঝি নাই...
৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১:০৬
সত্য কথা বলি বলেছেন: "প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত ক্রিয়া আছে" যারা আজ নিজেদের বিজয় মনে করছে, তাদের বিজয় খুব শীঘ্রই অভিশাপ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। যারা নিরীহ মানুষকে গণহত্যা চালিয়ে উল্লাস করে, এই পৃথিবী তাদেরকে আশ্রয় দিবে বলে মনে হয়না !
০৭ ই মে, ২০১৩ রাত ১:১৫
মনযূরুল হক বলেছেন: পৃথিবীর কোনো দায়বোধ নেই...পৃথিবী কেবল তার তিনভাগ জলের জোয়ার ভাটায় বিশ্বাসী...
৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১:০৯
বাংলার হাসান বলেছেন: সহমত।
০৭ ই মে, ২০১৩ রাত ১:১৫
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...
৮| ০৭ ই মে, ২০১৩ রাত ১:১৩
আব্দুল হালিম মিয়া বলেছেন: ভালো বলেছেন, লেখার বক্তব্যের সাথে একমত, তবে এরকম যেন না ঘটে এ কামনা করি।
০৭ ই মে, ২০১৩ রাত ১:১৮
মনযূরুল হক বলেছেন: ‘‘এরকম যেন না ঘটে’’-
কথাটা কেমন হলো, ভাই...কবে যেন আর না ঘটে, সেটা বুঝিয়ে বললে ভালো হতো না ! আমি তো ৪২ বছর আগের কথা বলি নি, গতরাতের ঘটনার প্রতিক্রিয়া বলেছি....
৯| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাধারন মানুষ না, ক ছাগুরা।
০৭ ই মে, ২০১৩ রাত ১:২৯
মনযূরুল হক বলেছেন: জি, বললাম, ছাগুরা..খুশি তো...! মানুষকে যারা ছাগু বলে, তারাও মানুষ...মানতে হবে, কারণ পাওয়ার....
১০| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৩১
নষ্ট ছেলে বলেছেন: ভালোই তো আমরা নিয়মিত আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হব!
০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৬
মনযূরুল হক বলেছেন: হা হা হা....
১১| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৪৬
নতুন বলেছেন: মানুষ তো এখন সবই রাজনিতিক কমী` হইয়া যাইতেছে...
নিজের দলের মন্দ কিছুর বিপক্ষে কেওই জাবেনা...
সব সাথ`বাদী এক সাথে যুদ্ধ শুরু করলে সব রকমের হাতিয়ার ব্যবহার করবে...
আর সাধারন মানুষ প্রান হারাবে..
০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৭
মনযূরুল হক বলেছেন: কোথাও কেউ নেই.....মানুষ নেই....
১২| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৫১
মরু বালক বলেছেন:
আমি জানি না, কারা কি চেয়েছিলো...তবে সেই দল সফল হয়েছে যারা আগামি চল্লিশ বছরের জন্য দেশটাকে অশান্ত রাখতে চেয়েছিলো...
সহমত
..........
আমি যেখানে থাকি, সেখানে মাঝে মাঝে মিছিল, মারামারি এবং দু ধর্মের দাঙ্গা পর্যন্ত হয়।
তখন টিভিতে সারাটা সময় দেশাত্মবোধক গান চলে, দু একজন নতুন উপস্থাপক দেখা যায়। তারা সব সময় দেশের অখণ্ডতার কথা, ঐক্যের কথা, একি মায়ের সন্তান বলে সম্বোধন করে।
এমনকি শিশুদের সরাসরি স্টুডিওতে এনে দেশপ্রেম শেখানো হয়, দেশাত্মবোধক গান গাওয়ানো হয়।
....
টকশোতে প্রধান আলোচ্য দিক থাকে, কিভাবে সমাধান করা যায়।
সবার করনীয় দিক গুলো উঠে আসে।
এসব করা হয় মিছিল মিটিং হামলা থামানোর জন্য।
.................................................................
আমাদের টিভি গুলো উস্কানি, বিভেদ তৈরি, মতাদর্শের দিকে ঝুঁকে থাকে।
০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৮
মনযূরুল হক বলেছেন: "আমাদের টিভি গুলো উস্কানি, বিভেদ তৈরি, মতাদর্শের দিকে ঝুঁকে থাকে।"................সহমত....
কোথায় থাকেন ভাই...বললেন না তো /?
১৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৫৩
নাজ_সাদাত বলেছেন: বাস্তব পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলেই আমার ও মনে হচ্ছে।
০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৯
মনযূরুল হক বলেছেন: কোনো উপায় কি নেই, আপু....?
১৪| ০৭ ই মে, ২০১৩ রাত ২:০০
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনার লেখার সাথে অনেকটাই একমত। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কর্মকান্ডই জঙ্গিবাদ উত্থানের পক্ষে সহায়ক ভূমিকা পালন করছে। তারা কেউ বুঝতে পারছে না যে একবার জঙ্গিবাদের উত্থান হলে দুই দলেরই কচুকাটা হয়ে যাবে। আর দেশের তো বারটা বাজবেই। বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে হলে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই করাপশন থেকে বের হয়ে আসতে হবে এবং দলের মধ্যে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই দুই দলের মধ্যে কোন গনতন্ত্রই নাই। এরা গনতন্ত্র কিভাবে লালন করবে। একটা গনতান্ত্রিক আওয়ামী লীগ এবং একটা গনতান্ত্রিক বিএনপিই পারে দেশকে বদলে দিতে।
০৮ ই মে, ২০১৩ রাত ১২:১১
মনযূরুল হক বলেছেন: আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কর্মকান্ডই জঙ্গিবাদ উত্থানের পক্ষে সহায়ক ভূমিকা পালন করছে। তারা কেউ বুঝতে পারছে না যে একবার জঙ্গিবাদের উত্থান হলে দুই দলেরই কচুকাটা হয়ে যাবে। আর দেশের তো বারটা বাজবেই.......
বাজবেই...না, বাজছেই ?
১৫| ০৭ ই মে, ২০১৩ রাত ২:১১
হযবরল আমি বলেছেন: উপরে আমুব্লগের এক হনু ল্যাদায় গেল। হনুরা ল্যাদাবেই। হনুদের ল্যাদানীর গন্ধ দুর করতেই এখন আপনার এই থিওরীর বাস্তবায়ন হবে, সেটা আমি আজ সকাল থেকেই উপলবদ্ধি করছি।
০৮ ই মে, ২০১৩ রাত ১২:১৩
মনযূরুল হক বলেছেন: আপনার উপলব্ধি বাস্তবায়ন না হোক, এটাই কাম্য....
১৬| ০৭ ই মে, ২০১৩ ভোর ৬:২৬
ওবায়েদুল আকবর বলেছেন: সমস্যাটা কোথায় জানেন? অসীম সময় ধরে ক্ষমতা আকড়ে থাকার বাসনা আর তরুণ সমাজের অল্প সময়ে অগাধ সম্পত্তি লাভের আকাঙ্খা। এই দুইয়ের মিলন না হলে কিভাবে তরুণ সমাজের একটা বৃহৎ অংশ এইরকম দলকানা রাজনীতিতে জড়ায়?
ভার্সাই চুক্তিতে জার্মানিকে একঘরে করে ফল ভালো হয়নি ইউরোপের এবং একইভাবে সমাজের একটা অংশকে বারবার ছাগু ডেকে ডেকে একঘরে করে ফেলাটাও ঠিক হচ্ছেনা। এরা শৈশব থেকেই একটা ক্ষোভ নিয়ে বড় হচ্ছে প্যান্ট-শার্ট পড়া আমাদের উপর আর আমরা প্যান্ট-শার্ট পড়ুয়ারা আছি নিজেদের মধ্যে কোন্দলে আর এদেরকে ব্যাবহার করতে। একদিন এরা কচুগাছ কাটতে থাকবে তখন পরিস্থিতি কই যায় জানিনা। তবে নজর দেয়া উচিৎ এদিকে। ছাত্র রাজনীতি তুলে দিয়ে মাসিক ১০০০০ টাকা আয়ের নীচে থাকা প্রতিটা পরিবারের পড়ালেখার দায়িত্ব সরকারের কাধে তুলে নিয়ে কওমি মাদ্রাসার ছাত্রপ্রাপ্তির উৎসমূখ বন্ধ করা উচিৎ। মূল স্রোতের বাইরে থাকতে থাকতে এরা ক্রমশই হিংস্র হয়ে উঠতে থাকবে। এদেরকে বাধা দেয়ার কেউ থাকবেনা একসময়।
০৮ ই মে, ২০১৩ রাত ১২:১৮
মনযূরুল হক বলেছেন: কওমি মাদ্রাসার ছাত্রপ্রাপ্তির উৎসমূখ বন্ধ করা উচিৎ। ..............কথাটার সঙ্গে একমত হতে পারছি না....তার চেয়ে আমি বলতে চাই, কওমী মাদরাসাকে তদারকি করা উচিত...বোঝা উচিত.....
কেন বন্ধ করা উচিত জানালে খুশি হবো...?
১৭| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:০৯
শিরোনাম বলেছেন: জঙ্গীবাদের উত্থান এ দেশে হবেনা। কারণ এ দেশের মানুষ শান্তিপ্রিয়।
তবে কিছুসময়ের জন্য সাধারণ মানুষের হাতে কিছু দলকানা, অন্ধ, আবাল প্রাণ হারাবে।
০৮ ই মে, ২০১৩ রাত ১২:২৪
মনযূরুল হক বলেছেন: ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয়’-----(?)
কোন দেশের মানুষ হিংস্রপ্রিয়............বলবেন কি ?
এটা হবে না, সেটা এ মাটিতে সম্ভব না,,,,এমন গলাবাজি করতে করতে তো, সবই দেখছি আমাদের দেশে হচ্ছে.........কোনটা হচ্ছে না ?
১৮| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩২
মুহসিন বলেছেন: বিএনপি ও আওয়ামী লীগ যদি চুক্তি করে ক্রমান্বয়ে ক্ষমতার পালাবদল করার শান্তিপূর্ণ সমঝোতা করে, তাহলেই দেশের শান্তি। নাহলে যুদ্ধ করে করে দেশটির আর কিছু থাকবে কি?
০৮ ই মে, ২০১৩ রাত ১:০১
মনযূরুল হক বলেছেন: বিএনপি ও আওয়ামী লীগের চুক্তি করাই আছে যে, তারা নিজেরা জনগণের সাথে ভাওতাবাজি করে বছরের বছর ক্ষমতায় থাকবে...হাসি না তো, বারবার বলছে, তৃতীয় কোনো শক্তি যেনো না আসতে পারে....
আমাদের ভোদাই জনগণের একটা চুক্তি হওয়া দরকার এখন যে, তারা কি ভোদাই হয়ে থাকবে, নাকি আরো আবাল হবে ?
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ রাত ১২:২৭
সাখাওয়াত০২ বলেছেন: সহমত