নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

মুরগির খামারে ঢুকে পড়ছে তুরাগের সারি সারি লাশ...আল-বিদা হেফাজত...

১০ ই মে, ২০১৩ রাত ১২:২৯

জামায়াতের সাথে একবার ব্যাপক তর্ক হয়েছিলো আমার সাতক্ষীরায় । কয়েকজন পাতি নেতা উপস্থিত ছিলেন সেখানে । তারা বলেছিলো, সরকারের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেটা জিহাদ । আমি বললাম, না, এটা কোনো জিহাদ নয়, এটা সংগ্রাম । তারা ব্যাপক হৈচৈ শুরু করলে পরে আমি বলেছিলাম, জনাব, জিহাদ হলে তো আপনাদের অধিকাংশ নেতাকর্মী এতদিনে ‘ওয়াজিবুল কতল’ আখ্যা পেয়ে যেতেন ।

কেন, কেন ?

পুলিশের পিটনি খেয়ে এই যে ‘জিহাদের ময়দান’ থেকে আপনাদের পলায়ন, এ ব্যাপারে শরীয়তের ফাতওয়া কি, একটু বলবেন ? কৌশলগত কারণেও যদি হয়, তাহলে সেটা কি প্রতিবারই কার্যকর করতে হবে ? একবারও তো কৌশলগত কারণে পুলিশকে ব্যারাকে পালাতে দেখলাম না । আপনাদের তো কোনোবার পালানো বাদ দিতেও দেখলাম না ?



হেফাজত পালাইছে, না তাদের জোর কইরা সরাইছে, সে প্রশ্ন তুলমু না, কিন্তু নেতৃবৃন্দ পালালো ক্যান ? গোপন আস্তানা থেকেও তাদের কোনো বিবৃতি নাই ক্যান ? জেল-জুলুমের এত ভয় থাকলে, তখন তারা মাঠে নামছিলো ক্যান ? এতগুলি মানুষকে নেকড়ে মুখে ছেড়ে দিছিলো ক্যান ?



সরকারের ফাঁদে পা দিয়া মুরগির খামারে ঢুইকা পড়ার সিদ্ধান্ত তাগোরে ক্যাডায় দিছিলো ? অবস্থান-অবরোধ করতেছিলি কর । ওইটা ছাইড়া ক্যান তুই ভিতরে ঢুকলি, বাপ ? তিনিদিন ঢাকাঢোকার পয়েন্ট বন্ধ থাকলে সরকারের পশ্চাদপথ দিয়া বাঁশ ঢুইকা যাইতো না ? ভিন্ন ভিন্ন পথে লাখো মানুষের সমাগম থাকলে হামলার কৌশলডা খুঁইজা পাইতেই তো সরকাররে ত্যনা প্যাচানি শুরু করতে হইতো ! মনে হইছে, আ তু-তু-তু-তু কইরা সরকার ভাত ছিটাইয়া ডাকছে, আর সব মুরগির মতো খোঁয়াড়ে আইয়া ঢুকছে হুরহুর কইরা । মেহমান তো সেই কহন আইয়া বইয়া রইছে ! যত রাইতই হউক, তাদেরে তো দুইডা ডাইলভাত পাতে দিতে হইবো, নাকি ?



জোশ মেঁ হুঁশ রাখনা চাহিয়ে…..হুজুর, কই গেলো এই বয়ান ? আহ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ….জোশে জযবায় চরমোনাইয়ের মতো ফাল মাইরা ওঠে প্যান্ডেলের মাচায়…কই গেলো এতই মত্ততা । মির্জা গালিব, তাই বুঝি বলছিলেন, “শরাব পীনে দো মুঝে মসজিদ মেঁ বৈঠ কর..অরনা তুম কাহাঁ কে, তুম কাহাঁ নেহি হো”……



“কওমি মাদরাসায় কোরবানির চামড়া দিয়া কি এতদিন ভুল করলাম ?” এই প্রশ্ন যারা করে, তাদেরে আপনারা কোন যুক্তি দিয়া বুঝাইবেন যে, ওই ভাঙচুর আপনেরা করেন নাই ? বডিংয়ে চুলা জ্বালানোর ম্যাচও আপনাদের কালেকশন করে আনতে হয়, রাস্তায় আগুন জ্বালানোর মুরোদ কই আপনাদের ? তাইলে, ‘আপনেরা’ মানে কি কেবল মাদরাসার ছাত্র ? সাধারণ টুপি-দাড়িবিহীন মানুষের এই ১৩ দফায় কোনো অংশ নাই ?



গণহত্যা বলে এই যে প্রচারণা, এর স্বপক্ষে আপনাদের একটা জোরালো ডকুমেন্ট কি আছে, হুজুর ? তুরাগের লাশ, বুড়িগঙ্গার মরদেহ, ক্যান্টমেন্টের গণকবর আর বিজিবির ৯ ট্রাক----কী এসব ? কোথায় বিএসএফ ? কোথায় এত নিহত মানুষের স্বজন ? কোথায় তাদের আহাজারি ? নিখোঁজ মানুষেরা কি মায়ের অভিযোগও কেড়ে নিয়ে গেছে ?



নাকি এই নিখোঁজেরা সব হোস্টেলে থাকা নিরীহ ছাত্র ? যাদের বাবা-মায়ের কাছে এখনও সংবাদ পৌঁছে নি যে, সে মাদরাসায় নেই ? কিংবা নেই পৃথিবীতেই…কোথায় তাদের তালিকা ? এখনও প্রস্তুত হয় নি ?



নিখোঁজের তালিকায় নেই একজন শীর্ষ নেতাও । হোয়াই হেফাজত ? হোয়াই ?



যদি নিখোঁজের এই সংখ্যা সঠিক না হয়, তাহলে এই গুজবে হেফাজতের দুইটি ক্ষতি হলো । এক. সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি ছড়িয়ে পড়েছে, যা হেফাজতকে সামনে এগুতে বাধাগ্রস্ত করবে ।

দুই. একরাতে নির্বিচারে ৫০ বা ৬০ জন মানুষ মেরে ফেলাটা একটি সরকারের রাক্ষুষে মনোভাবের পরিচয় বহন করে । সেটাকে কয়েকহাজার বলে সংখ্যাটা নিয়ে মাত্রাতিরিক্ত ধুম্রজাল সৃষ্টি করায় এখন ৬০ সংখ্যাটা হয়ে গেছে নস্যি । এবং মনে হচ্ছে ওরকম ৫০-৬০টা লাশ ফেলে দেয়া সরকারের জন্য জায়েজ । ওটা নিয়ে মাথব্যথার কিছু নেই । মাথাব্যথা হবে হজারখানেকের প্রমাণ পেলে ।

হতে পারে, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চেয়েছে, এটা তাদেরই একটি সূক্ষ্ম সাইকোলজি থেকে উৎপন্ন গুজব ।



প্লিজ, আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলবেন না । ছাত্রজীবনে কোনোদিন উস্তাদদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো তো দূরে থাক সমালোচনা করার অধিকারও আমার ছিলো না….হয়তো আজও নেই ? কিন্তু দরসে অবাধ প্রশ্ন করার অনুমতি আপনিই আমাকে দিয়েছিলেন । আজও দিন । আজও যুক্তিসিদ্ধ জবাব দিন, হুজুর । জবাব দিন । মানুষকে রাস্তাঘাটে মজলুম ভিখিরি বানাইয়া মারার ফন্দি কইরেন না ! প্লিজ, প্লিজ, প্লিজ….

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ১:৪৮

দক্ষিনা বাতাস বলেছেন: বুদ্ধি যেখানে স্থবির যুক্তি সেখানে অন্ধ। সত্যি আপনারা মানুষ নন, আপনারা আওয়ামী লীগ।

১০ ই মে, ২০১৩ রাত ২:২৭

মনযূরুল হক বলেছেন: কেনরে ভাই, অন্ধ যুক্টিটা কি এখানে ? আমিই বা কেন আ.লীগের বংশধর হইতে যামু ?

২| ১০ ই মে, ২০১৩ রাত ২:২১

শিপু ভাই বলেছেন:
ভালো লিখেছেন।

++++++++++

১০ ই মে, ২০১৩ রাত ২:৩০

মনযূরুল হক বলেছেন: হয়তোবা......

৩| ১০ ই মে, ২০১৩ রাত ২:৩৩

আত্নভোলা বলেছেন: একরাতে নির্বিচারে ৫০ বা ৬০ জন মানুষ মেরে ফেলাটা একটি সরকারের রাক্ষুষে মনোভাবের পরিচয় বহন করে । সেটাকে কয়েকহাজার বলে সংখ্যাটা নিয়ে মাত্রাতিরিক্ত ধুম্রজাল সৃষ্টি করায় এখন ৬০ সংখ্যাটা হয়ে গেছে নস্যি । এবং মনে হচ্ছে ওরকম ৫০-৬০টা লাশ ফেলে দেয়া সরকারের জন্য জায়েজ


একে বারে মনের কথাটা বলেছেন।

১০ ই মে, ২০১৩ রাত ২:৪৬

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ, ভাই.....

৪| ১০ ই মে, ২০১৩ রাত ৩:২৯

শয়ন কুমার বলেছেন: একরাতে নির্বিচারে ৫০ বা ৬০ জন মানুষ মেরে ফেলাটা একটি সরকারের রাক্ষুষে মনোভাবের পরিচয় বহন করে । সেটাকে কয়েকহাজার বলে সংখ্যাটা নিয়ে মাত্রাতিরিক্ত ধুম্রজাল সৃষ্টি করায় এখন ৬০ সংখ্যাটা হয়ে গেছে নস্যি । এবং মনে হচ্ছে ওরকম ৫০-৬০টা লাশ ফেলে দেয়া সরকারের জন্য জায়েজ ।

কয়েকহাজার বলে সংখ্যাটা নিয়ে হেফাজতের এই মিথ্যাচারের কারনে এখন এরকম ৫০-৬০টা লাশ ফেলে দেয়াটা সরকারের জন্য জায়েজ বানাইয়া দিল।

১২ ই মে, ২০১৩ রাত ১:০২

মনযূরুল হক বলেছেন: মিথ্যাচার কে করেছে, সেটা বলতে পারবো না...তবে অবস্থা দৃষ্টে এটা পরিস্থিতিকে সরাকরের বেশ অনুকূলে নিয়ে এসেছে....

৫| ১০ ই মে, ২০১৩ রাত ৩:৩০

ওবায়েদুল আকবর বলেছেন: কিছু ক্রিমিনালের পাল্লায় পড়েছে দেশ। এরাই ঘুরে ঘুরে ফিরে দেশ চালায় আর ক্ষমতায় যাওয়ার জন্য নোংড়ামি করে।

লেখায় প্লাস।

১২ ই মে, ২০১৩ রাত ১:০৬

মনযূরুল হক বলেছেন: ক্রিমিনাল যারা, তারা সবাই দেশীয় শয়তান মাগার দেশজ মানুষ....ঝামেলাটা এই খানে.....

ধন্যবাদ....

৬| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:০৪

কাজী মামুনহোসেন বলেছেন:

১২ ই মে, ২০১৩ রাত ১:০৮

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...যুক্তিসঙ্গত সমালোচনা করলে আরো সিরাম ধন্যবাদ দিতাম...

৭| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:১২

যোগী বলেছেন: ++++ লন মিয়া ;)

১২ ই মে, ২০১৩ রাত ১:০৯

মনযূরুল হক বলেছেন: লইলাম....দিলাম ধন্যবাদ...

৮| ১০ ই মে, ২০১৩ ভোর ৫:২৬

তৌফিক মাসুদ বলেছেন: এমন শিশু ছেলেগুলোকে মেরে ফেলা হল অথচ আপনারা এমন কথা কেমনে বলেন, মানবিকতা বলেও তো একটা ব্যপার আছে।

১২ ই মে, ২০১৩ রাত ১:১০

মনযূরুল হক বলেছেন: মানবিকতা কি সত্যের নিচে, নাকি মিথ্যার উপরে ? জবাবটা পাইলে খুশি হবো....

৯| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:২৩

মুহসিন বলেছেন: মৃত্যু সেটা একজন হোক, ৬০ জন হোক আর হাজার জন হোক, কারো কাম্য নয়। আর বিচারবহির্ভূত তো নয়ই।
আর অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা। কে কিভাবে পলায়ন করলো সেটা সবার সামনে অন্ততঃ পরিষ্কার হয়ে যেত।

১২ ই মে, ২০১৩ রাত ১:১৩

মনযূরুল হক বলেছেন: ‘কে কিভাবে পলায়ন করলো’ না বলে ‘কাকে কিভাবে মারা হলো’ বলার পক্ষে আমি...

১০| ১০ ই মে, ২০১৩ সকাল ৭:৩৬

শয়ন কুমার বলেছেন: প্রশ্নঃ আচ্ছা ভাই, ঐ রাত্রে দিগন্ত টিভি ক্যান বন্ধ করলো সরকার ??X((X((

জামাতি উত্তরঃহাজার হাজার মানুষ নিহত হওয়ার দৃশ্য , হাজার হাজার লাশের ভিডিও করেছিল দিগন্ত টিভি ।সরকার ঐ ভিডিও প্রকাশে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করসে ।X((X((
সরকারি উত্তরঃ দিগন্ত হাজার হাজার লাশের মিছা প্রচারনা চালাইয়া ঐ রাত্রেই দেশব্যাপী দাঙ্গা হাঙ্গামা লাগাইবার চাইছিল , এই জন্য মিথ্যা প্রচারনা বন্ধে তাৎক্ষনিক দিগন্ত টিভি বন্ধ করা হইছে।/:)/:)


প্রশ্নঃ আচ্ছা ভাই, সরকার যদি হাজার হাজার লাশের ভিডিও প্রকাশে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে থাকে , তাহলে তো দিগন্ত টিভির লোকজন ঐ ভিডিও অন্তত নেটে-ব্লগে প্রচার করতে পারতো ,নাকি ?? X(X(
কিন্তু এটাইপের হাজার হাজার লাশের দিগন্তি ভিডিও (এমনকি মোবাইল ভিডিও!! ) ব্লগে -নেটেও তো খুজে পাইতেছি না !!(অবশ্য নেটে ফটোশপে তৈরি নকল ছবির অভাব নাইhttp://www.somewhereinblog.net/blog/jubayer12/29828345 B-)B-)

তয়, আফনাদের কাছে মতিঝিলের হাজার হাজার লাশের ভিডিওর লিংক পাইলে দিয়েন। ডাউনলোড করমু । ;);)


সাভারে ১ হাজার জন মরলো, তাদের খোজে হাজার হাজার স্বজন লাশের খোজে আহাজারি করতাছে। অথচ
মতিঝিলে তার তিনগুন মানুষ মরলো , তথচ তাগো আত্মীয় স্বজন কোথায় ?? /:)/:)

১২ ই মে, ২০১৩ রাত ১:১৫

মনযূরুল হক বলেছেন: আমিও ডাউনলোড করমু....দিয়েন....তবে ভাই, যে ক’জন মারা গেছে তাদেরকে ধারণ করা ভিডিওগুলি সব ডাউনলোড করছেন তো ?

১১| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:৪৩

আলাপচারী বলেছেন: সাবলীল, যুক্তি সিদ্ধ লিখার জন্য ধন্যবাদ

১২ ই মে, ২০১৩ রাত ১:১৬

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ..যোক্তিক সমালোচনা কাম্য.....

১২| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:০২

লজিক মানুষ বলেছেন: ''শয়ন কুমার বলেছেন: প্রশ্নঃ আচ্ছা ভাই, ঐ রাত্রে দিগন্ত টিভি ক্যান বন্ধ করলো সরকার ??X((X((

জামাতি উত্তরঃহাজার হাজার মানুষ নিহত হওয়ার দৃশ্য , হাজার হাজার লাশের ভিডিও করেছিল দিগন্ত টিভি ।সরকার ঐ ভিডিও প্রকাশে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করসে ।X((X((
সরকারি উত্তরঃ দিগন্ত হাজার হাজার লাশের মিছা প্রচারনা চালাইয়া ঐ রাত্রেই দেশব্যাপী দাঙ্গা হাঙ্গামা লাগাইবার চাইছিল , এই জন্য মিথ্যা প্রচারনা বন্ধে তাৎক্ষনিক দিগন্ত টিভি বন্ধ করা হইছে।/:)/:)


প্রশ্নঃ আচ্ছা ভাই, সরকার যদি হাজার হাজার লাশের ভিডিও প্রকাশে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে থাকে , তাহলে তো দিগন্ত টিভির লোকজন ঐ ভিডিও অন্তত নেটে-ব্লগে প্রচার করতে পারতো ,নাকি ?? X(X(
কিন্তু এটাইপের হাজার হাজার লাশের দিগন্তি ভিডিও (এমনকি মোবাইল ভিডিও!! ) ব্লগে -নেটেও তো খুজে পাইতেছি না !!(অবশ্য নেটে ফটোশপে তৈরি নকল ছবির অভাব নাইhttp://www.somewhereinblog.net/blog/jubayer12/29828345 B-)B-)

তয়, আফনাদের কাছে মতিঝিলের হাজার হাজার লাশের ভিডিওর লিংক পাইলে দিয়েন। ডাউনলোড করমু । ;);)


সাভারে ১ হাজার জন মরলো, তাদের খোজে হাজার হাজার স্বজন লাশের খোজে আহাজারি করতাছে। অথচ
মতিঝিলে তার তিনগুন মানুষ মরলো , তথচ তাগো আত্মীয় স্বজন কোথায় ?? /:)/:)''

চরম লিখেছেন।

১২ ই মে, ২০১৩ রাত ১:১৭

মনযূরুল হক বলেছেন: পরম ধন্যবাদ আমার পক্ষ থেকে...শয়স কুমারেরটা তার কাছ থেকে নিবেন....না দিলে আমারে জানাবেন....

১৩| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৪২

ঐশীকা বলেছেন: ekta mittake hazarbar bolle naki sotti hoye jay... vai hitler tui cili akkkhan. aj proman pauya jaiteche..... /:) /:) /:) /:)

১২ ই মে, ২০১৩ রাত ১:১৯

মনযূরুল হক বলেছেন: vai hitler tui cili akkkhan....আপু, এ কথাটার মানে বুঝি নাই....বুঝতে চাই...

১৪| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:৪০

স্পেলবাইন্ডার বলেছেন: রম্য স্টাইলে লিখলেও আপনার এই লেখাটি আমার কাছে অসামান্য সত্যবচন মনে হচ্ছে। সত্যিই যদি ৫ মে হেফাজতে ইসলামের কর্মীসমর্থকরা ঢাকায় জড়ো না হয়ে ঢাকাসহ প্রতিটি জেলা শহরের প্রবেশদ্বারগুলোতে অবরোধ চালিয়ে যেত তাহলে সরকারের ভিত নড়ে যেত।

রাজনীতিতে অভিজ্ঞতাহীন হেফাজতে ইসলামের নেতারা আওয়ামী গ্রাম্য রাজনীতির কাছে কঠিনভাবে পরাজিত হয়েছে। এমনকি আমার এটাও মনে হচ্ছে, তাদেরকে বিএনপি ও জামায়াতের নেতারা শাপলা চত্বরে জড়ো হওয়া ও রাত্রীযাপনের ভুল কৌশল গ্রহণে বাধ্য করেছে। আমি যদিও বিএনপির সমর্থক, তারপরও বলব বিএনপিতে এখন একজনও দুরদর্শী নেতা নেই। যার ফলে খালেদা জিয়া আল্টিমেটাম দিয়ে সরকার পতনের স্বপ্ন দেখেন। একটা পাগলও বোঝে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়ায় আওয়ামীলীগ সরকার কতটা মরিয়া ও বেপরোয়া ছিল হেফাজতে ইসলামকে প্রতিহত করার ব্যাপারে। অল্পবিদ্যা ভয়ংকরী- এটা আবারও প্রমাণিত হল।

মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমার কাছে ইসলামী মূল্যবোধ সবার উপরে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশে ইসলাম নিয়ে যত মত ও পথ আছে তাদের মধ্যে কওমীপন্থীরাই সবচেয়ে শুদ্ধ ইসলামের চর্চা করেন। এই নিরীহ মানুষগুলোকে অযথা রাজনীতিতে জড়িয়ে তাদের যেভাবে লাঞ্ছিত ও অপমানিত করা হল তার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল সমানভাবে দায়ী। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, যারা আমাদের আলেম-ওলামাদের বেইজ্জতি করল, তাদের পবিত্র রক্তে রাজপথ ভাসালো, তাদের সবাইকে তুমি তোমার শক্তি দিয়ে ধ্বংস করে দাও। আর আমি আমার পরিবার-পরিজন ও সন্তানদের বলে দিচ্ছি, আওয়ামীলীগ বললে যেন তারা ইবলিশ শয়তানকে কল্পনা করে। বাংলাদেশের মত একটি মুসলিম রাষ্ট্র আলেমদের রক্তে রঞ্জিত হবে এটা কোনদিন চিন্তাও করি নাই।

১২ ই মে, ২০১৩ রাত ১:২২

মনযূরুল হক বলেছেন: “বাংলাদেশের মত একটি মুসলিম রাষ্ট্র আলেমদের রক্তে রঞ্জিত হবে এটা কোনদিন চিন্তাও করি নাই।”.........আলেমদেরকে ভাই মানুষের কাতার থেকে বের করে দিয়েন না....আমার তো মনে হয়, তারা নিজেরাই এখন মানুষকে, মানষের ঈমানকে অনিরাপদ করে তুলেছে....

১৫| ১১ ই মে, ২০১৩ ভোর ৪:০৮

এস আর সজল বলেছেন: @স্পেলবাইন্ডারঃ মাদ্রাসার বোর্ডিং চালানো আর দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে সরকারের ভিত্ত নাড়িয়ে দেয়া দুইটা ভিন্ন জিনিস। আর একটা দেশের নির্বাচিত সরকারের পতন ঘটানো চাট্টিখানি কথা না। পৃথিবীর যেকোনো দেশ এমনকি বাংলাদেশেও সরকার পতন ঘটানোর যে কয়েকটা আন্দোলন হয়েছে সেই তুলনায় হেফাজতে (জামায়েতে) ইসলামীর আন্দোলন অনেক ক্ষুদ্র আর অগোছালো ছিল। সর্ব সাধারণ এবং সর্ব স্তরের মানুষের সমর্থন ছিল না তাদের সাথে। এমনকি, দেশের অনেক ইসলামী দলও তাদের বিরোধী ছিল। দেশের প্রধান বিরোধী দলও তাদের সাথে প্রত্যক্ষভাবে ছিল না যদিও পরক্ষভাবে সমর্থন দিয়েছে। স্রেফ আবেগের বসে আর ক্ষমতার লোভে কোন আন্দোলন সফল হতে পারে না। শহীদি জোশ নিয়ে এসে কানে ধরে হাতজোড় করে পালিয়ে যায় যে সকল পাবলিক, তাদের দিয়ে আর যাই হোক কোন সরকার পতন হবে না।

আর আপনি "কওমি"পন্থীরা সবচে শুদ্ধ ইসলাম চর্চা করে বললেন কিসের ভিত্তিতে??? জানালে উপকার হয়। ধন্যবাদ। বিনীত

১২ ই মে, ২০১৩ রাত ১:২৭

মনযূরুল হক বলেছেন: "কওমি"পন্থীরা সবচে শুদ্ধ ইসলাম চর্চা করে’’...ভাই, এস আর সজল, যতগুলো ভিত্তিতে শুদ্ধ ইসলামের চর্চা অন্তত বাংলাদেশে হয়েছে, বা হওয়া সম্সভব, বগুলোর ভিত্তিতে....যদি আপনার কাছে কোনো ভিত্তি সম্পর্কে সন্দেহ থাকে, জানাতে পারেন...সংশোধন করতে না পারলেও যারা পারে তাদের কাছে জানাতে পারবো....

১৬| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৬

এস আর সজল বলেছেন: ভাই, আমার সন্দেহ বা এ টাইপ কিছুই নাই। আমি শুধু জানতে চাচ্ছি, উনি কিসের উপর ভিত্তি করে বললেন... আমরা যতদুর জানি তালেবান কিংবা লস্কর-ই-তইয়্যবার মত জঙ্গি সংগঠন কিংবা মোল্লা ওমরের মত ভয়ঙ্কর জঙ্গিরা এই কওমি মাদ্রাসা থেকেই সৃষ্টি। এছাড়াও দেওবন্দের আদর্শ কিংবা শিক্ষা পদ্ধতি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তাই আমি জাস্ট জানতে চাচ্ছি।

আমি কোনটাকে খারাপও বলছি না ভালোও বলছি না। শুধু মাত্র যে শ্রেষ্ঠ বলে দাবি করছে তার দাবি করার কারণগুলা জানতে চাচ্ছি...... বিনীত

১২ ই মে, ২০১৩ রাত ২:৩৬

মনযূরুল হক বলেছেন: আপনি এমন কিছুকে তুলনা করে বলেছেন, যা নিয়ে কথা বলতে আমি অপারগ, কেবল সত্য প্রকাশের সাহসের অভাবে...তবে প্রশ্ন করতে পারি- জার, হিটলার, মুসোলিনি, এহুদ বারাক, শিমন পেরেজ, বুশ এবং বিশ্বখ্যাত ফ্রি ম্যাসন, মাফিয়া, নাতসি এসব ‍হিংস্র জানোয়ার ও জানোয়ারের সংগঠনগুলো যে শিক্ষালয় থেকে বেরিয়ে এসেছে, সেটার তুলনায় ওগুলো বেটার....এই তথ্যটিতে আশা করি আপনার আপত্তি থাকার কথা নয়....

বিতর্ক আমাদের দেশের, পুরো পৃথিবীর সব শিক্ষাব্যাবস্থা সম্পর্কে আছে....
আপনাদের মতানুসারে যেই জামায়াত ভয়ঙ্কর রগকাটা তাদের ম্যক্সিমামা ধর্মীয় শিক্ষাটা আসে আলিয়া মাদরাসা থেকে....গত জেএমবি আন্দোলনের ৬৩ ভাগ সমর্থক এসেছে ভার্সিটি থেকে, ১৭ ভাগ আলিয়া মাদরাসা, ১ ভাগ কওমি ও বাকি সাধারণ মানুষ, তখনকার পিত্রিকায় প্রকাশিত জরিপ...

শুদ্ধ ইসলাম চর্চা কাউকে কাপুরুষ হতে শিখায় না, তেমনি শিখায় না সন্ত্রাস হতে...
বাংলাদেশে কোন শিক্ষাব্যাবস্থাই ততটা ডেভেলপ করে নি...যতটুকু ডেভেলপ করেছে, কওমি মাদরাসা তার থেকে পিছিয়ে নেই....কোরআন, হাদিস ফিকহ ও ইসলাম বিষয়ক মৌলিক গ্রন্থগুলো বিশুদ্ধ পদ্ধতিতে একমাত্র কওমি মাদরাসায় পড়ানো হয়...দীক্ষার ব্যাপারেও সর্বোচ্চ গুরুত্ত দেয়া হয়...তবে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে তাদের যোগসাজস কোনো বিচিত্র কারণে ততটা হয়ে ওঠে নি...

শেষ কথা...আফগানিস্তানের তালেবান আর পাকিস্তানের তালেবান এক নয়....আফাগানিস্তানের তালেবান সেদেশের মুক্তিবাহিনী...এবং মোল্লা ওমরও একজন স্বীকৃত প্রেসিডেন্ট ছিলেন...অন্তত এ যাবতকালে আফগানিস্তানের শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিতি ছিলো তার....আশা করি হামিদ কারজাইয়ের থেকে তাকে খারাপ মনে হওয়ার কারণ নেই..

আপনাকে যেচে পড়ে একটা বইয়ের হদিস দিচ্ছি...জর্জ টাউন ইউনিভার্সিটির ধর্ম ও আন্তর্জাতিক বিষয়ের প্রফেসর ‘জন এল এসপোসিতো’র লেখা ‘দ্য ইসলামিক থ্রেট মিথ ওর রিয়েলিটি’ বইটি পড়ে দেখতে পারেন....ইংরেজিতে পড়লেই ভালো, কারণ বাংলা অনুবাদটা তত ভালো হয় নি...তবু যদি বাংলায় পড়তে চান, তাহলে ‘রোদেলা প্রকাশনী, ১১/১ বাংলাবাজর ঢাকা..
এ বইটিতে আপনি ইসলামি জঙ্গীবাদ সম্পর্কে স্বচ্চ ধারণা পাবেন, আশা করি...

ভবিষ্যতে বিষয়টি নিয়ে বিস্তারিত লিখবো...এখন ঘুমাই...

১৭| ১২ ই মে, ২০১৩ ভোর ৪:০২

এস আর সজল বলেছেন: @লেখকঃ ধন্যবাদ। I'll get beck to you on this....

১২ ই মে, ২০১৩ সকাল ৯:২৭

মনযূরুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ....

১৮| ১২ ই মে, ২০১৩ ভোর ৪:০২

এস আর সজল বলেছেন: *back

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

মনযূরুল হক বলেছেন: *ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.