![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
লুঙ্গি পরে অফিস করার মতো দুর্দান্ত সাহস একমাত্র কওমি পড়ুয়াদের দ্বারাই দেখানো সম্ভব- শেষপর্যন্ত আমার সহকর্মীর মুখের উপর তীর্যকভাবে ক্ষোভটা ছুঁড়েই দিলাম ।
উত্তর কী পেলাম শুনবেন !
উনি বললেন, নবীর সা. সুন্নাত নিয়ে যারা উপহাস করে যদি কেউ গায়ে কাদা লাগতে চায়...
- মানে কি ভাই ? সুন্নাতের উপর আবার আঘাত করলাম কই ?
- কেন, জানেন না, লুঙ্গি পরা সুন্নাত ? আপনি যেটা পরেন সেটা রাসূল সা. কোনোদিন পড়েন নি ।
আমি তাজ্জব বনে গেলাম । বললাম, লুঙ্গি পরে অফিস করা সুন্নাত, সেটা আপনি কোথায় পেলেন ?
আর কথা বাড়ানোর সাহস হয় নি । নয়তো নাস্তিকদের কাতারে পড়ে যাবো ।
মেয়ে হলে না হয়, কিছুক্ষণ কেঁদে বুক ভাসাতাম..
ইসলাম কি এত আনসোস্যাল ! এত আনকালচারড ! কী করে বোঝাবো তাকে, আপনি যেমন টুপি-পাঞ্জাবি পরে ঘুমুতে যান না । ঠিক তেমন অফিসে আসতে হলেও কিছু....
শুনেছি ফরহাদ মজহারও নাকি লুঙ্গি পরে শেরাটনে (রূপসী বাংলা) যায় ।
“আশায় থাকে কাক
পাকলে খাবো গাব”
দুই.
“একটি হারানো বিজ্ঞপ্তি ! একটি হারানো বিজ্ঞপ্তি !
গতকাল বাসাবোর বাসা থেকে ফরিদা-লিমা নামের দুইটি মেয়ে হারিয়ে গেছে ।
মেয়ে দু’টির বয়স আনুমানিক ১৪-১৫ বছর ।”
খারাপ লাগারই কথা । সারদিন ঘুরে ফিরে মাইকবাহী রিক্সাটা অন্তত দশবার হারানো সংবাদটা দিয়ে গেলো । শেষ দিকে বোধ হয় কিছুটা বিরক্তি এসেছিলো এবং সঙ্গে সঙ্গে মাথাটা মনে হলো ৯০ ডিগ্রি এ্যাঙ্গেলে পাক খেয়ে গেছে ।
‘আনুমানিক’ ! হোয়াট ! আনুমানিক মানে কি ?
যে এলাউন্স করছে, সে কি মেয়ে দু’টির বাবা-ভাই, চাচাত-ফুপাত-পাড়াতো কেউ নয় ?
তাহলে বয়সের বেলায় ‘আনুমানিক’ শব্দ কেন ?
ওরা কি মেয়ে দু’টিকে কিডন্যাপ করে এনেছিলো ? না, তাহলে তো হারিয়ে গেলে মাইকে প্রচার করার কথা নয় ।
তাহলে কি মেয়ে দুটি কারো বাসায় দাসকর্মে ছিলো ? এত বড় মেয়েরা সাধারণত বাসার কাজে থাকে না ।
কিন্তু মেয়েও তো একটি নয়; দু’টি । দু’বোন হওয়ারও কোনো যৌক্তিকতা নেই । সুতরাং দু’জনই একসঙ্গে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে- সেটাই বা কী করে বলি ?
আশ্চর্য তো ! তাহলে মেয়ে দু’টি গেলো কোথায় ? আনুমানিক ১৪-১৫ বছর বলে যে লোকটি মাইকে ঘোষণা করছে, তার সাথে মেয়ে দু’টির সম্পর্ক কি ? আর ১৪-১৫ বছর বয়সী দু’টি মেয়ে হারিয়েই বা যায় কী করে ?
আরো আশ্চর্যর ব্যাপার হলো, আমি ওই মেয়ে দু’টির জন্য এত ভাবছি কেন ? মানুষ তো হর হামেশাই আজকাল পথে ঘাটে মারা যাচ্ছে । তাতে আমার কি ?...
বিস্ময় ! বিস্ময় ! মহাবিস্ময় !
“আবার জাগিনু আমি, এই তো বিস্ময়“....
(বি. দ্র. দু’টি ঘটনার একমাত্র যোগসূত্র, দুটোই অফিস চলাকালে ঘটেছে এবং দু’টিই বিস্ময়কর...)
১২ ই জুন, ২০১৩ রাত ১১:০৬
মনযূরুল হক বলেছেন: তাইলে লুঙ্গি পরে অফিস করা কি ওয়াজিব ? কোথায় পান এসব হালাল হারামের ওয়াজ...? মানুষকে শুধু আফিম দিয়ে মাতাল বানিয়ে রাখেন, না ? লুঙ্গি পরে অফিসে আসা নিয়ে ঠাট্টা করা আর সুন্নাত নিয়ে কথা বলা কি এক জিনিস ?
এমন কোনো কাজ করাই বড় অপরাধ, যার কারণে মানুষ ধর্ম নিয়ে খোঁচা দেয়ার সুযোগ পায় । লুঙ্গি স্বাধারণভাবে পরা আর লুঙ্গি পরে অফিসে আসা কি একই ব্যাপার ? কেন একটা পাজামা অন্তত পরে আসলে ইসলামের কী এমন বারটা বেজে যাবে ?
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯
আতা2010 বলেছেন: লুঙ্গি পরে অফিস করা কি হারাম ?
লুঙ্গি পরা সুন্নাত। এটা কি হাসি তামাশা করা ঠিক না।