নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

বলেছিলাম না, শেষ হাসি হাসবে এই ফকিররাই !..তবে এখনও সে হাসির সময় আসে নি...

১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:১৭

মনে রাখবেন, শেষ হাসি হাসবে এই ফকিররাই..



জয়ধ্বনী করার কিছু নেই...খেলার শুরুতে কেবল ওরা চার গোল খেয়েছে । পাঁচশ বছর নয়, মাত্র আগামি পঞ্চাশ বছরের জন্য খেলতে নেমেছি আমরা । বিএনপি জিতলেই আমরা জিতবো, এমনটা ভাবার কিছু নেই । তবে দীন বিজয়ী হবে ।



ড. তুহিন মালিক বলেছেন, ৫ মের পর থেকে হেফাজত রাজনৈতিক শক্তি হয়ে গেছে । এরা ঠিক রাজনীতিতে আসবে না, তবে এদের এড়িয়ে কেউ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না । নো তুহিন মালিক । হেফাজত-শাহবাগ কোনো ফ্যাক্টর নয় । ফাক্টরটা হলো, দীন । মানুষের কথা বলে যেই ধর্ম, শহীদের কথা বলে যেই চেতনা, হায়েনার বিরুদ্ধে জেগে ওঠে যেই অনুভূতি, সেই দীন এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে । এ মাটির পরতে পরতে ।



আমার পূর্বপুরুষ ইংরেজের বিরুদ্ধে তিতুর লাঠি নিয়ে নেমেছিলো শায়খুল হিন্দের আহ্বানে, এই দীনের জন্য । মুক্তিযুদ্ধে আমার বাবা পাকহানাদারদের রুখে দাঁড়িয়েছিলেন হাফেজ্জি হুজুরের ভাষণ শুনে, এই দীনের জন্যে । আজ যে আমরা শহীদের তপ্ত রক্ত, রেহানের রক্ত, আনোয়ারের রক্ত, জোবায়েরের রক্ত গায়ে মেখে আবারও মাঠে খেলতে নেমেছি, আহমদ শফীর আহ্বানে, সেও কিন্তু এই দীনের জন্যই ।



আমি এই বিজয়ে অভিভূত নই । কিন্তু গণমানুষের চেতনায় মুগ্ধ । এরা কাজের মূল্যায়ন করতে কৃপণতা করে নি । কিন্তু ভেতরে পুষে রাখা ক্ষোভকেও অবমূল্যায়িত করে নি । আব্দুল খালেক, কামরান, লিটন, হিরন- এদেরকে উপেক্ষা করে নি জনতা । বরং তাদেরকে ভালো মানুষ বলে স্বীকৃতি ঠিকই দিয়েছে । কিন্তু ওদের দল যে এই গণমানুষকে কলুর বলদ ভেবেছিলো, ওরা যে সে দলের তল্পী ছাড়তে পারে নি, তাই...শুধু তা-ই মানুষ জয়ী করেছে অন্য ও অনন্য পুরুষকে ।



পিছন থেকে কারা খেলে সেটা আজও যদি বুর্জোয়া গোষ্ঠি না বোঝে, তাহলে তো সামনে আমাদের খালি মাঠে গোল দিতে হবে ! আমরা আহ্বান করছি, তোরা পৃথিবীর সবটুকু শক্তি নিংড়ে নেয়া প্রবল ঝঞ্ঝাবায়ু নিয়ে আয় দীনের প্রদীপকে নিভিয়ে দিতে, রক্তের ফুয়েল চুষে মানবিকতার সলতে বেয়ে দাঁড়িয়ে আছে যে দীন, তার তার শিখা সামান্য হেলবে না । কমবে না উত্তাপ ।



আবারও বলছি, শেষ হাসি হাসবে এই ফকিররাই । যদিও সে হাসির সময় এখনও আসে নি ।

“এখনও তোমার আসমান ভরা মেঘে

সেতারা হেলাল এখনও ওঠে নি জেগে

…তবু দেখা যায় দূরে বহুদূরে হেরার রাজ তোরণ”



আমার বন্ধুদের অভিনন্দন, যারা এই খেলায় নেতৃত্বের ভূমিকায় আছেন ।

সালাম বস । আই স্যালুট ফর ইউ । উই বিলিভ দ্যাট, ইফ উই মুভ ওন দ্য রাইট ওয়ে আল্লাহ মাস্ট হেল্প আস ইন এভরি সেক্টরস....

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫

মাসরুর প্রধান বলেছেন: মানে কি বিএনপি দ্বীনের রক্ষাকারী ?!! ঘুরে ফিরে এক জায়গায় গিয়ে কথা শেষ।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

মনযূরুল হক বলেছেন: স্ট্যাটাস বোঝার ক্ষমতাই তো হারিয়ে ফেলেছেন, খেলা বুঝবেন কেমনে ?

২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৪

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: হাফেজ্জি হুজুরের ভাষণ শুনে? তো কোথায় দিয়েছিলেন ঐ বিখ্যাত ভাষণ? কী ছিল তাতে? গতবার যখন আওয়ামী লীগ জিতেছিল তখন কোন দ্বীন জিতেছিল?

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

মনযূরুল হক বলেছেন: হাফেজ্জি হুজুর বলেছিলেন, এ লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই....আ.লীগ যখন জিতেছিলো, সেটা দীনের লড়াই ছিলো না...আর এই লড়াইটা দীনের তা-ও আমি বলি নি...তবে দীনদার মানুষ যাদের হাতে নিগৃহিত হয়েছে, বিশ্বাস করি, তারা দেশদ্রোহী ও ধর্মদ্রোহী..খেলাটা তাদের সাথে...

৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৩

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: দিলেন তো ল্যাডায়ে... এতদিনে বুঝলাম, ক্যান আপনাগো মাইনষে ছাগু কয়... =p~

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৯

মনযূরুল হক বলেছেন: আপনারা যতবার চটাকানা খাবেন ততবার ওই বিশেষ শব্দটি আপনাদের মুখ থেকে নির্গত হবে...কারণ...বিশেষ জিনিস খেয়েছেন, যার সাথে ‘ল্যাদা’ মেশানো...

৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭

হ্যাপিহ্যাপ০০৭ বলেছেন: সহমত
শেষ হাসি হাসবে এই ফকিররাই !

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১০

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ....

৫| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৫

আলতামাশ বলেছেন: সময়ই সময়ের বদলা নিবে।

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১১

মনযূরুল হক বলেছেন: সময়...বড় কঠিন চীজ..

৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ১। হাফেজ্জি হুজুর এই কথাগুলো কোথায় বলেছিলেন?

২। তার মানে আওয়ামী লীগ জিতলে দ্বীন জিতেনা? ৭০, ৯৬, ০৮ এর নির্বাচনে তাহলে দ্বীনের পরাজয় হয়েছিল?

না কি, এসব নির্বাচনে দ্বীন কোন ফ্যাক্টর ছিল না?

৩। কারা সেই সব দ্বীনদার ব্যাক্তি যারা নিগৃহীত হয়েছেন? কাদের হাতে হয়েছেন?

এজন্য কি আপনি দেশের সরকার, বামপন্থী বুদ্ধিজীবি, গণজাগরণের তারুণ্যকে দায়ী করেন।

আশা করব, প্রশ্নগুলোর উত্তর দিবেন।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

মনযূরুল হক বলেছেন: ১. মুক্তিযুদ্ধের সময় হাফেজ্জী হুজুরকে রহ. এ যুদ্ধের বিধান সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, সেই প্রেক্ষিতে তিনি কামরাঙ্গির চর মাদরাসার এক সভায় বলেছিলেন, এই যুদ্ধ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই..শুধু তাই নয়, তিনি তার ছাত্রদের ট্রেনিংয়ে পাঠিয়েছেন, তার অনুসারীদের যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন....তার অন্যতম ছাত্র ইমদাদুল হক আড়াইহাজারী স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন আলেম মুক্তিযোদ্ধা....দেখুন, শাকের হোসাই শিবলি রচিত ‘আলেম মুক্তিযোদ্ধার খোঁজে’...আল ইসহাক প্রকাশনী, বাংলাবাজার..

২. মুসলমানের সব বিষয়ই দীনের অন্তর্ভুক্ত । তবে দীনের বিধান সব সময় সমানভাবে প্রযোজ্য হয় না...আ.লীগ কখনোই দীনের জন্য ‘বান্ধব’ বলে প্রমাণিত হয় নি । তবে প্রথম দীনের বিরোধিতা করেছে এর আগের মেয়াদে ‘ফাতওয়া বিরোধী রায়’ ঘোষণা দিয়ে । তখন আলেমগর যৌক্তিভাবেই এ রায়ের বিরোধিতা করেছেন এবং পরবর্তী নির্বাচনে এর প্রভাবও পড়েছে । ভরাডুবি হয়েছে । বিএনপিকে আনা হয়েছে বিকল্প পার্টি হিসেবে । কিন্তু বিএনপির দুর্নীতি মানুষ চাক্ষুষ করেছে এবং এর ফল তারা ভোগ করেছে । এবার আ.লীগ হেফাজতের ১৩ দফা-যার প্রতিটি ছত্র দীনের বিধানের প্রধিনিধিত্ব করে-তার বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে, তাতে দীন সম্পর্কে জানাশোনা কোনো মুসলিম সেটা মানতে পারে না । যেখানে আল্লাহ ও রাসূলকে পর্যন্ত অবমাননা করা হয়েছে এই সামুতেও ।এমনকি নির্বিচারে মানুষকে-যাদের বিরাট একটি অংশ আলেম-তারা কুকুরের মতো মেরেছে........আর খী বলবো !

৩. আমি শাপলাচত্বরে শাহাদাত বরণকারী এবং বর্তমানে এমরান মাজহারী সহ আমাদের ভাইয়েরা, দেশের বহু মসজিদের ইমামেরা কারাগারে আছেন, তাদের কথা বলছি...

আমি এজন্য সরকারকে অবশ্যই দায়ী করি, মেরেছে সরকার, তো দায়ী করবো কি আমেরিকাকে ? বিশ্বাস করি, বামপন্থীরা উস্কানী দিয়েছে, কারণ ছাত্র ফেডারশনের নেতাদের সঙ্গে কথা বলে আমার তাই মনে হয়েছে...গণজাগরন তারুণ্যকে মোটেও দায়ী করি না..বরং তাদের চেতনাকে স্যালুট করি..তবে কিছুসংখ্যক যুবক, যারা প্রথমদিকে নেতৃত্বে ছিলো, তাদের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড অবশ্যই দোষণীয় । এ জন্য মঞ্চ দায়ী নয় । কিন্তু এমরান এইচ সরকার যে বলেছে, গণজাগরণ মঞ্চ শান্ত হবে হেফাজতের রক্ত দিয়ে, এর জবাব আপনি কী দেবেন...?

৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: ক্ষমা করবেন, আপনার লেখার কিছু অংশ এখনো বুঝতে পারছি না। একটু বুঝিয়ে দিবেন?

১। আপনি ফকির বলতে কাদের বুঝিয়েছেন? ফকিররা তো, আমি যতদূর জানি, আপনি যে দ্বীনের কথা বলছেন তার অনুসারী না। বরং শরিয়ত পন্থীদের হাতে বাউল ফকিররা বরাবরই লঞ্ছিত হয়েছেন। আপনি কি ফকির বলতে সমাজের অন্ত্যজ শ্রেণির খেটে খাওয়া মানুষদের কথা বুঝিয়েছেন?

২। আপনি রেহান, জোবায়ের, আনোয়ার বলে যারা শহীদ হয়েছে বলে উল্লেখ করেছেন তাদের নাম আমি কখনো শুনিনি। আমার কাছে এটা খুব আশ্চর্য ঘটনা। কারণ আমি ইতিহাসের একজন আগ্রহী পাঠক।

উত্তর পেলে খুশি হব।
ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

মনযূরুল হক বলেছেন: ১. ফকির শব্দটি এখানে জাস্ট এ সিম্বলিক টাইটেল । একশ্রেণীর মানুষ হুজুরদের ফকিরের মতো অভাবি মনে করে...তাই-শব্দটি ব্যবহার করেছি...

২. ‘রেহান’ বুয়েটের মেধাবী ছাত্র । জোবায়েরের বাড়ি ফরিদপুর । আনোয়ার শাহ ওরফে মওদুদ আমাদের সহপাঠী মালিবাগ জামেয়া শারইয়্যা মাদরাসার ছাত্র । এরা তিনজনই ৫ মে রাতে শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছেন....

ধন্যবাদ আপনাকে । আপনার আরো কিছু জানার থাকলে যেকোনো সময়, যে কোনো স্পটে বরতে পারেন....

৮| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:৫২

হ্যাপিহ্যাপ০০৭ বলেছেন: আলতামাশ বলেছেন: সময়ই সময়ের বদলা নিবে। অসাধারন বলেছেন ।

আমার আওয়ামীলীগের ভোট বিএনপিতে যায় যখন :-
১, কোরআনবিরোধী নারীনীতি আমার ঘরের নেতৃত্ব বাবা থেকে মায়ের হাতে দিতে বলে ।
২, প্রাণপ্রিয় ধর্ম ইসলাম নিয়ে ধারাবাহিক কটাক্ষ করে ।
৩, সারাদেশে স্কুলে মেয়েরা হিজাব পড়লে অত্যাচারিত অপমানিত হয় ।
৪, ঈমানদাররা একদিন শাপলা চত্বরে থাকতে পারে না নাস্তিকরা দিনের পর দিন থাকে ।
৫,হত্যা, গুম সাধারন ব্যাপার হয়ে যায় ।
৬, ছাত্রলীগ, যুবলীগের রাজত্বে মানুষ অসহায় থাকে ।
৭, পদ্না সেতু, হলমার্ক, ডেসটিনি, শেয়ার বাজার লুট দ্রব্যমূল্যের উর্ধগতি ইত্যাদি ইত্যাদি ...

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

মনযূরুল হক বলেছেন: মাইনাসা এইটিন-পণ্ডিত৥ আশা করি আলতামাশ ভাইয়ের থেকে আরো জানলেন...

৯| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: সবার দিন আসে একবার! ফকির মামাদেরও আসবে।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

মনযূরুল হক বলেছেন: আসবেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.