![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী শুনবেন সেটা একটু পরে বলছি । আগে আসল ঘটনাটা বলি।...
রিকশা করে যাচ্ছিলাম নিউমার্কেট থেকে সলিমুল্লাহ হলের দিকে । পাশে আবার সেই মিঠু । পলাশির কাছে এসে দেখি মিঠু রিক্সায় নেই । ব্যাপার কি ! কিপটুস ভাগলো নাকি ?
ততক্ষণে রিক্সাওয়ালা ব্রেক কষেছে । দৃষ্টি চলে গেছে জাদুঘরটার নিকটে ছোটখাটো একটা জটলার দিকে । জটলার মধ্যমণি আমাদের মিঠু । সাথে আরেকজন নায়িকাও আছেন । তার হাতে স্যান্ডেল ।
ভিড় ঠেলে কাছে যেতে যেতেই শুনলাম, মেয়েটি বাসের নিচে প্রায় চাপা পড়তে যাচ্ছিলো । মিঠু তাকে উদ্ধার করেছে অনেকটা নায়ক স্টাইলে । প্রতিদানে জুটেছে চড় এবং কয়েকটা জুতোর বাড়ি জোটারও সম্ভাবনা ছিলো, যদি আশপাশের লোকেরা এসে মেয়েটার ভুল ভাঙাতে সাহায্য না করতো ।
একমনে হেঁটে যাচ্ছিলো মেয়েটি রাস্তা কাঁপিয়ে । পেছন থেকে দানব সেজে আসা বাসটা যে ক্রমাগত হর্ন দিয়ে যাচ্ছে, সেদিকেই ভ্রুক্ষেপই নেই তার । হাই স্পিডি বাস । সবাই মেয়েটির ‘অন্তিম যাত্রা’র দিকে তাকিয়ে আছে । কয়েকজন ‘হা হা’ কিংবা ‘এই মেয়ে-এই মেয়ে’ বলে চেঁচালোও বটে । কিন্তু সে হয়তো ভেবেছে ইভটিজার ছেলেরা তাকে টিজ করছে, বুড়োদের ভিমরতি হয়েছে কিংবা এই অসভ্য পুরুষ সমাজটা...ছি ছি...হয়তো লিপস্টিক ধুয়ে যাবার ভয় না থাকলে একবার থুথুও ফেলতো সে । অথচ..
ড্রাইভার হার্ডলি ব্রেক কষার আগেই মেয়েটি পিষে গেছে । না, যায় নি...যেতো । যদি না মিঠু রিক্সা থেকে লাফ দিয়ে নেমে ধাক্কা মেরে মেয়েটিকে রাস্তায় ফেলে দিতো । নিজেও হুমড়ি খেয়ে পড়লো টাল সামলাতে না পেরে । মেয়েটি উঠে দাঁড়াবার ফাঁকে নিশ্চিন্তমনে চলে গেছে মরণঘাতি বাসটা । মিঠু কিন্তু ঠাস্ করে আর্তনাদ তোলা একটা চড়ের ধাক্কায় রাস্তার পিচে ওর হাতের চামড়া কতটুকু ছিলে গেলো সেটা ভালো দেখতেই পেলো না । সাথে বোনাজ পেলো রমনীমুখের ট্রাডিশনাল খিস্তি- ‘‘এই (.......) বাড়িতে মা-বোন নেই তোর ?’’ কে মারলো চড়টা সে বিষয়ে আর সন্দেহ রইলো না মিঠুর ।
‘‘আমি..আমি’’ করে তুতলে তুতলে জবাব দেবার আগেই আরো একবার স্যান্ডেলের আঘাত হয়তো পড়তো ওর হৃদয় ছাড়া যে কোন অংশে । যদি এরই মধ্যে লোকজন জড়ো না হতো আর সেখানকার সদাশয় ফলের দোকানি ‘মুরুব্বি’ মেয়েটিকে এই বলে সম্বোধন না করতেন- ‘তুমি বেঁচে আছো মা ? আমরা তো ভেবেছিলাম...’’
এতক্ষণে মেয়েটি ‘স্যরি’ বলার মতো একটা ‘অজুহাত’ হয়তো পেয়ে গেছে । আমি মিঠুকে ভিড়ের ভেতর দিয়ে টানতে টানতে নিয়ে এলাম বাইরে । মানুষের চেঁচামেচি ক্রমশ বাড়ছে । আসার মুখে এইটুকু শুনতে পেলাম কেবল- “আপনিও ছেড়িডারে একটা থাবর দিয়া কন স্যরি..”
মিঠু স্তব্ধ । আমি সান্ত্বনা দেবার ছলে বললাম, মাইন্ড করিস না দোস্ত । মনে কর থাপ্পরটা তোর মা দিছে । এতক্ষণে মিঠু ওর চোখের পানি ফেলার একটা কারণ খুঁজে পেলো । আমারও মনে পড়লো, হায় হায় কী বললাম আমি ! ওর তো মা নেই...
শোনেন, আপনারা যদি মা-বোনের জাত হয়ে থাকেন, তাহলে আমরাও বাপ-ভাইয়ের বাইরে নই...আমরা যেমন মা বললে ডাক দিয়ে অন্তর যতটুকু ঠাণ্ডা করি । তেমন বাবা বলে ডাক দিলে কি ঠিক ততটুকু অশান্তি লাগে আপনাদের ? নাকি আপনারা পৃথিবীতে বাপ ছাড়াই...মাফ কর খোদা !
এইবার দেখেন ঘটনার দিন যে ব্লগ লিখেছিলাম তাতে কতিপয় হিজড়ার কমেন্ট---হ্যালো আপুরা, যখন ‘মা-বোন’ বলে চটে ওঠেন, তখন বাপ-ভাইয়ের হিসাবটাও মাথায় রাইখেন...
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ....আবার আমন্ত্রণ রইলো...
২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫
রবিন আলম বলেছেন: দৃষ্টি নত করি, মা বোনরা নিরাপদে চলতে পারবে। তবে মরণঘাতী বাসের ধাক্কা সামলাতে মিঠুদের সাহায্য দরকার আছে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৯
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...রাইট....
৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: আমি একবার এক বৃদ্ধ লোক কে মার থেতে দেখেছিলাম............
সমবেদনা রইল আপনার বন্ধুর প্রতি ...........
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৬
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ....
৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
সঞ্জয় নিপু বলেছেন: সমবেদনা রইল আপনার বন্ধুর প্রতি
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৬
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...........
৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৪
চটপট ক বলেছেন: েতির মত মাইয়ারে আর কিতা কইতাম। বাট মিঠূ ভাইরে সালাম
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৭
মনযূরুল হক বলেছেন: সবাই খালি মিঠুরে সালাম দেয়....আমি যে, লিখলাম, আমারটা কই ? ওই মিঠু ল তোর সালাম....দেকছোস...
৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০৮
খেয়া ঘাট বলেছেন: ঐ যে আপনার আগের পোস্টে ব্লগাররা না বুঝে আপনাকে এ্যাটাক করেছে।
ঠিক তেমনি মেয়েটিও কিছু না বুঝেই আপনার বন্ধুকে এ্যাটাক করেছে।
আমাদের ধৈর্য্যের বড় অভাব, বোধের বড় অভাব।
চারদিকে শুধু এ্যকশান আর এ্যাকশান।
আপনার বন্ধুর জন্য সমবেদনা। মেয়ের লাথি , চড় খেলেও মেয়েটাতো বেঁচে রইলো। এটাই যে বড় শান্ত্বনা। হয়তো মেয়েটা পরে ভুল বুঝে অনুতপ্ত হবে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১০
মনযূরুল হক বলেছেন: মানুষকে মানুষ ভাবারও অভাব...ধন্যবাদ...
৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:২৭
বিষন্ন একা বলেছেন: সবই পরিস্থিতির কারনে ঘটে যাওয়া মুহূর্ত। আপনার বন্ধুর প্রতি বিরাট সালাম, আর বোনটিকে বলব ভাগ্যবতি...আমরা ধরে নিলাম মেয়েটি বুঝতে না পেরেই অসৌজন্য আচরন করেছে,এবং পরে অনুতপ্তও হয়েছে। আশা করি মেয়েটি মিঠু ভাইকে থ্যাঙ্কস জানাতে ঐ জায়গায় অপেক্ষা করবে...
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫
মনযূরুল হক বলেছেন: আমি আশা করি, মেয়েরা এর থেকে বিরাট দীক্ষা নেবে....
৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৬
দি সুফি বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভকামনা। আর আপনার জন্য "গেট ওয়েল সুন"!
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৯
মনযূরুল হক বলেছেন: পূর্ববর্তী ব্লগে আপনি কমেন্ট করেছিলেন-----“বিডি আমিনুর বলেছেন: ধুম করে জুতা হাতে নেন, আর ঠাস করে চড় কসান ।
জুতা হাতে রাইখ্যা কষ্ট করে চড় মারতে গেল ক্যা!
ভাবনার বিষয় :-& :-&”
ভাবনায় কিছু এখনও পান নি ? পেলে জানাবেন.....
৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৫০
বাংলার হাসান বলেছেন: লেখাটা পড়ে কি বলবো বুঝতে পারছি না।
তবে হ্যাঁ মিঠুর জন্য রইল স্যালুট।
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৫০
মনযূরুল হক বলেছেন: সব কিছু বোঝা দরকার নেই, কিছু কিছু বিষয় কেবল জেনে রাখা দরকার....
১০| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:২৭
মাক্স বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভকামনা।
ও হ্যা আরেকটা কথা, কিছু মনে করবেন না। আমার মনে হচ্ছে ঘটনাটা আপনার বানানো, গল্প টাইপের।
ভালো থাকুন!
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৪
মনযূরুল হক বলেছেন: মন যেহেতু আপনার, সুতরাং যা খুশি মনে হতেই পারে আপনার.....
বস্তবতা সব সময়েই গল্পের চেয়ে সুন্দর হয়...হ্যাঁ লেখার স্টাইলটা গল্পের মতো....
১১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৩
হেডস্যার বলেছেন:
গল্প জমে নাই রে মমিন !! :-&
মেলা ফাঁক ফোকর আছে।
পরের বার আরো ভালো হবে, কীপ ইট আপ
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৭
মনযূরুল হক বলেছেন: গল্পে ফাঁক-ফোকর থাকে না । লেখক অনেক ভেবেচিন্তে লেখেন । কিন্তু....অনেকের মাথায়ও ফাঁক-ফোকর থাকে...দরকার..বায়ু চলাচলে সুবিধা হয়...
১২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চড় খাইছেন তো কি হইছে , মেয়ের জান তো বাচছে ।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৮
মনযূরুল হক বলেছেন: হুমমম..সাথে মিলেছে আরো কতিপয় কাপালিকের দেখা....
১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মোমের মানুষ বলেছেন: মাইয়াডা মিঠুর মোবাইল নাম্বারটাও নিল না!
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২০
মনযূরুল হক বলেছেন: মেয়েরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকারের বংশধর...অতএব...
১৪| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর কিছু হয় নাই!!!!!!!!!!!! >???????????????
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২০
মনযূরুল হক বলেছেন: আপনিও সেই পুরান পাপী..তবে মার্জিত...
১৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৭
ডাঃ নাসির বলেছেন: মেয়েদেরকে আস্কারা দিয়ে আমরাই মাথায় উঠিয়েছি।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৮
মনযূরুল হক বলেছেন: ছেলেরা এই বথা বলার অধিকার রাখে না....
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৯
আমিনুর রহমান বলেছেন:
মেয়েটার দোষ দিয়ে লাভ নেই। আসলে অনেক বাজে সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের মা-বোনের ঘর থেকে বের হলেই। আর তাই তাদের বিশ্বাস কমে গেছে ছেলেদের উপর। আমি খুব পর্যবেক্ষণ করি প্রতিদিন অফিসে যাওয়া আর আসার মুহূর্ত যখন ভীড়ের মাঝে কোন মেয়ে বাসার উঠার চেষ্টা করে বা ভীড়ের ভিতর কোন মেয়ে থাকে। দেখলে খুব কষ্ট হয় এমন কখন দেখিনি যে কেউ না কেউ এমনভাবে মেয়ের গায়ে হাত দিবে বা দেয়ার চেষ্টা করছে না।
আপনার বন্ধু'র জন্য খারাপ লাগছে এই ভেবে কারো জীবন বাচানোর বিনিময়ে তার প্রতিদান এমনটি
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০২
মনযূরুল হক বলেছেন: মনে হচ্ছে এই ব্লগে এই প্রথম একটি যুক্তিসঙ্গত কমেন্ট পেলোম...ধন্যবাদ...
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৩:২৯
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: ভাবনায় কিছু এখনও পান নি ? পেলে জানাবেন.....
পেলাম বলেই তো বললামঃ গেট ওয়েল সুন!
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
মনযূরুল হক বলেছেন: ব্রেশ...ব্রেশ...................
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৩:৩৯
একজন ঘূণপোকা বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
মনযূরুল হক বলেছেন: একজন কওমিপন্থীর কমেন্ট পেয়ে ভালো লাগছে...আম্মো কিন্তু আপনার দলের লোক....
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪০
সাহাদাত উদরাজী বলেছেন: পুরানো ব্লগে কমেন্ট আছে দেখছি!