![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বি, আপনাদেরকেই বলছি...যারা প্রশাসনে চাকরি করেন এবং সরকারের আজ্ঞাবহ..বিশেষ করে র্যাব-২..খুব খারাপ হচ্ছে এই কাজটা, খুব খারাপ করছেন আপনারা ।
কওমি শিক্ষকদেরকে একে একে অফিসে ডেকে নিয়ে চোর ডাকাতের মতো জেরা করছেন । কী একটা ফরম পূরণ করানোর নামে হেনেস্থা করছেন ।...সারা বংলাদেশের কোনো স্কুল-কলেজের কাউকে আপনাদের দরকার পড়লো না, কেবল কওমি হুজুররা আপনাদের টার্গেটে কেন ?
একদম ভালো হচ্ছে না কাজটা । খুব ঠাণ্ডা মাথায় কথাগুলো বলছি । একদম ভালো হচ্ছে না...প্রতিটি আঘাতের একটা রিফ্লেক্স কিন্তু আছে...পিপিলিকা ভেবে পেষণ করতে যেয়ে হাতির পায়ের তলায় পড়াটা বোধ হয় আপনাদের মতো বুদ্ধিমানদের কাজ হবে না...
অথচ আপনাদের কাছে ‘এই কাজে’র জন্য সরকারি কোনো প্রজ্ঞাপন নেই..কোনো অথরিটির বক্তব্যও নেই...তবে কাজটা যে সকারের কোনো গোপন নির্দেশে হচ্ছে, বুঝতে বাকি থাকার কথা নয়...
আপনারা যদি কওমি পড়ুয়াদের প্রতিপক্ষ ভেবে আবার নতুন করে অহেতুক জঙ্গী লেবেল লাগানোর চেষ্টা করেন, তাহলে জানা উচিত, আমরা মাঠের খেলাটা শিখে গেছি । যেভাবে পীড়ন করবেন, যথাযথ ভাষায় জবাব দেবো আমরা...
মনে রাখা উচিত, আমরা জানি, রমজানের সংযম মানে শত্রুর মুখে দাঁড়িয়ে বিনয় দেখানো নয়...সংযমের মধ্যে লুকিয়ে আছে লড়াই করার প্রকৃত শিক্ষা । এই রমজানেই অসম লড়াইটা হয়েছিলো রাসূলের সা. নেতৃত্বে...ইসলামের প্রথম বিজয়টা এসেছিলো বদরের প্রান্তরে...
এমনিতেই এক ক্ষতের দাগ এখনো শুকায় নি..আবার যদি বারুদ উস্কে দেন, আগুন জ্বলবে...স্রেফ আগুন...
এটা মনে করার কোনো অবকাশ নেই যে, আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে জঙ্গীবাদের দিকে ঠেলে দেয়ার সূক্ষ্ম চালটা আমরা ধরতে পারছি না...মনে রেখো চান্দু, এই বাংলাদেশের নূন-ভাত খাওয়া ছেলে আমরা । এটাকে ইরাক-আফগান হতে দেবো না...কিন্তু মালিকী-কারজাইয়ের চেলাদের গোষ্ঠী বিনাশ করে ছাড়বো...
গত একদশক ধরে নিখুঁত পরিকল্পনা মাফিক গড়ে উঠছে এ দেশের কওমি সন্তানরা...প্রতিটি সেক্টরে এখন আমাদের আনাগোনা সহজেই নজরে পড়ে তোমাদের...এটা যদি তোমাদের গাত্রদাহের কারণ হয়ে থাকে তাহলে মা-আসসলাম, মাঠের খেলা মাঠেই খেলবো..ঘোমটা খুলেই নাচবো এবার...
আবার বলছি, কাজটা খুব খারাপ হচ্ছে, খুউব খারাপ..
১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৩
মনযূরুল হক বলেছেন: ----অবিচারের রিফ্লেক্স খুব কঠিন হয়...
২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: হুমকি দিলেন নাকি ? কওমি শিক্ষকদের বাঁশ দেওয়া উচিৎ
১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৬
মনযূরুল হক বলেছেন: কেন রে তোরা বাঁশ খেয়ে মজা পাচ্ছস নাকি ? খুউব ভাগ দিতে চাও আরেকজনকে..!
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫০
নিষ্কর্মা বলেছেন: ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে ঢাকায় এনে মাঝরাতে পুলিশের তাড়া খেয়ে নাদুসনুদুস হুজুররা পালায়া গেল। একবারও ভাবলো না যে অভুক্ত এবং ঢাকা শহরে প্রথমবার আসা এই বাচ্চাগুলির কি হবে। আর এই হুজুরদের কিছুই বলা যাবে না? এইটা মানতে পারলাম না।
১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৯
মনযূরুল হক বলেছেন: তাহলে মানছেন যে, সে রাতে নিধনযজ্ঞ হয়েছিলো...! কান টানলে মাথা আসে...
যারা নির্বচারে গুলি করে মারলো, তাহলে তাদেরকে কি করা দরকার...? বিষয়টা দ্বৈতনীতি হয়ে যাওয়ায় আমরাও মানতে পারিছি না...
৪| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২১
প্রভাষ প্রদৌত বলেছেন: তোর বাবারা সেদিন মারা গিয়েছিলো রে .......। এখন একটু দয়া করে তোর বাবাদের লাশ খুঁজে বের করে দে .........।আসিস এবার মাঠে বাংলাদেশের খেয়ে পড়ে , পাকিস্তানের দালালি করা একদম পশ্চাৎ দেশে বাশ ঢুকিয়ে বুঝিয়ে দিবো ।
মাঠে খেলা যখন শিখছস তখন সেদিন নিরীহ এতিম বাচ্চাদের ফেলে জান নিয়ে পালালি কেন রে ?????????????? খেলতি আমাদের সাথে ........
জানোয়ারের বাচ্চা পাকিস্তানে গিয়ে আসল বাবাদের ( তোদের একটা বাবা হওয়া সম্ভবনা ) খুঁজে বের করে তারপর কথা বলতে আয় ।
১১ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৮
মনযূরুল হক বলেছেন: তোরা যে কোন ঘরে জন্ম নিয়েছো, সেটা ভাষা মুনলেই বোঝা যায়...আর শোন, তোরা যখন মঞ্চে লুতুপুতু শিশুদের নিয়ে উঠিস, সেটা হয়ে যায় বীরকর্ম, আর আমাদের বাচ্চারা যখন শিক্ষকের নির্দেশ অমান্য করে জানালার ফাঁক গলে কোন সমাবেশে এসে হাজির হয়, সেটা হয় ক্যু, তাই না...
কে পালিয়েছে, আর কাদের দল আসল খেলায় পালায়, টের পাস না রে...? নাকি এখনও চোখে ন্যাবা রয়েছে...পাকিস্তান হলো তোদের গুরু, তাইতো খোঁচা খেলেই তোদের মুখ থেকে আগেই পাকিস্তান শব্দটা লাফ মেরে বের হয়...কতদিন আর আইএসআইয়ের গোয়েন্দাগিরি করবি...বাংলাদেশের এনএসআইয়ের হাতে ঠিকই ধরা খাবি..িএকটু সবুর কর...এত তাড়াতাড়ি পাগল হইস না...তাইলে খেলমু কাদের সাথে....
৫| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৪
বুড়া শাহরীয়ার বলেছেন: ভাল লাগল।
১১ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৯
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...কেউ আমার লেখার বিরোধিতায় জ্বলে ওঠে, আমার বেশ লাগে..আমি বুঝতে পারি, বিরোধী শিবিরে আমার ম্যাসেজ পোঁছে গেছে...
৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
aiman_jancw বলেছেন: ভাই প্রশাসন এর উপর রাগ দেখায়ে লাভ নাই। এরা সরকারের অজ্ঞা বাহ দাস। আপনি ক্ষমতায় গেলে আপনার কথায় কুত্তালীগ পিটায়ে সমান করে দিবে।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
মনযূরুল হক বলেছেন: সেটা ঠিকই জানি ভাই, কিন্তু তারাও তো বুদ্ধিমান প্রাণী...তাই একটু ক্ষোভ জাগেই....ধন্যবাদ
৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
সুপান্থ সুরাহী বলেছেন:
এতটা আক্রমনাত্মক না হই!
আর কমেন্টকারীদের বলতে চাই বিরোধীতা করুণ সমস্যা নাই। যারা বলছেন কওমী উঠিয়ে দরকার! তারা একটু ভেবে দেখেন কতটা সম্ভব! এদেশের সন্তানরাই তো কওমীর ছাত্র শিক্ষক।
আরেকটা বিষয় কওমী নিয়ে যাদের গাত্রদাহ হয় তাদের কেন হয় তা খুব সহজ! কারণ কওমীদের কারণে তাদের লুচ্ছামী বাধাগ্রস্থ হয়।
সময় বড্ড বেরসিক সে হিসাবটা পাই পাই করে দেয়। কওমী মাদ্রসা কখনই ক্ষমতা চায়নি। চায় ক্ষমতাসীনদের নৈতিক উন্নতি। এদের নিয়ে যাদের এলার্জি আছে তাদের বলছি ... কওমীদের অপরাধ যদি হয় সরকারের বিরোধিতা ...তাইলে ঠিকাছে। নইলে প্রমাণ করতে হবে... কওমীদের মধ্যে কয়টা মদখোর আছে, কয়টা ডাকাত আছে, কয়টা দুনীতিবাজ আছে, কয়টা টেন্ডারবাজ আছে, এদের বিরোদ্ধে কয়টা ধর্ষণ মামলা আছে, পারষ্পরিক অস্ত্রবাজির কারণে কয়টা কওমী মাদ্রসা বন্ধ হয়েছে, ছাত্ররাজনীতির নামে কয়টা ছাত্র তদবীর বাজী করেছে এবং শিক্ষকদের মারপিট কররছে লুটপাটে বাধা দেয়ায়, কয়টা মাদ্রসায় অস্ত্র ডিপো আছে?
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১
মনযূরুল হক বলেছেন: এই কথাগুলো আজো ানেকের জানা হয় নি...
৮| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬
মোমেরমানুষ৭১ বলেছেন: উপ্রে কয়েকটা ছাগু (শ্রীঘর , লিঙ্কনহুসাইন , নিষ্কর্মা , প্রভাষ প্রদৌত ) দেখা যাইতাছে। এদের কওমী মাদরাসা নিয়ে বিশেষ এলার্জী আছে। এ সমস্ত এলার্জীর ঔষধ সাবেক বিরিয়ানী ইমারানের কাছে পাওয়া যাইত, কিন্তু হটাৎ করে তার নিরুদ্দেশ হওয়াতে এলার্জী বেড়ে গেছে মনে হয়।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২
মনযূরুল হক বলেছেন: তাই তো মনে হচ্ছে...
৯| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
নিষ্কর্মা বলেছেন: ভাইয়া, আমি কি রাতে গোলাগুলির কথা বলেছি? মানুষ মারা যাওয়ার কথাও বলেছি। আমি বলেছি নাদুসনুদুস হুজুরদের পলায়নের কথা। তারা বাচ্চাগুলোকে সকাল থেকেই ছেড়ে দিয়েছিল। দুপুরে সরবরাহকৃত বিরিয়ানি এই বাচ্চাগুলা পায় নাই। নাদুসনুদুস হুজুরগুলাই বিরিয়ানি খেয়েছে এবং বাচ্চাগুলাকে সারাদিন অভুক্ত রেখেছে। অস্বীকার তো করতে পারলেন না।
যেহেতু আপ্নি প্রসঙ আনলেন, তাই বলছিঃ ৫-৬ মে তন্ন তন্ন করেও খুঁজে ১১ (মতান্তরে ১৫) টির বেশি মৃতদেহ পায় নাই আমার দ্বেষ-নয়াদ্বীগন্ট-এঙ্কেলাব-সংগ্রাম! এদের মৃত্যুর কারনও মোটামুটি ঐ পত্রিকায় আসছে।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩
মনযূরুল হক বলেছেন: অদ্ভূত জাতির পাল্লায় পড়লাম...এরাই বলেছে হুজুররা নাকি বিরানীর বন্যা বহায়ে দিছে, পত্রিকায় হুজুরদের খাবারের ছবিও দেখানো হয়েছে, আবার তারাই এখন কয় পোলাপনরে অভুক্ত রাখে....
সংগ্রাম-ইনকিলাব-নয়াদিগন্ত তো হেফাজতের পত্রিকা নয়, আর আপনার বক্তব্য তো মনে হচ্ছে প্রধনমন্ত্রীর থেকে ধার করা, তিনিও তো ১৬ জনের কথা বলেছে, কিন্তু প্রথম আলো যে বলেছে, ২৭, যুগান্তর ইত্তেফাক যে তারও বেশি বলেছে, সিএনএন বলেছে অসংখ্য, ভয়েস অব এমেরিকা কত বলেছে- সেগুলো নজরে যায় নি ভাই ?
অধিকার ৬১ জনের হিসাব দিয়েছে...হেফাজতের কাছে ২০০ জনের তালিকা আছে, এসবও কিন্তু ঐ চুসীল পত্রিকার রিপোর্ট....
এইবার টিনের চশমাটা খুলে বলেন, যারা পালাইছে ( আপনার মতে ) তারাই এখন অপরাধী হয়ে গেলো লাখ খানেক বুলেট খাওয়ার পরও, বিচার-হেনেস্থা হবে তাদের, আর যারা মারলো তারা দেশের বীর, তারা স্বমহিমায় ভাস্বর, সেলুকাস ! এই না হলে কি আর ‘মদমত্ত’ মানব-মানবীর মুখ থেকে ‘রঙমাখা’ তত্ত্ব নির্গত হয়....
কিন্তু ‘ঐ যে গোছাইয়া গাছাইয়া লন’ সে এখনও মরে নাই- এইটাই সমস্যা...
১০| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নিষ্কর্মা বলেছেন: @ মোমেরমানুষ৭১
ছাগু তাহারাই যারা ১৯৭১ সালে স্বাধীনতার সময়ে পাকবাহিনীর পক্ষে অস্ত্র ধরিয়াছিল, রাজাকার বাহিনীতে নাম লেখাইয়া পাকিস্তানের অখন্ডতা রক্ষায় পাকবাহিনীর সহিত কাঁধে কাঁধ মিলাইয়া জঙ্গে গিয়াছিল। এর পরে ইহারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হৈতে পলাইয়া গিয়াছিল। পালের গোদা চৌদি আরবে পলাইয়া গিয়াছিল। কতক গুলা জেলে গিয়াছিল। ইহারা এবং ইহাদের বংশধরগণ মৌ-চুদির কিতাব পড়িয়া ভ্রান্ত ইসলামের অনুসারি হইয়াছে। ইহারা এককালে দাড়ি-টুপি পরিধান করিয়া বদনিয়তে ধর্মকে ব্যবহার করিত। অধুনা ইহারা প্যান্ট-শার্ট পরিয়া ঘোরাঘুরি করে।
নিজেরা মেয়েদের পর্দা করিতে বলে কিন্তু কো-এডুকেশনে পড়ীবার লোভ সামলাইতে পারে না। লোল্লামা শফি আংকুলের বয়ানের মত ইহাদের লোল ঝরিতে থাকে সর্বদা। ইত্যকার গুণ সম্পন্ন প্রাণীদেরকেই ছাগু বলিয়া আখ্যায়িত করা হয়।
এই সঙ্গা মুখস্থ কর, এরপর থেকে ছাগুর সঙ্গা ভুলে গেলে কিন্তু চলবে না বাছা
১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০
মনযূরুল হক বলেছেন: শেখ সাদীর সঙ্গে দেখা যাচ্ছে ছাগলের লেদী লাগিয়ে দিচ্ছেন, আপনাদের শিক্ষা হতে আরো কিছু চপেটাঘাত লাগবে আর কি ! যেখানে কওমি আলেমগণ দলবেঁধে একাত্তরে হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন, সেখানে রাজাকরির অপবাদ দেন, কোথায় শফি আর কোথায় মওদুদি.....এতটুকু ডিসট্যান্স না শিখেই কেন যে আর কী করে সামুর মতো জায়গায় ঢুকে পড়লেন বুঝে আসে না....
১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৮
প্রভাষ প্রদৌত বলেছেন: চল মাঠে খেলি , আর তোর মত ছাগুদের সাথে ভাল ব্যবহার করতে আমার পরিবার থেকে নিষেধ করা হয়েছে ।
" মোমেরমানুষ৭১ " আর ছাগুর বাচ্চা ছাগু তুই বাংলাদেশে কেন রে ? পাকিস্তানে গিয়ে তোদের বাবাদের আগে খুঁজে বের কর ছাগু ।
আর লেখক ছাগু আমরা আন্দোলন করার জন্য শিশুদের জোর করে ধরে আনি না । শিশুরা স্বইচ্ছায় আসে । তোদের মত রাজাকার বাচাঁনোর জন্য নিরীহ এতিম বাচ্চাদের জোর করে নিয়ে আসি না । ইসলাম এর অপব্যখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করি না ।
অধিকার হচ্ছে নাস্তিক ফরহাদ মাজহারের সংগঠন , এর প্রধান ফরিদার মত চরিত্রহীনা মহিলা যে ফরহাদের সাথে লিভটুগেদার করে । এই রকম বাজে একটা সংগঠনের মিথ্যা তথ্য রেফারেন্স দিতে তোর লজ্জা করে না ???????????
১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫
মনযূরুল হক বলেছেন: এই তো আসল রহস্য ফাঁস করছো...এক সময় এই ফরহাদ মজহার নিয়ে তো তোদের নাচুনের খামতি ছিলো না, এখন হঠাৎ লিভটুগেদার কি তোদের পরিবারের সাথে হয়েছে নাকি, নইলে এত চ্যাতা.....আর সেই পরিবার তো তোকে ভালো ব্যবহার করতে নিষেধ করবেই...এ জন্যই তোদেরকে মানুষ বলে যে, ওরা মানুষ না আ.লীগ....
তুই ইসলামের কী ব্যখ্যা জানস রে ?
তোরা তো শিশুদের জোর করে আনো না, আনো ভিকারুন্নেসা আর ইডেনের হ্যাতি গো...কেন সেটা বলতে আমাদের রুচিতে বাঁধে....ভালো থাকিস খাসি....
১২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুপান্থ সুরাহীর মন্তব্যের সাথে একমত...
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ....আমিও তার সাথে একমত...
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯
শ্রীঘর বলেছেন: টোটাল মাদ্রাসা সিস্টেম উঠিয়ে দেওয়া উচিত, কওমি কোন চেটের বাল?