নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংক কী দিচ্ছে সেটা নয়, তারা কিভাবে হারামকে হালাল করছে...

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

হ্যাঁ, সাপ্তাহিক ‘কাগজ’ নিয়ে কথা বলছিলাম । কাগজের ঈদসংখ্যার কথা । সাথে বলবো, ইসলামী ব্যাংকগুলোর ভেতরের রূপের গল্প...



তসলিমার সবচে’ নষ্ট রচনাগুলো সপ্লাই করে এই সাপ্তাহিক কাগজ । ভুলপ্রেমের ফলে বহুপ্রেমিকের ভোগ্য হতে পেরে সে যে অশেষ তৃপ্তি পেয়েছে, সে কথা কাগজের মাধ্যমে নি:সঙ্কোচে বলতে পেরে তসলিমা নিশ্চয় অত্যন্ত আপ্লুত..



ড. আহমেদ শরীফের বক্তৃতা হয়েছে বাঙালি কালচার নিয়ে । সেইসাথে তিনি মনুষ্যত্বের সংজ্ঞা দিয়েছেন । বলেছেন, শিক্ষা মানুষের বিকাশ ঘটাবে, মনুষ্যত্বের প্রকাশ ঘটাবে । ইসলাম দিয়ে কিছু হবে না । তিনি মনুষ্যত্বের দু’টি উপমা টেনে বলেছেন, এই যে আমরা পড়ি, বায়েজিদ বোস্তামি সারারাত মায়ের শিয়রে পানির গ্লাস নিয়ে বসেছিলো, ও তো আসলে নির্বোধ । গ্লাসটা মাথার কাছে রেখে ঘুমিয়ে গেলেই হতো । এত নির্বোধ ছেলে কী করে ভালো মানুষ হবে ? উমর একজন খলীফা । সে প্যালেস্টাইন যাচ্ছে, তো তার সাথে অনেক লোক থাকা উচিত ছিলো । তা না করে সে তার উটচালককে বলছে, তুমি কিছুসময় উটের পিঠে বসবে আমি উটের রশি টানবো, এভাবে আমি আমি কিছুসময় বসবো । এটা কোনো মনুষ্যত্ব হলো ? আহমেদ শরীফ ইনিয়ে বিনিয়ে না বলে স্পষ্ট করেছেন যে, সেক্যুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা নয়,বরং ধর্মের অস্তিত্বহীনতা; পৃথিবীর শ্রেষ্ঠ অভিধানগুলিতে তা-ই লেখা আছে...



আলফ্রেড খোকনের একটা বাস্তব গল্প আছে । কল্পপনায় বোনা গল্প আমরা বাস্তবের মতো করে পড়ি । সে অনুরোধ করেছে, এই বাস্তব গল্পটা কল্পনায় রেঙে পড়তে । কারণ এখানে কবি নির্মলেন্দু গুণ সুদূর ফ্রান্স থেকে তার জন্য সুদৃশ্য একটি বোতল (মাদক) উপহার এনেছেন । ভরা মজলিসে তাকে সেই বোতল সমার্পন করায় এই আধুনিক নেশার রমরমা যুগেও কী যে বিব্রত পরিবেশ ভর করেছিলো তার উপর- সে বর্ণনা রয়েছে রগরগে লিপিতে..



শাহবাগওয়ালারা কেমন করে দেশের মানচিত্রটা ‘পা দিয়া ইচ্ছামতো পাড়াইতাছে’, অর্ধপৃষ্ঠাজুড়ে তার বিশাল একটি ছবি ছাপিয়ে প্রবন্ধ লেখা হয়েছে ‘‘গণজাগরণ মঞ্চ এবং গণমাধ্যমের দায়...’’ শিরোনামে ।



শরীফা বুলবুলের মতো একজন নারী, যিনি পুরুষ চরিত্র ধারন করে ‘বৌমার অচেনা বন্দরে’ নামে নিরেট একটি চটিগল্প লিখেছেন । তাবলীগকে বাঁশ দেয়া ছাড়া ওটা ছাপানোর আর কোনো যুক্তি সম্পাদকের ছিলো না নিশ্চিত । চটিপ্রিয়দের ‘শোভা ভাবি’ গল্পটাও রসালো লাগতে পারে...রহিমা খাতুন নামে রথখোলার একজন বারবণিতার (যৌনকর্মী) এক্সক্লুসিভ আলাপচারিতা আছে এই সংখ্যায় । আছে আনোয়ার হোসেন মঞ্জুর বউয়ের সাক্ষাতকার নারীর অধিকার আর হেফাজতের ঘৃণাধিকার সম্পর্কিত ।



এই সবকিছু ছাপিয়ে আমার কাছে সবচে’ আকর্ষণীয় মনে হয়েছে এমন একটা পত্রিকার প্রায় মাঝবরাবর স্থান পেয়েছে ‘‘আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড’’-এর পূর্ণ একপৃষ্ঠার একটি রঙিন বিজ্ঞাপন...সাথে ফুলপৃষ্ঠার এডভারটাইজ আছে সোস্যাল ইসলামি ব্যাংক লি: ও ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংকের..



অনেক সুন্দর হইছে বিজ্ঞাপনগুলো । ঝকমকে এবং উজ্জ্বল । চটিমটিতে আপনার এ্যালর্জি থাকলেও বিজ্ঞাপনগুলো একটু পইড়েন । খুব ভালো লাগবে । খুব । না পড়লে অত্যন্ত কষ্ট পাবো । এত টাকা খরচ করে ঈদসংখ্যাটা কেনা, তারপর কষ্ট করে পড়া, তদুপরি এই লেখা- সবটাই তাহলে ব্যর্থ হয়ে যাবে । পড়বেন তো ভাই ? আপনি ধার্মিক এবং দেশপ্রেমিক হয়েও যদি সেই পত্রিকাটা না পড়েন, আর বিজ্ঞাপনদু’টি না দেখেন, তাইলে তাদেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে ভাই ! পড়বেন তো ?



একটু ভাইবেন, এদের বিজ্ঞাপনের টাকা সেক্যুলারিজম অবাধ প্রসারের কাজে ব্যয় হয়...অথচ ইসলামী পত্রিকাগুলো ধুকতে ধুকতে মরে....এরা কখনো ইসলামী কোনো পত্রিকায় দেয় না...যাদের পত্রিকায় দেয়, তারা কখনো ইসলামী ব্যাংকে ভুলেও লেনদেন করতে আসে না..



ঝামেলাটা কোন জায়গায় বুঝলেন তো ?



পড়লে আরো বুঝবেন, আমরা যতটা উদার সবাই ততটা নয়...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

এন ইউ এমিল বলেছেন: পড়লে আরো বুঝবেন, আমরা যতটা উদার সবাই ততটা নয়..

ভাল বলেছেন,

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: B:-) B:-) B:-) B:-)

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

মনযূরুল হক বলেছেন: আপনাকেও ++++++++++++++++++++

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মানুষ তার সম্পদ সবার হাতে দিতে চায়না।বিশেষ করে স্বল্প শিক্ষিত মানুষরা মনে করে ইসলামের নাম যেহেতু আছে এরা টাকা মেরে খাবেনা।মানুষের এই সরল বিশ্বাসকে পূজি বা ঘায়েল করতেই ধর্মের নামের ব্যবহার।এরা বস্তুত ভন্ড।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

মনযূরুল হক বলেছেন: “এরা বস্তুত ভন্ড“ রাইট.....

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২

মহসিন০৮ বলেছেন: ভালো লাগল। আপনাকে আমন্ত্রণ http://www.ctgblog.com/ -এ

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০১

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ...সময় করে যাবোখন....

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৭

নিষ্‌কর্মা বলেছেন: পত্রিকাটার লিংক পাচ্ছিলাম না। আপনাকে ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০১

মনযূরুল হক বলেছেন: ধন্যবাদ.....আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.