![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিক্তের শেষগান
এখনও তোমাকে বলি, লাশের আরতে চলি,
ওগো, খানিক কাঁদবে তো ?
কান্নার ছলে ‘দায়বোধ’ ভুলে থিরথির রাগবে তো ?
কেন স্বচ্ছ নীল হতাশা, নাকি প্রেমে
বড্ড লৌকিক হয়ে যায় সবটুকু জলবায়ু..
জন্মভূমিটা তালাক দেবার বাসনা জাগে ভ্রমে ।
চাদোয়ার জ্বরে নির্লিপ্ত স্বরে খকখক কাশে রাতের আয়ু..
অনিমেষ, শেষবার এসো, পান্থর দলিজায় !
শুধু পুণ্যের হিসাব কষো না অবিরল কুণ্ঠায় !
সেই যে প্রাচীন গুমরাজ্যের সংলাপ কৌশলে
মনটাকে কচকচ কাটছিলো ধুম্র ডাকাতদলে
সেতারের আঁশে আশার পরশে অনিমেষ এসো শ’তে
এসো, পৃথিবীর লাশকাটা আঙিনায়
কিবা কনীয়ার পিঠে সুরভাঙা ঢেউতোলা সৈকতে
নির্ভাবনার চির নির্বান দাগভর কলিজায়...
ঈগলের বুকজোড়া সমাধি তলে, অনি:শেষ
রিক্তের গানখানা গাইবে তো ?
অকবির প্রথম কবিতা...
©somewhere in net ltd.